Posts

Showing posts from June, 2025

বিশ্বের সবচেয়ে ধনী ১০ ক্রিকেটার কারা

Image
    ক্রিকেট শুধু খেলা নয়, শতকোটি ডলারের বাণিজ্যিক জগৎও। আর এ দুনিয়ার যাঁরা প্রধান চরিত্র, সেই ক্রিকেটারদের আয়ও কম নয়। মাঠের ক্রিকেটে সফল ও দীর্ঘ ক্যারিয়ার অনেককে খেলোয়াড় হিসেবে যেমন উঁচুতে তুলেছে, তেমনি মাঠের বাইরের ব্র্যান্ড ভ্যালু আর ব্যবসায়িক বুদ্ধিমত্তাও তাঁদের নিয়ে গেছে সম্পদের চূড়ায়। বাইশ গজের পিচ থেকে শতকোটি টাকা সম্পদের সীমানায় পৌঁছে যাওয়া এমন ক্রিকেটারের সংখ্যা নেহাত কমও নয়। তেমন খেলোয়াড়দের মধ্যে বিশ্বে সম্পদের দিক থেকে শীর্ষ ১০ ক্রিকেটারের তালিকা তুলে ধরেছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস। ১. শচীন টেন্ডুলকার (ভারত) সম্পদের পরিমাণ: ১৭ কোটি মার্কিন ডলার শচীন টেন্ডুলকার আন্তর্জাতিক ক্রিকেট ছেড়েছেন ২০১৩ সালে। তিনিই এখন পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে ১০০ সেঞ্চুরি করা একমাত্র ক্রিকেটার। ক্রিকেটের তিন সংস্করণ মিলিয়ে ৩৪ হাজারের বেশি রান করা এই ডানহাতি ক্যারিয়ারের বড় সময় ধরে ছিলেন ক্রিকেট–দুনিয়ার প্রধান মুখ। স্বাভাবিকভাবে বেতন–ভাতার পাশাপাশি বাণিজ্যিক জগতে তাঁর চাহিদাও ছিল তুমুল। যা অবসরের পর কমলেও একেবারে বন্ধ হয়নি। টেন্ডুলকার ক্রিকেট থেকে আয়ের পাশাপাশি প্রচ...

১৯ বছর পর ‘অ্যাওয়ার্ড নাইট’ চালু করতে যাচ্ছে বিসিবি

Image
প্রায় ১৯ বছর পর আবারও অ্যাওয়ার্ড নাইট আয়োজন করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যা সর্বশেষ ২০০৬ সালে অনুষ্ঠিত হয়, তবে সেটার ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি বিসিবি। তবে সেই প্রথা আবারও শুরু করতে চায় বিসিবি। গতকাল (সোমবার) বিসিবির সভায় এই পুরস্কার প্রদানের রীতি চালুর সিদ্ধান্ত হয়েছে।  পুরস্কার প্রদানের এই প্রথা চালু আছে ভারত, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের ক্রিকেট বোর্ডে। সাধারণত বছর শেষে ক্রিকেটারদের পারফরম্যান্স মূল্যায়ন করে বিভিন্ন ক্যাটাগরিতে এই পুরষ্কার তুলে দেওয়া হয়। ক্রিকেটারদের পারফরম্যান্সের স্বীকৃতি দিতেই এই অ্যাওয়ার্ড নাইট আয়োজনের ঘোষণা দিয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। শুধু এক বছর নয়, অন্তত আগামী ৪-৫ বছর পুরস্কার দেওয়ার নিয়ম চালু রাখার জন্য পরিকল্পনা তৈরি করছে বিসিবি। যেখানে ক্রিকেটারদের সঙ্গে সাংবাদিক, গ্রাউন্ডস কর্মীদেরও পারফরম্যান্সও মূল্যায়ন হতে পারে। এ প্রসঙ্গে বুলবুল বলেন, ‘আমরা আবার অ্যাওয়ার্ড নাইট চালু করব। শুধু এক বছরের জন্য নয়, আমরা একটা চুক্তিতে আসব কীভাবে পুরস্কারগুলো দেবো। সেজন্য আমরা ৪-৫ বছরের একটা পরিকল্পনা ...

শাহরুখ খানের কনসোর্টিয়াম বিপিএলে? ৬ বছরের চুক্তির ভাবনা

Image
  বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) সামনে পাচ্ছে এক নতুন যুগের সূচনা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবং নবগঠিত বিপিএল গভর্নিং কাউন্সিল দীর্ঘমেয়াদী ও আন্তর্জাতিক মানসম্পন্ন ফ্র্যাঞ্চাইজি কাঠামো গড়তে যাচ্ছে। এ পরিকল্পনার আওতায় আগামী ছয় বছরের জন্য ফ্র্যাঞ্চাইজিগুলোর মালিকানা দেওয়া হবে, যেখানে অন্তত পাঁচটি আন্তর্জাতিক মানের দল নিশ্চিত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। নতুনভাবে গঠিত বিপিএল গভর্নিং কাউন্সিল সম্প্রতি বিসিবি বিপিএল গভর্নিং কাউন্সিল পুনর্গঠন করেছে। এতে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন অভিজ্ঞ ক্রীড়া সংগঠক মাহবুব আনাম। এছাড়াও রয়েছেন ফাহিম সিনহা এবং নাজমুল আবেদিন ফাহিম – যাঁরা দীর্ঘদিন ধরে দেশের ক্রিকেট উন্নয়নে নিবেদিত। গভর্নিং কাউন্সিল দায়িত্ব নেওয়ার পর থেকেই বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যার মধ্যে সবচেয়ে আলোচিত সিদ্ধান্ত হলো আন্তর্জাতিক মাল্টিন্যাশনাল কোম্পানি ও ফ্র্যাঞ্চাইজিদের বিপিএলে অংশগ্রহণে আমন্ত্রণ জানানো। বিপিএলে আসছে নাইট রাইডার্স কনসোর্টিয়াম? একটি বড় পরিবর্তনের অংশ হিসেবে, এবার আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজি মালিকরা বিপিএলে অংশ নিতে পার...

আরো একবার শিরোপা জয় এর লক্ষ্যে দেশ ছাড়লেন সোহানরা

Image
 গ্লোবাল সুপার লিগের প্রথম আসরের চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স এবার শিরোপা ধরে রাখার লক্ষ্যে মাঠে নামবে দ্বিতীয় আসরে। এই উদ্দেশ্যে দলের একাংশ সোমবার (৩০ জুন) সন্ধ্যায় দুবাইয়ের উদ্দেশ্যে বাংলাদেশ বিমানবন্দর ত্যাগ করেছে। এ তথ্য নিশ্চিত করেছে রংপুর রাইডার্সের মিডিয়া বিভাগ। দলের নেতৃত্বে আছেন অধিনায়ক নুরুল হাসান সোহান, যিনি অন্য ক্রিকেটারদের নিয়ে সোমবার সন্ধ্যায় দেশ ছেড়েছেন। আগামী ১০ জুলাই গ্লোবাল সুপার লিগের দ্বিতীয় আসর শুরু হবে। উদ্বোধনী ম্যাচে সেন্ট্রাল ডিস্ট্রিক্টসের বিপক্ষে মাঠে নামবে দুবাই ক্যাপিটালস। রংপুর রাইডার্সের মিশন শুরু হবে তার পরদিনই, ১১ জুলাই। নিজেদের প্রথম ম্যাচে তারা গায়ানা অ্যামাজনের মুখোমুখি হবে। শিরোপা ধরে রাখার এই চ্যালেঞ্জে রংপুর রাইডার্স কতটা সফল হয়, সেটাই এখন দেখার বিষয়।

আগস্টে যে কারনে বাংলাদেশ সফরে আসতে চায় না ভারত

Image
  আইসিসির নির্ধারিত সূচি অনুসারে আগামী আগস্টে বাংলাদেশ সফরে আসার কথা থাকলেও, ভারতীয় দল সেই সময়ে খেলতে আগ্রহী নয়। যেখানে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা রয়েছে ম্যান ইন ব্লুদের। কিন্তু আগস্টের এই সিরিজটি পিছিয়ে চলতি বছরের নভেম্বরে খেলতে চায় ভারত। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ইতিমধ্যেই এই সিরিজের সূচি পরিবর্তনের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) প্রস্তাব দিয়েছে। নির্ধারিত সূচি অনুসারে, আগামী ১৭ আগস্ট ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডেতে মাঠে নামার কথা রয়েছে টাইগারদের। দুদিন বিরতির পর ২০ আগস্ট দ্বিতীয় ও ২৩ আগস্ট তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে। এই সিরিজের প্রথম দুটি ওয়ানডে ম্যাচ মিরপুরে এবং তৃতীয় ম্যাচটি চট্টগ্রামে হওয়ার কথা। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটি ২৬ আগস্ট চট্টগ্রামে অনুষ্ঠিত হবে। এরপর মিরপুরে আসার কথা রয়েছে ভারতের, যেখানে ২৯ আগস্ট দ্বিতীয় ও ৩১ আগস্ট টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এখন দেখার বিষয়, বিসিবি ভারতীয় বোর্ডের এই প্রস্তাব গ্রহণ করে কিনা এবং সিরিজের নতুন সূচি কবে নাগাদ চূড়ান্ত হয়। 

নোয়াখালীর যে প্রতিষ্ঠান এবার বিপিএলে দল কিনল

Image
  বেশ কয়েক বছর ধরে বিপিএলে দল নেওয়ার আগ্রহ দেখাচ্ছিল 'নোয়াখালী রয়্যালস'। অবশেষে নোয়াখালীবাসীর অপেক্ষার প্রহর ফুরাতে যাচ্ছে। আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) একটি নতুন দল চেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে আনুষ্ঠানিকভাবে আবেদন করেছে 'শায়ানস গ্লোবাল' নামে একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান। গত ২৪ জুন নোয়াখালী রয়্যালস বিসিবির কাছে এই আবেদন জমা দেয়। সোমবার (৩০ জুন) বিসিবির সভায় এ বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। ডিসেম্বর-জানুয়ারির দিকে মাঠে গড়ানোর কথা রয়েছে বিপিএলের দ্বাদশ আসরের। তবে তার আগেই নোয়াখালী থেকে দল কেনার জন্য শায়ান’স গ্লোবাল নামের প্রতিষ্ঠানটি ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। বিসিবিকে দেওয়া চিঠিতে শায়ান’স গ্লোবাল জানিয়েছে, 'বিপিএলে দল নেওয়ার পাশাপাশি নোয়াখালী অঞ্চলে ক্রিকেটের উন্নয়নে কাজ করতে চায় তারা।' তবে এখন পর্যন্ত এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি বিসিবি। তবে আসন্ন বিপিএলে ফ্র্যাঞ্চাইজির ক্ষেত্রে যে বড় পরিবর্তন আসতে যাচ্ছে, তা অনেকটাই নিশ্চিত। কারণ গত বিপিএলে দুয়েকটি ফ্র্যাঞ্চাইজি ব্যতীত প্রায় সবার বিরুদ্ধে খেলোয়াড়দ...

সবাইকে অবাক করে, আসন্ন বিপিএল কাঁপাতে আসছে নোয়াখালী রয়্যালস

Image
  আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) প্রথমবারের মতো অংশ নিতে পারে নোয়াখালী জেলা। নতুন দল হিসেবে বিপিএলে যোগ দিতে যাচ্ছে নোয়াখালী রয়্যালস। বিপিএলে অংশ নেওয়ার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে আনুষ্ঠানিকভাবে আবেদন জমা দিয়েছে নোয়াখালী রয়্যালস। গত ২৪ জুন শায়ান'স গ্লোবাল নামের একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান ফ্র্যাঞ্চাইজিটির স্বত্বাধিকারের অনুমতি চেয়ে বিসিবির কাছে এই আবেদন করে। বিপিএলের সকল প্রক্রিয়া মেনে ১১তম আসরের অংশ নেওয়ার জন্য আবেদন জানিয়েছে তারা। এদিন শায়ান'স গ্লোবালের প্রতিনিধি বাদল গণমাধ্যমকে বলেন, "একটা বোর্ড মিটিং আছে। সেই বোর্ড মিটিংয়ে সিদ্ধান্ত আসবে নতুন ফ্র্যাঞ্চাইজি নেবে কিনা এবং নিলেও কী কী ডকুমেন্ট লাগবে ওনারা আমাদের জানাবে। আমরা আমাদের দিক থেকে মোটামুটি প্রস্তুত, যে ডকুমেন্টগুলো লাগে আমরা সেগুলো রেডি করে রেখে দিয়েছি। আমরা আশা করছি, ওনারা আমাদের আবেদন গ্রহণ করবে এবং নোয়াখালীর মানুষের স্বপ্ন পূরণ করবে।" নোয়াখালীর এই নতুন দলের অন্তর্ভুক্তির বিষয়ে আপনার প্রত্যাশা কী?

হ্যাটট্রিক শিরোপার লক্ষ্যে সবাইকে অবাক করে বরিশালের অধিনায়কের নাম ঘোষণা করলেন মিজানুর রহমান

Image
  আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) জন্য ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল ইতিমধ্যেই ছয়জন বিদেশি তারকা ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে। দলটির মালিক মিজানুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। হ্যাটট্রিক শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে ছয় মাস আগে থেকেই দল গোছানো শুরু করে দিয়েছে বরিশাল। দলটির অধিনায়ক তামিম ইকবাল এবং মালিক মিজানুর রহমান মিলে এই ছয়জন বিদেশি ক্রিকেটারকে সাইনিং করেছেন। এই তারকা ক্রিকেটারদের অন্তর্ভুক্তির মাধ্যমে ফরচুন বরিশাল আগামী বিপিএলে নিজেদের শক্ত অবস্থান আরও দৃঢ় করতে চাইছে। সামনের দিনগুলোতে দলটির আরও কোনো চমক আসে কিনা, সেটাই এখন দেখার বিষয়।

টেস্ট ক্রিকেটকে টি-২০ বানিয়ে ব্যাট হাতে চার ছক্কার ঝড় তুলে ক্যারিয়ারের শেষ ইনিংসটা খেলে ফেললেন বিজয়

Image
  চার-ছক্কায় দারুণ শুরু করেও ১৯ বলে ১৯ রান করে আউট হলেন এনামুল হক বিজয়। ধারণা করা হচ্ছে, হয়তো টেস্ট ক্যারিয়ারের শেষ ইনিংসটা খেলে ফেললেন তিনি। এমন পারফরম্যান্সের পর ভবিষ্যতে টেস্ট দলে তার সুযোগ পাওয়া প্রায় অসম্ভব। যেভাবে শুরু করা দরকার ছিল, বিজয় তার থেকেও ভালো সুযোগ পেয়েছিলেন। চার হাঁকিয়ে রানের খাতা খোলেন এবং অসাধারণ একটি ছক্কাও হাঁকান। কিন্তু এরপরও ইনিংসটা বড় করতে পারলেন না। সবচেয়ে হতাশাজনক ছিল চা বিরতির ঠিক দুই বল আগে যে শট খেলে তিনি আউট হলেন, সেটি টেস্ট ক্রিকেটে রীতিমতো 'ক্রাইম' হিসেবে বিবেচিত হচ্ছে। এনামুল হক বিজয়ের ভবিষ্যৎ জীবনের জন্য শুভকামনা রইলো। তবে অন্তত টেস্ট ক্রিকেটে তার আর খেলা হচ্ছে না বলেই মনে হচ্ছে। বিজয়ের এই পারফরম্যান্স নিয়ে আপনার কী মনে হয়?

বিসিবি বস বড় ঘোষণা দিয়ে,নতুর রুপে জাতীয় দলে ফিরছেন নাসির হেসেন

Image
  রংপুর বিভাগ পেতে যাচ্ছে একটি আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিকল্পনায় এই বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। আজ (শনিবার) সকালে রংপুর ক্রিকেট গার্ডেন মাঠে বাংলাদেশের টেস্ট মর্যাদা অর্জনের ২৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত দিনব্যাপী উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এবং রংপুরের স্থানীয় ক্রিকেটার নাসির হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিসিবি সভাপতি জানান, "অঞ্চলভিত্তিক ক্রিকেট খেলা ও হান্ট প্রতিযোগিতার মাধ্যমে নতুন প্রতিভাবান ক্রিকেটার খুঁজে বের করা হবে।" এছাড়াও, দেশের যেসব ক্রিকেট মাঠ অব্যবহৃত অবস্থায় পড়ে আছে, সেগুলোকে খেলার উপযোগী করতে সারা দেশে ১০০টি ক্রিকেট পিচ তৈরি করা হবে। বুলবুল আরও উল্লেখ করেন যে, "রংপুর বিভাগে আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম এবং বয়স ভিত্তিকসহ প্রিমিয়ার লিগগুলোর ভেন্যু করার বিষয়টি বিসিবির প্রক্রিয়াধীন রয়েছে।" এই ঘোষণা রংপুরের ক্রিকেটপ্রেমীদের মধ্যে নতুন করে উদ্দীপনা তৈরি করেছে। আন্তর্জাতিক মানের স্টেডিয়াম নির্মিত হ...

জাতীয় দলে ফিরছেন সোহান

Image
  গত এক-দেড় বছরে ঘরোয়া ক্রিকেটে ব্যাট হাতে নিয়মিত পারফরম্যান্স করেছেন নুরুল হাসান সোহান। গুঞ্জন ছিল আসন্ন শ্রীলঙ্কা সফরের ওয়ানডে দলে ডাক পেতে পারেন তিনি। তবে শেষ পর্যন্ত ওয়ানডে দলে ডাকা হয়নি তাকে। যা নিয়ে ক্রিকেট পাড়ায় চলছে নানা আলোচনা-সমালোচনা। তবে সোহানের ভাগ্যটা খারাপই বলতে হয়। মূলত দলে উইকেটরক্ষক ব্যাটার হিসেবে লিটন দাস ও জাকের আলী আছেন। তাই আরেকজন উইকেটরক্ষক ব্যাটারকে দলে নেওয়ার যৌক্তিকতা দেখছেন না নির্বাচকরা। সোহানকে দলে না ডাকার ব্যাখ্যায় এমনটাই জানিয়েছিলেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু।   এবার দলে ডাক না পাওয়ার প্রসঙ্গে কথা বলেছেন সোহান। এই উইকেটরক্ষক ব্যাটার বলেন, ‘জাতীয় দলের সবাই খেলতে চায়। জাতীয় দলে খেলতে পারাটা ভাগ্যের ব্যাপার। আমার কাছে পারফর্ম করাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি অন্য কাউকে অশ্রদ্ধা করে কিছু বলতে চাই না। দল নির্বাচন আমার হাতে নেই।’ ‘আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে পারফর্ম কর। সময় খারাপ বা ভালো থাকে। এখন যতটা ভালো করতে পারি, এই মোমেন্টাম ধরে রেখে আমার ক্যারিয়ারটা আরও বড় করার সুযোগ থাকবে।’-যোগ করেন সোহান।   বর্তমানে ব্যাট হা...

বিসিবি নির্বাচন নিয়ে সরকারের বিশেষ ঘোষণা

Image
  বাংলাদেশ ক্রীড়া বোর্ডের (বিসিবি) সংবিধান সংশোধনের কাজ শুরু হলেও, আসন্ন অক্টোবর মাসে নির্ধারিত বিসিবি নির্বাচন আপাতত পিছিয়ে দেওয়ার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। গতকাল (২৭ জুন) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, "আমরা সংবিধান পরিবর্তনের প্রক্রিয়ায় কাজ করছি। তবে এটা এমনভাবে হতে হবে যাতে ক্রিকেটে অবদান রাখা কাউকে ক্ষতিগ্রস্ত না করা হয়। আমরা একটি সাংবিধানিক ও অন্তর্ভুক্তিমূলক প্রক্রিয়ার মাধ্যমে পরিবর্তন আনতে চাই।" বিসিবির সংবিধান সংশোধনের প্রেক্ষাপট:এ বছরের ২৫ জানুয়ারি বিসিবির সাবেক পরিচালক নাজমুল আবেদীন নেতৃত্বাধীন সংবিধান সংস্কার কমিটির কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয় বিভিন্ন সমালোচনার মুখে। পরবর্তীতে ২৪ জুন জাতীয় ক্রীড়া পরিষদের অধীনে বিভিন্ন ফেডারেশনের সংবিধান ও অনুমোদন নীতিমালা হালনাগাদ করতে একটি কমিটি গঠন করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। নতুন কমিটির সদস্যরা:কমিটির নেতৃত্বে আছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (স্পোর্টস-১)। সদস্যদের মধ্যে রয়েছেন ক্রীড়া সংগঠক মো. জোবাইদুর রহমান রানা, প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব...

প্রাক্তন ক্লাবের কাছে হারলেন মেসি, ক্লাব বিশ্বকাপ থেকে বিদায় ইন্টার মায়ামির, কোয়ার্টারে প্যারিস সঁ জরমঁ

Image
      ক্লাব বিশ্বকাপ থেকে বিদায় নিলেন লিয়োনেল মেসি। রবিবার প্রি-কোয়ার্টার ফাইনালে হেরে গেল তাঁর ক্লাব ইন্টার মায়ামি। প্যারিস সঁ জরমঁ জিতল ৪-০ গোলে। জোড়া গোল করলেন জোয়াও নেভেস। একটি গোল আশরফ হাকিমির। মায়ামির আভিলেস একটি আত্মঘাতী গোল করেছেন। ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠে গেল ইউরোপ সেরা ক্লাব প্যারিস।   ধারেভারে অনেক এগিয়ে থাকা প্যারিসের বিরুদ্ধে বেশি ক্ষণ দাঁড়ানো যে মুশকিল হবে এটা মায়ামি জানতই। তাই বলে প্রথমার্ধেই চার গোলে পিছিয়ে পড়বে, এটা কেউই ভাবতে পারেননি। চার গোলের মধ্যে তিনটি হয়েছে ছ’মিনিটের মধ্যে। গোটা ম্যাচেই মায়ামির রক্ষণ ফালাফালা করে দিয়েছেন ভিটিনহা, ডেজ়িরে ডুয়ে, নুনো মেন্দেসরা। ...

আর্জেন্টাইন ফুটবলারের মৃত্যুতে, শোকে স্তব্ধ ফুটবলবিশ্ব

Image
  ফুটবলারদের জন্য হাঁটুর অস্ত্রোপচার খুবই সাধারণ ঘটনা হলেও, এমন অস্ত্রোপচারে যে কেউ মারা যেতে পারে, সেটা হয়তো কেউ কল্পনাও করেননি কখনো। হৃদয়বিদারক এমন এক ঘটনাই ঘটেছে আর্জেন্টাইন ফুটবলে। হাঁটুর অস্ত্রোপচারের সময় মর্মান্তিকভাবে মারা গেছেন তরুণ আর্জেন্টাইন ফুটবলার কামিলো নুইন। ১৮ বছর বয়সী নুইন খেলতেন আর্জেন্টিনার দ্বিতীয় বিভাগের ফুটবল ক্লাব সান তেলমোতে। কিছুদিন আগেই তিনি মেনিস্কাল ও ক্রুসিয়েট লিগামেন্ট ইনজুরিতে পড়েছিলেন এবং জানা গিয়েছিল তার অস্ত্রোপচার করতে হবে। তবে সেই অস্ত্রোপচারই কাল হয়েছে মিডফিল্ডার নুইনের। অস্ত্রোপচারের সময়ই মৃত্যুর কোলে ঢলে পড়েছেন নুইন। তবে ঠিক কী কারণে তার মৃত্যু হয়েছে, এই ব্যাপারে ক্লাব কিংবা হাসপাতালের পক্ষ থেকে নিশ্চিতভাবে কিছু জানানো হয়নি। নুইনের মৃত্যুতে গভীর শোকে আচ্ছন্ন সান তেলমো। সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে ক্লাবের নিয়মিত কার্যক্রম এবং শোক প্রকাশের জন্য নেওয়া হয়েছে নানা উদ্যোগ। নুইনের এই অকাল প্রয়াণে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন থেকে শুরু করে বিভিন্ন ক্লাব গভীর শোক প্রকাশ করেছে। আর্জেন্টাইন ক্লাব বোকা জুনিয়র্স ও ইন্ডিপেন্ডিয়েন্টের ...

যুদ্ধবিরতির পর প্রথম ভাষণে যা বলেন ইরানের সর্বোচ্চ নেতা খামেনি

Image
  যুদ্ধবিরতির ২ দিন পর অবশেষে নীরবতা ভাঙলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।  বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় ইসরায়েলের বিরুদ্ধে করা যুদ্ধে ইরান বিজয়ী হয়েছে বলে ঘোষণা করেছেন তিনি। খবর আল-জাজিরার। এক্সপোস্টে খামেনি বলেন, প্রতারণাপূর্ণ জায়নবাদী শাসকগোষ্ঠীর বিরুদ্ধে বিজয় উপলক্ষে আমি দেশবাসীকে অভিনন্দন জানাচ্ছি।  এ জন্য তিনি দেশবাসীকে ধন্যবাদ দিয়ে বলেন, আপনাদের ঐক্যই ইসরায়েলের বিরুদ্ধে আমাদের বিজয়ী করেছে। দেশের ৯ কোটি জনগণ জায়োনিস্টদের বিরুদ্ধে একাট্টা হয়ে লড়াই করেছে। আমাদের বীর সেনাদের সহায়তা করেছেন, সাহস যুগিয়েছেন। এর আগে খামেনি এক্সে পোস্ট করা এক বার্তায় জানান, জাতির উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন। আজ বৃহস্পতিবার (২৬ জুন) টেলিভিশনে তার ভাষণটি প্রচার করা হবে।  খামেনির এক্স অ্যাকাউন্ট থেকে জানানো হয়, এ ভাষণে তিনি গুরুত্বপূর্ণ কথা বলবেন। ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে গত ১৩ জুন ইরানের যুদ্ধ শুরু হয়। এরপর থেকে খামেনি গোপন স্থানে চলে যান।  গত ২৪ জুন ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি হয়। তবে দুইদিন কেটে গেলেও এর আগে খামেনির ...

সবার কাছে অবহেলিত ইমরুল কায়েস এবার পেলেন বিসিবির গুরুত্বপূর্ণ দায়িত্ব

Image
  বাংলাদেশ জাতীয় দলের সাবেক ওপেনার ইমরুল কায়েস এবার ক্রিকেট প্রশাসনের গুরুত্বপূর্ণ ভূমিকায় ফিরছেন। দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে থাকা এই অভিজ্ঞ ব্যাটসম্যানকে নতুন দায়িত্ব দিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবি সভাপতি জানিয়েছেন, ইমরুল কায়েসের অভিজ্ঞতাকে কাজে লাগাতে তাঁকে বোর্ডের 'ক্রিকেট অপারেশন্স কমিটি'তে বিশেষ পরামর্শকের দায়িত্ব দেওয়া হচ্ছে। মূলত তরুণ ক্রিকেটারদের গ্রুমিং, পারফরম্যান্স বিশ্লেষণ এবং ঘরোয়া ক্রিকেটের মান উন্নয়নে কাজ করবেন ইমরুল। ২০০৮ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া ইমরুল কায়েস ৩৯টি টেস্ট, ৭৮টি ওয়ানডে ও ১৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। জাতীয় দলে আর না খেললেও তিনি ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফর্ম করে যাচ্ছিলেন। এখন দেখার বিষয়, নতুন ভূমিকায় ইমরুল কায়েস কতটা সফল হন, এবং তার অভিজ্ঞতা বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যৎ নির্মাণে কীভাবে কাজে লাগে।

স্বপ্ন যখন ভেঙে যায়, তখন ক্রিকেটটাই আর খেলা হয় না: সোহান

Image
  গুঞ্জন ছিল শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে দলে ডাক পেতে পারেন নুরুল হাসান সোহান। অনেকের মনেই এমন ধারণা ছিল। তবে গতকাল সোমবার বিসিবি দল ঘোষণা করার পর সেখানে দেখা মেলেনি সোহানের। অনেক আশার পরও তার স্বপ্ন পূরণ না হওয়ায় বড্ড আক্ষেপ ঝড়ে পড়েছে সোহানের কণ্ঠে। তবে কেন সোহানের জায়গা হয়নি, এই বিষয়ে বিসিবির নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু জানান, ‘সোহান আমাদের বিবেচনায় থাকা সত্বেও টিম কম্বিনেশনের জন্য তার জায়গা হয়নি। ওর পজিশন উইকেট কিপার এবং ব্যাটসম্যান। অন্যদিকে লিটন দাসের পজিশন একই হওয়ায়, একাধিক উইকেট কিপার স্কোয়াডে রাখতে চাননি নির্বাচকরা।   তবে গতকাল প্রস্তুতি ম্যাচে ৯৭ রানের এক দুর্দান্ত ইনিংস খেলেন সোহান। পরে চট্টগ্রামে অনুশীলন শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে সোহান বলেন, ‘নিয়মিত জাতীয় দলে খেলতে পারলে ক্যারিয়ারটা অন্যরকম হতে পারত, এতদিনে হয়ত আন্তর্জাতিক পর্যায়ে নিজের অবস্থানটা পাকাপোক্ত করে নিতে পারতাম।   আক্ষেপ করে সোহান বলেন, অবশ্য জাতীয় দলে জায়গাটা ধরে রাখতে না পারার পেছনে নিজের ঘাটতিও রয়েছে হয়তো। যেকোনো কারণে হয়তোবা জায়গা নিতে পারিনি। তবে এই না নিতে পারার আক্ষে...

যেভাবে ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণা কার্যকর হবে

Image
  মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন যে, ইরান ও ইসরায়েল একটি 'পর্যায়ক্রমিক' যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তিনি দাবি করেছেন, "এ সমঝোতা দ্বিপক্ষীয় দ্বন্দ্বের আনুষ্ঠানিক অবসান ঘটাবে।" যদিও ট্রাম্পের এই ঘোষণার পরও গতকাল সোমবার রাতভর তেহরানে হামলা অব্যাহত ছিল। ট্রাম্প তার নিজ মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লেখেন, "ইসরায়েল ও ইরানের মধ্যে সম্পূর্ণ ও সর্বাত্মক যুদ্ধবিরতির ব্যাপারে পূর্ণ সমঝোতা হয়েছে।" তবে মধ্যপ্রাচ্যের চির বৈরী দুই প্রতিপক্ষ—ইরান ও ইসরায়েল—তাৎক্ষণিকভাবে ট্রাম্পের ঘোষণার বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি। প্রায় দুই সপ্তাহ ধরে চলা নজিরবিহীন পাল্টাপাল্টি হামলায় ইরানে কয়েকশ মানুষ নিহত হয়েছেন, আর ইসরায়েলে প্রাণ গেছে অন্তত ২৪ জনের। ট্রাম্পের ঘোষণা অনুযায়ী, যুদ্ধবিরতি প্রক্রিয়া আজ মঙ্গলবার সকাল ১০টায় (বাংলাদেশ সময়) শুরু হবে এবং তা ২৪ ঘণ্টায় ধাপে ধাপে কার্যকর করা হবে। প্রথমে ইরান একতরফাভাবে সব সামরিক অভিযান বন্ধ করবে, এরপর ১২ ঘণ্টা পর ইসরায়েলও একই পথে হাঁটবে। ট্রাম্প আরও বলেন, "২৪ ঘণ্টা পূর্ণ হওয়ার পর, ...

দেশের ক্রিকেটকে বিদায় বলে আমেরিকা ক্রিকেটে নতুন অধ্যায় শুরু করছেন সাইফুদ্দিন

Image
  বাংলাদেশ জাতীয় দলের পরিচিত অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন এবার নতুন এক অধ্যায়ের দিকে পা বাড়ালেন। বহু গুঞ্জনের অবসান ঘটিয়ে জানা গেল, তিনি যুক্তরাষ্ট্রের ঘরোয়া ক্রিকেট লিগে খেলতে যাচ্ছেন। ভবিষ্যতের ইঙ্গিত হিসেবে অনেকে ধারণা করছেন, তিনি হয়তো একসময় যুক্তরাষ্ট্র জাতীয় দলেরও প্রতিনিধিত্ব করতে পারেন! সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, সাইফউদ্দিন যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন এবং স্থানীয় একটি ফ্র্যাঞ্চাইজির সঙ্গে আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হয়েছেন। জার্সি হাতে তার সঙ্গে দলের অন্য বিদেশি খেলোয়াড়রাও হাসিমুখে দাঁড়িয়ে আছেন। এই লিগে আরও অনেক প্রবাসী তারকা খেলছেন, আর যুক্তরাষ্ট্র ক্রিকেট বোর্ড ইতিমধ্যেই আন্তর্জাতিক মঞ্চে নিজেদের অবস্থান শক্তিশালী করতে অভিবাসী ক্রিকেটারদের সুযোগ দিচ্ছে। ২০১৭ সালে বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় সাইফউদ্দিনের। ব্যাটে-বলে ভারসাম্যপূর্ণ অলরাউন্ড পারফরম্যান্স দিয়ে দ্রুতই তিনি দলের মূল অংশে নিজের জায়গা করে নিয়েছিলেন। তবে ইনজুরি এবং ফর্মহীনতার কারণে দীর্ঘ সময় তিনি জাতীয় দলের বাইরে ছিলেন। বর্তমানে যুক্তরাষ্ট্রে কোনো দেশের হয়...

সৌম্যর ঝড়ো ব্যাটিং দেখে ভুল বুঝতে পারলো বিসিবি, আসছে নতুন সিদ্ধান্ত

Image
   একদিন আগেই শ্রীলঙ্কা সফরের জন্য ওয়ানডে দল ঘোষণা করেছে বিসিবি। যেখানে সৌম্য সরকারের পরিবর্তে দলে জায়গা দেওয়া হয়েছে নাঈম শেখকে। দল থেকে বাদ পড়েই চট্টগ্রামে বিসিবি আয়োজিত লাল দল ও সবুজ দলের প্রস্তুতি ম্যাচে ব্যাট হাতে ঝড় তুলেছেন সৌম্য সরকার। সবুজ দলের হয়ে সৌম্য সরকার ১০ চার ও ১ ছক্কায় ৫৪ রান করেছেন সৌম্য সরকার। তার এমন ব্যাটিং নতুন করে ভাবাতে শুরু করেছে বিসিবিকে।

যে কারনে অল্প বয়সেই ক্রিকেট ক্যারিয়ারের ইতি দেখছেন মোসাদ্দেকের

Image
  বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকতের দলে ফেরা নিয়ে তৈরি হয়েছে সংশয়। বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান গাজী আশরাফ হোসেন লিপু স্পষ্ট জানিয়ে দিয়েছেন, দলের বর্তমান প্রেক্ষাপটে মেহেদী হাসান মিরাজ যতক্ষণ আছেন, ততক্ষণ মোসাদ্দেকের জন্য সুযোগ পাওয়া কঠিন। লিপু বলেন, "যতক্ষণ মিরাজ আছে ততক্ষণ মোসাদ্দেকের কোনো সুযোগ নাই, আপনারা বুঝেও না বুঝার ভান করে কথা বলেন এটা কষ্ট দেয়।" বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী মিরাজের বাদ পড়ার তেমন কোনো সম্ভাবনাই নেই। ব্যাট হাতে দলের প্রয়োজনে রান করা, বল হাতে উইকেট নেওয়া এবং ফিল্ডিংয়ে তার অসাধারণ পারফরম্যান্স তাকে দলের অবিচ্ছেদ্য অংশে পরিণত করেছে। তাই আপাতদৃষ্টিতে মনে হচ্ছে, মোসাদ্দেক হয়তো তার আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষটা দেখেই ফেললেন।

জরুরি জুম বৈঠক শেষে শান্তকে নিয়ে নতুন শিধান্ত

Image
    বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত দায়িত্ব ছাড়তে যাচ্ছেন। শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের সিরিজ শেষ হওয়ার পর টেস্ট অধিনায়ক হিসেবে আর দায়িত্বে থাকছেন না শান্ত—এক সূত্রকে উদ্ধৃত করে এমন খবরই সামনে এনেছে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ।  বাঁহাতি এই ব্যাটার শ্রীলঙ্কা সফর শেষেই নিজের সিদ্ধান্ত বোর্ডকে জানাবেন বলে ধারণা করা হচ্ছে। তবে এই সিদ্ধান্তটি আনুষ্ঠানিকভাবে দ্বিতীয় টেস্ট শেষে জানানো হবে, নাকি পরে কার্যকর হবে, সেটা নির্ভর করছে বোর্ডের সঙ্গে তার আলোচনার ওপর। ঘনিষ্ঠ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি সূত্র শনিবার ক্রিকবাজকে বিষয়টি নিশ্চিত করে জানায়, সম্প্রতি ঘটে যাওয়া নানা ঘটনার পর শান্ত নিজের সিদ্ধান্তে বেশ দৃঢ়। সূত্রের ভাষ্য, “আমার মনে হয় না শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের পর শান্ত অধিনায়কত্ব চালিয়ে যাবেন। আমি ওকে অনেকদিন ধরে চিনি। ওর সঙ্গে যা ঘটেছে, তাতে ও খুব একটা খুশি নয়—এটাই আমার ধারণা।” জানা গেছে, এক বছরের জন্য শান্তকে টেস্ট দলের দায়িত্ব দেওয়ার পর তিনি তার ঘনিষ্ঠদের সঙ্গে দীর্ঘ আলোচনার পর অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত নেন। সম্প্রতি ওয়...

চমক রেখেই শ্রীলঙ্কা সিরিজের ওয়ানডে দল ঘোষণা,

Image
  বেশ অনেকটা দিন ধরেই জাতীয় দলের বাইরে ছিলেন মোহাম্মদ নাইম শেখ। একপর্যায়ে জাতীয় দলের নিয়মিত মুখ হয়ে উঠলেও অফফর্মের কারণে বাদ পড়েছিলেন। শেষ ওয়ানডে খেলেছেন ২০২৩ সালের শ্রীলঙ্কা সিরিজে। তবে সম্প্রতি বিপিএল আর ডিপিএলে ব্যাট থেকে রানের ফোয়ারা ছুটিয়েছেন। সেই সুবাদেই প্রায় ২ বছর পর আবার খুলল জাতীয় দলের দরজা।  শ্রীলঙ্কার বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ। যেখানে বড় চমক নাইম শেখের অন্তর্ভুক্তি। পুরো স্কোয়াডে একমাত্র চমক বলতে গেলে সেটাই। এছাড়া বাকি সবক্ষেত্রেই চেনা মুখেদের ওপর ভরসা রেখেছে বিসিবি।      শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড   মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাঈম শেখ, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, লিটন দাস, জাকের আলি অনিক, শামীম পাটোয়ারী, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, নাহিদ রানা, হাসান মাহমুদ।  

মার্কিন হামলার প্রতিবাদে জনগণের সঙ্গে মিলে বিক্ষোভে যোগ দিলেন ইরানের প্রেসিডেন্ট

Image
  ইরানে যুক্তরাষ্ট্রের পারমাণবিক স্থাপনায় হামলার প্রতিবাদে রোববার (২২ জুন) রাজধানী তেহরানে এক বিশাল বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। এই বিক্ষোভে যোগ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান। সিএনএনের খবরে বলা হয়, ইরানের ফার্স নিউজ এজেন্সি প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যায়, তেহরানের ঐতিহাসিক ইনকিলাব স্কয়ারে হাজার হাজার বিক্ষোভকারী যুক্তরাষ্ট্র ও ইসরায়েলবিরোধী স্লোগান দিচ্ছেন। বিক্ষোভকারীদের অনেকের হাতে ছিল ইরানের জাতীয় পতাকা। ইরানের সংবাদমাধ্যম মেহের নিউজ এজেন্সির খবরে আরও বলা হয়েছে, ইনকিলাব স্কয়ারে বিক্ষোভকারীদের সঙ্গে প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান নিজেও যোগ দেন। বিক্ষোভকারীদের কয়েকজনের হাতে থাকা প্ল্যাকার্ডে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলবিরোধী নানা স্লোগান লেখা ছিল। কোনোটিতে লেখা ছিল, "ইরান আমাদের মাতৃভূমি। তার মাটি আমাদের সম্মান, তার পতাকা আমাদের কাফন।" এই বিক্ষোভ মার্কিন হামলার বিরুদ্ধে ইরানের জনগণের জোরালো প্রতিবাদ এবং দেশটির নেতৃত্বের দৃঢ় অবস্থানকে তুলে ধরছে।

‘মেইক ইরান গ্রেট এগেইন’ লিখে ইরানেকে কিসের ইঙ্গিত দিলেন ট্রাম্প?

Image
  যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও ইরান নিয়ে তীব্র মন্তব্য করেছেন। সম্প্রতি ইরানের একটি গুরুত্বপূর্ণ পরমাণু স্থাপনায় মার্কিন হামলার পরই তিনি দেশটিতে শিগগিরই ক্ষমতা পরিবর্তনের সম্ভাবনার ইঙ্গিত দিয়েছেন। ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম 'এক্স'-এ (সাবেক টুইটার) নিজের বিখ্যাত নির্বাচনী স্লোগান 'Make America Great Again'-এর অনুকরণে লিখেছেন: "Make Iran Great Again"। বিশ্লেষকরা মনে করছেন, এই মন্তব্যের মাধ্যমে তিনি ইরানের জনগণ ও বর্তমান নেতৃত্বকে উদ্দেশ্য করে একটি বার্তা দিতে চেয়েছেন। পোস্টে ট্রাম্প বলেন, "ইরানের বর্তমান প্রশাসন যদি প্রয়োজনীয় সংস্কার ও পরিবর্তন আনতে ব্যর্থ হয়, তবে তাদের সরে যাওয়া উচিত। নতুন নেতৃত্বই ইরানের ভবিষ্যতের জন্য কল্যাণকর হতে পারে।" তবে ট্রাম্পের এমন বক্তব্যের সঙ্গে তার প্রশাসনের শীর্ষস্থানীয় কর্মকর্তারা একমত নন। বর্তমান ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স ও প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ—দুজনেই পরিষ্কারভাবে জানিয়েছেন যে, যুক্তরাষ্ট্রের লক্ষ্য ইরানের নেতৃত্ব পরিবর্তন নয়; বরং দেশটির পরমাণু কর্মসূচিকে নিরস্ত করা। প্র...

ক্রিকেটের দুরবস্থা দূর করতে বিসিবির কাছে একটি বারের জন্য সুযোগ চেয়ে যা বলেন মোহাম্মদ রফিক

Image
  দীর্ঘদিন আড়ালে থাকা সাবেক সফল অলরাউন্ডার মোহাম্মদ রফিক এবার বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের দুরবস্থা দূর করতে সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে এগিয়ে এসেছেন। তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের ডাকের অপেক্ষায় আছেন। রফিক দৃঢ়তার সাথে বলেন, "আমি শতভাগ গ্যারান্টি দিতে পারি, দুই বছরের মধ্যে ঘরোয়া লিগের চেহারা বদলে দিতে পারব। তিন দিনের ম্যাচ, টি-টোয়েন্টি, ওয়ানডে—সব ফরম্যাটের জন্য আলাদা দিন থাকবে। সব মাঠ ব্যবহার হবে, উইকেট হবে একই ধরনের। খেলোয়াড়রা ৩৬৫ দিন ক্রিকেটে ব্যস্ত থাকবে।" তার কণ্ঠে আক্ষেপও ঝরেছে। জানালেন, আগের দুই সভাপতি নাজমুল হাসান পাপন ও ফারুক আহমেদের সঙ্গে কথা হলেও তাদের প্রতিশ্রুতির বাস্তবায়ন হয়নি। এবার তিনি আশা করছেন, নতুন সভাপতি বুলবুল তাঁর অভিজ্ঞতার সদ্ব্যবহার করবেন। মোহাম্মদ রফিক ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) ও জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) সহ পুরো ঘরোয়া ক্রিকেট কাঠামোকে ঢেলে সাজাতে বিসিবির কার্যকর পদক্ষেপ চান। তিনি বলেন, "প্রিমিয়ার লিগের ক্লাবগুলোতে ফ্যাসিলিটি বাড়াতে হবে। ফিটনেস ও মানসিকতা গড়ে তুলতে লম্বা মৌসুম দরকার।" র...

হারভজন এর ব্যঙ্গর যেভাবে দাঁত ভাঙ্গা জবাব দিলেন মুস্তাফিজ

Image
 ক্রিকেট ইতিহাসে বহুবার ভারতকে ভেলকি দেখানো বাংলাদেশ দলকে একহাত নিয়ে সাবেক ভারতীয় স্পিনার হারভজন সিং বলেছিলেন, "বাংলাদেশের ক্রিকেট দল এমন, যেন আমার পাড়ার ছেলেরা খেলে ওদের চেয়ে ভালো।" এই মন্তব্যে বাংলাদেশে জ্বালাময়ী প্রতিক্রিয়া সৃষ্টি হয়, সমর্থকদের মুখে একটাই প্রশ্ন—"আপনার দেশ হারেনি আমাদের কাছে বারবার?" তবে কেউ মুখে কিছু না বললেও, মাঠেই জবাব দিয়ে দিলেন মুস্তাফিজুর রহমান! ত্রিদেশীয় সিরিজে ভারতের বিপক্ষে যখন সবাই চুপচাপ, তখন মুস্তাফিজ দ্রুত ৩ উইকেট তুলে হারভজনের মুখ বন্ধ করে দেন বলেই যেন মনে হয় অনেকের। ম্যাচের পর ভক্তরা বলতে শুরু করেছেন: "হারভজন সিং তো মুখে বলেছে, মুস্তাফিজ সেটা হাতে ধরে বুঝিয়ে দিয়েছে—আইসিসিতে কারা পড়ে, আর কারা পড়ে না!" মুস্তাফিজ নিজেও ম্যাচ শেষে বলেন: "আমরা কথা বলি না বেশি, মাঠে বলি। আমাদের ছোট দল বললেও, আমরা কাউকে ভয় পাই না।"

যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় কাঁপল ইসরায়েল, ব্যপক হতাহত

Image
  যুক্তরাষ্ট্রের দ্বারা ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর চালানো হামলার পর পরই মধ্যপ্রাচ্য নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে। এর জবাবে ইরান রোববার সকালেই ইসরায়েলের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহর লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। টাইমস অব ইসরায়েলের লাইভ প্রতিবেদনের বরাতে জানা যায়, রাজধানী জেরুজালেম, বাণিজ্যিক কেন্দ্র তেল আবিব, হাইফা ও কারমেলসহ ইসরায়েলের কেন্দ্র ও উত্তরাঞ্চলের অন্তত ১০টি স্থানে সফল এই হামলা চালানো হয়। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) নিশ্চিত করেছে, তারা ইরান থেকে নিক্ষেপ করা একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে। হামলার সময় তেল আবিব ও আশেপাশের এলাকাগুলোতে বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং পুরো ইসরায়েলজুড়ে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। বাসিন্দাদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আশ্রয়কেন্দ্রে অবস্থান করতে বলা হয়েছে। ইসরায়েলের জরুরি সেবা সংস্থা ‘মাগেন ডেভিড অ্যাডম’ জানিয়েছে, ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে ১৬ জন আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। সংস্থাটির কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করেছেন। বিশেষ করে তেল ...

যে কারনে পদত্যাগ করবেন আমিনুল ইসলাম বুলবুল

Image
  বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল তার দৃঢ় অবস্থান ব্যক্ত করেছেন। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, যদি তিনি ফারুক আহমেদের মতো পরিস্থিতিতে পড়েন, তবে তিনি সুন্দরভাবে ক্রিকেট বোর্ড থেকে বিদায় নেবেন। ক্রিকেট প্রশাসনে কোনো 'গডফাদারের' প্রভাব দেখলে তিনি তার বিরুদ্ধে লড়াই করবেন। আর যদি সেই লড়াইয়ে তিনি ব্যর্থ হন, তবে পদত্যাগ করে সরে যাবেন। নিজের গ্রহণযোগ্যতা প্রসঙ্গে বুলবুল বলেন, "যদি আমি নিজে মনে করি আমি আমার গ্রহণযোগ্যতা হারিয়েছি, তবে সরে যাবো।" আমিনুল ইসলাম বুলবুলের এই মন্তব্য বিসিবির সাম্প্রতিক অন্তর্দ্বন্দ্ব এবং বিতর্কের মধ্যে একটি স্পষ্ট বার্তা বহন করছে। তার এই সাহসী বক্তব্য ক্রিকেট মহলে ব্যাপক আলোচনা তৈরি করেছে।

ইরানে যুক্তরাষ্ট্রের আগ্রাসনের নিন্দা জানিয়ে যে ঘোষণা দিল হামাস

Image
 এতদিন ইরানে ইসরায়েলকে পরোক্ষভাবে মদদ দিলেও, এবার যুক্তরাষ্ট্র সরাসরি ইরানের ওপর সামরিক হামলা চালিয়েছে। ওয়াশিংটন ইরানের তিনটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালিয়েছে। স্থানীয় সময় শনিবার (২১ জুন) রাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই হামলার ঘোষণা দেন। এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস। হামাস এক বিবৃতিতে ইরানের ওপর মার্কিন হামলাকে 'প্রকাশ্য আগ্রাসন' হিসেবে উল্লেখ করেছে। তারা বলেছে, এই হামলা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন এবং আন্তর্জাতিক শান্তি ও স্থিতিশীলতার জন্য সরাসরি হুমকি। উল্লেখ্য, হামাস বর্তমানে গাজায় নিরস্ত্র মানুষের ওপর ইসরায়েলের বর্বরোচিত গণহত্যার জবাব দিচ্ছে এবং ইসরায়েলের উল্লেখযোগ্য সৈন্যকে আটক করেছে। তবে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো হামাসের কার্যক্রমকে সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে আখ্যায়িত করে, যে কারণে প্রতিনিয়ত তাদের লক্ষ্যবস্তু করা হয়। ইরানে হামলা চালানোর পর ডোনাল্ড ট্রাম্প কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন, "হয় শান্তি আসবে, নয়তো ইরানের জন্য গত আট দিনে আমরা যা দেখেছি তার চেয়েও অনেক বড়...

ইরানে হামলার পর প্রেসিডেন্ট ট্রাম্পকে যা বলেন নেতানিয়াহুর

Image
  ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের সামরিক হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি অভিনন্দন জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। রবিবার (২২ জুন) এক বিবৃতিতে তিনি ট্রাম্পের নেতৃত্বে পরিচালিত এই অভিযানের প্রশংসা করে একে "ইতিহাস পাল্টে দেওয়া পদক্ষেপ" বলে অভিহিত করেন। নেতানিয়াহু বলেন, "অভিনন্দন প্রেসিডেন্ট ট্রাম্প! আপনার নেতৃত্বে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর যুক্তরাষ্ট্র যে সফল অভিযান চালিয়েছে, তা কেবল গুরুত্বপূর্ণ নয়, বরং ইতিহাসের গতিপথ পাল্টে দিতে সক্ষম।" তিনি আরও বলেন, "বিশ্বের সবচেয়ে ভয়ংকর শাসকগোষ্ঠীকে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক অস্ত্র অর্জন থেকে বিরত রাখার জন্য আপনি যেভাবে পদক্ষেপ নিয়েছেন, তা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং ইসরায়েলি জনগণের পক্ষ থেকে আপনার প্রতি গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ।" উল্লেখ্য, যুক্তরাষ্ট্র সম্প্রতি ইরানের ফোর্দো, নাতাঞ্জ ও ইসফাহান—এই তিনটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, এই হামলা সফল হ...

সাকিবের কারণে ক্যারিয়ারের শেষ যে ইচ্ছাটি অপূর্ণ রয়ে গেল, অ্যাঞ্জেলো ম্যাথিউজ এর

Image
 "টাইমড আউট ঘটনা হওয়ার পরেও সাকিব আল হাসানকে এখনো সম্মান করেন অ্যাঞ্জেলো ম্যাথিউজ।  ওই ঘটনার পর একটু দুরত্ব বাড়লেও পরবর্তীতে সাকিবের সাথে দেখা করেন ম্যাথিউজ। এখন ওদের মাঝে ভালো সম্পর্ক আছে "  "তবে ম্যাথিউস এর শেষ ইচ্ছা ছিল সাকিব আল হাসানকে ড্রেসিংরুমে আটকে রেখে তাকে টাইম আউট করা ! ম্যাচ শেষে প্রেস কনফারেন্সে জানালো অ্যাঞ্জেলো ম্যাথিউজ!

গল টেস্টে মাশরাফির যে রেকর্ড ভেঙ্গে তাইজুল গড়লেন নতুন রেকর্ড

Image
  গল টেস্টে ৪ উইকেট শিকারের সুবাদে আইসিসির স্বীকৃত ক্রিকেটে বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে পেছনে ফেলেছেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। বর্তমানে তাইজুলের মোট উইকেট সংখ্যা দাঁড়িয়েছে ৭৭৫টি, যা তাকে বাংলাদেশের পক্ষে তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারি বানিয়েছে। গল টেস্টের আগে মাশরাফি ৭৭৩ উইকেট নিয়ে তৃতীয় স্থানে ছিলেন। এবার মাশরাফিকে চতুর্থ স্থানে ঠেলে দিয়ে তাইজুল তৃতীয় স্থানে উঠে এসেছেন। আইসিসির স্বীকৃত ক্রিকেটে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারিদের তালিকা: ১. সাকিব আল হাসান: ১২৪৮ উইকেট ২. আব্দুর রাজ্জাক: ১১৪৫ উইকেট ৩. তাইজুল ইসলাম: ৭৭৫ উইকেট ৪. মাশরাফি বিন মর্তুজা: ৭৭৩ উইকেট গল টেস্টে বল হাতে তাইজুল ইসলাম ছন্দে ছিলেন। দ্বিতীয় ইনিংসে তার ৩ উইকেট শিকার বাংলাদেশের জয়ের সম্ভাবনা জাগিয়ে তুলেছিল। তবে শেষ পর্যন্ত শ্রীলঙ্কার ৪ উইকেটে ৭২ রান তোলার পর দুই দল ড্র মেনে নেয়। ম্যাচের প্রথম ইনিংসে বাংলাদেশ ৪৯৫ রান সংগ্রহ করে। জবাবে শ্রীলঙ্কা প্রথম ইনিংসে ৪৮৫ রান করে, যার ফলে বাংলাদেশ ১০ রানের লিড পায়। লঙ্কানদের গুঁড়িয়ে দেওয়ার বড় নায়ক ছিলেন টাইগার অফ স্পিনার নাঈম হাসান, ...

পরপর ২ ইনিংসে সেঞ্চুরি হাঁকিয়ে পুরুষ্কার পুরুস্কার হিসেবে যত টাকা পেলেন শান্ত

Image
  গল টেস্টে বেশিরভাগ সময় চালকের আসনে ছিল বাংলাদেশ। প্রথম ইনিংসে নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিমদের দারুণ ব্যাটিংয়ে বড় সংগ্রহ গড়েছিল টাইগাররা। তবে গলের ব্যাটিং স্বর্গে শ্রীলঙ্কাও দারুণ জবাব দিয়েছে। তারপরও প্রথম ইনিংসে ১০ রানের ছোট লিড পেয়েছিল সফরকারী বাংলাদেশ। সেটার সঙ্গে দ্বিতীয় ইনিংসেও শান্তর দারুণ ব্যাটিংয়ে ইনিংস ঘোষণার সাহস পায় বাংলাদেশ, তখনও দিনের খেলার ৩৭ ওভার বাকি ছিল। তবে এই সময়ে লঙ্কানদের ৪ উইকেটের বেশি তুলতে পারেনি টাইগাররা। ফলে ড্র দিয়েই আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্র শুরু করল বাংলাদেশ। ম্যাচে পরপর দুই ইনিংসে সেঞ্চুরি হাঁকিয়ে ম্যাচসেরার পুরস্কার লুফে নিয়েছেন নাজমুল হোসেন শান্ত। তিনি এই পুরস্কার বাবদ ২০০০ ডলার পেয়েছেন। এই ড্রয়ের ফলে বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপের যাত্রা শুরু হলো মিশ্র অভিজ্ঞতা নিয়ে। শান্তর দুর্দান্ত ফর্ম দলের জন্য ইতিবাচক হলেও, ম্যাচ জেতার সুযোগ কাজে লাগাতে না পারাটা কিছুটা হতাশার।

বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা: চতুর্থ দিন শেষে বাংলাদেশের বড় লিড

Image
  গল আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে চতুর্থ দিন শেষে চাপে শ্রীলঙ্কা। নিজেদের দ্বিতীয় ইনিংসে ১৭৭ রানে ৩ উইকেট হারিয়ে দিন শেষ করেছে বাংলাদেশ। এতে করে ১৮৭ রানের লিড পেয়েছে সফরকারীরা। এর আগে, প্রথম ইনিংসে বাংলাদেশ ৪৯৫ রান করে। জবাবে শ্রীলঙ্কা করে ৪৮৫। ফলে মাত্র ১০ রানের লিড নিয়েই দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসেও শুরুটা ভালো হয়নি, তবে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও অভিজ্ঞ মুশফিকুর রহিমের ব্যাটে দিনটা নিজেদের করে নেয় বাংলাদেশ। প্রথম ইনিংসে শান্ত-মুশফিকের দানবীয় ব্যাটিং বাংলাদেশ প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায়। ৫ রানেই ফেরেন অনুজ অনামুল হক। এরপর একে একে সাজঘরে ফেরেন শাদমান ইসলাম (১৪) ও মুমিনুল হক (২৯)। তবে এরপর দলের হাল ধরেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম। দুজন মিলে গড়েন ২৬৪ রানের দারুণ এক জুটি। শান্ত খেলেন ১৪৮ রানের অনবদ্য ইনিংস, ১৫ চার ও ১ ছক্কায়। মুশফিক করেন ১৬৩ রান, ৩৫০ বল খেলে ৯টি চারের সাহায্যে। আরেকটি উল্লেখযোগ্য ইনিংস খেলেন লিটন দাস, ৯০ রান করেন মাত্র ১২৩ বলে। বাংলাদেশের ইনিংস থামে ৪৯৫ রানে। শ্...

সৌম্য, লিটন নয় টি-টোয়েন্টিতে ওপেন করবেন বিসিবি থেকে বার বার অবহেলিত সেই আলোচিত ক্রিকেটার

Image
  নাজমুল হোসেন শান্তরাও ব্যস্ত থাকতো যদি তারা ৫ দিনে খেলা শেষ করতো। চার দিনে ম্যাচ জিতে দর্শকদের ঝামেলা থেকে বাঁচিয়েছেন রোহিত শর্মা। একদিনের বিশ্রামের পর ক্রিকেটাররা চেন্নাই ভ্রমণের সুযোগ পান। আজ দ্বিতীয় টেস্টের ভেন্যু কানপুর যাচ্ছেন তারা। বিসিসিআই বাংলাদেশ-ভারত উভয় দলের জন্য একটি বিশেষ বিমান ভাড়া করেছে এবং ফ্লাইটের সময়ও দুপুর দেড়টায় নির্ধারণ করা হয়েছে। কারণ সিরিজ নির্ধারণের জন্য দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে ২৭ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত কানপুরে। কয়েকদিনের মধ্যেই এই শহরের টি-টোয়েন্টি ক্রিকেটাররা দলে যোগ দেবেন। কারণ তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে কানপুরের খুব কাছে গোয়ালিয়রে। বিশ্বকাপের পর এটিই বাংলাদেশ দলের প্রথম টি-টোয়েন্টি সিরিজ। যে সিরিজ দিয়ে ২০২৬ বিশ্বকাপের দলও শুরু হচ্ছে। তাই ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে অনেক নতুন মুখ থাকা অবাক হওয়ার কিছু নেই। জাতীয় দলের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, মিডল অর্ডারে অন্তর্ভুক্ত হতে পারেন তরুণ ব্যাটসম্যান পারভেজ হোসেন ইমন। তার লড়াই সৌম্য সরকারের সঙ্গে। ভবিষ্যতে...

১০,৭৫৯ দিন পর টেস্টে শ্রীলঙ্কা যা দেখল, তা রীতিমতো ইতিহাস!

Image
 গল টেস্টে ব্যাট হাতে নেমেই ইতিহাসে জায়গা করে নিলেন লাহিরু উদারা ও পাথুম নিশাঙ্কা। আজ বাংলাদেশের বিপক্ষে মাঠে নামা শ্রীলঙ্কান এই দুই ওপেনার এমন একটি কীর্তির জন্ম দিয়েছেন, যা গত ১০ হাজার ৭৫৯ দিনেও দেখা যায়নি লঙ্কান ক্রিকেটে। গোটা বিষয়টি অবিশ্বাস্য হলেও সত্যি—শ্রীলঙ্কা সবশেষ দুই ডানহাতি ব্যাটসম্যানকে দিয়ে টেস্টে ইনিংস শুরু করিয়েছিল ১৯৯৫ সালের ২৬ ডিসেম্বর, মেলবোর্ন টেস্টে। সেই ম্যাচে ওপেন করেছিলেন রোশান মহানামা ও চন্ডিকা হাথুরুসিংহে। এরপর কেটে গেছে ২৯ বছরের বেশি সময় এবং ২৬০টি টেস্ট—যেখানে শ্রীলঙ্কার ওপেনিংয়ে সর্বদাই দেখা গেছে বাঁহাতি-ডানহাতির সংমিশ্রণ। আজ সেই দীর্ঘ বিরতিতে ছেদ টানলেন লাহিরু উদারা ও পাথুম নিশাঙ্কা। তবে ইতিহাস গড়লেও জুটি হিসেবে আজ খুব বেশি এগোতে পারেননি তারা। উদ্বোধনী জুটিতে এসেছে মাত্র ৪৭ রান। যেখানে উদারার অভিষেক ইনিংস থেমে যায় তাইজুল ইসলামের বলে কট অ্যান্ড বোল্ড হয়ে। তবে এরপর শ্রীলঙ্কার ইনিংসকে দারুণভাবে গুছিয়ে নেন নিশাঙ্কা ও দীনেশ চান্দিমাল। এখন পর্যন্ত দ্বিতীয় উইকেটে তাঁদের জুটি ১৩০ রান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রীলঙ্কার সংগ্রহ ১ উইকেটে ১৭৭ রান। ন...

বাংলাদেশে সুযোগ না পেয়ে আমেরিকার হয়ে খেলার সিদ্ধান্ত ক্রিকেটার আল আমিনের, নিলেন সাকিবের পরামর্শ

Image
  যুক্তরাষ্ট্রে নিজেকে ঝালিয়ে নিচ্ছেন সাকিব আল হাসান। সঙ্গে আছেন ক্রিকেটার আল-আমিন। নিজেকে ঝালিয়ে নেওয়ার পাশাপাশি অন্যদের ভুলত্রুটিও ধরিয়ে দিচ্ছেন সাকিব । সাকিবের অভিজ্ঞতাকে কাজে লাগাচ্ছে বাকিরা সাকিব সবসময়ই অন্যদের অনুপ্রেরণার উৎসব ।। 

সিদ্ধান্তেই বাজিমাত, ব্যাটে দাপট বাংলাদেশের, এবার দায়িত্ব বোলারদের!

Image
    গল আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে শান্তর ব্যাটিং নেওয়ার সিদ্ধান্ত যে একদম সঠিক ছিল, তা প্রমাণ করে দিয়েছে বাংলাদেশ। তৃতীয় দিনের শুরুতে মাত্র ১১ রান যোগ করেই অলআউট হলেও প্রথম ইনিংসে দলীয় ৪৯৫ রানে পৌঁছে গেছে টাইগাররা। শান্ত-মুশফিকের দুর্দান্ত সেঞ্চুরি, সঙ্গে লিটনের ঝলমলে ইনিংস—সব মিলিয়ে লড়ার মতো একটি ইনিংস গড়েছে বাংলাদেশ। প্রথম দিন শুরুর দিকেই ৪৫ রানে ৩ উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়লেও চতুর্থ উইকেটে দলের হাল ধরেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও অভিজ্ঞ মুশফিকুর রহিম। শান্ত তুলে নেন ১৪৮ রানের অনবদ্য ইনিংস, আর মুশফিক খেলেন ১৬৩ রানের ধৈর্যশীল ও কার্যকরী এক সেঞ্চুরি। শান্তর ইনিংসটি সাজানো ছিল ১৫টি চারের সঙ্গে একটি ছক্কায়; অন্যদিকে মুশফিক খেলেছেন ৩৫০ বলের ধীরস্থির ইনিংস, যার মধ্যে ছিল ৯টি চার। দ্বিতীয় দিনে শান্ত বিদায় নিলেও লিটনকে নিয়ে মুশফিক এগোতে থাকেন। তবে গতকাল দ্বিতীয় সেশনে আড়াই ঘণ্টার বৃষ্টি বিরতির পর বাংলাদেশ ব্যাটিং বিপর্যয়ে পরে। বিদায় নেন মুশফিক (১৬৩) ও লিটন (৯০)। দলের বাকি ব্যাটাররা খুব একটা অবদান রাখতে না পারলেও দলীয় সংগ্রহ বড় করে নেওয়ার কাজটি সেরে ফেলেন টপ অর্...