বিশ্বের সবচেয়ে ধনী ১০ ক্রিকেটার কারা

ক্রিকেট শুধু খেলা নয়, শতকোটি ডলারের বাণিজ্যিক জগৎও। আর এ দুনিয়ার যাঁরা প্রধান চরিত্র, সেই ক্রিকেটারদের আয়ও কম নয়। মাঠের ক্রিকেটে সফল ও দীর্ঘ ক্যারিয়ার অনেককে খেলোয়াড় হিসেবে যেমন উঁচুতে তুলেছে, তেমনি মাঠের বাইরের ব্র্যান্ড ভ্যালু আর ব্যবসায়িক বুদ্ধিমত্তাও তাঁদের নিয়ে গেছে সম্পদের চূড়ায়। বাইশ গজের পিচ থেকে শতকোটি টাকা সম্পদের সীমানায় পৌঁছে যাওয়া এমন ক্রিকেটারের সংখ্যা নেহাত কমও নয়। তেমন খেলোয়াড়দের মধ্যে বিশ্বে সম্পদের দিক থেকে শীর্ষ ১০ ক্রিকেটারের তালিকা তুলে ধরেছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস। ১. শচীন টেন্ডুলকার (ভারত) সম্পদের পরিমাণ: ১৭ কোটি মার্কিন ডলার শচীন টেন্ডুলকার আন্তর্জাতিক ক্রিকেট ছেড়েছেন ২০১৩ সালে। তিনিই এখন পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে ১০০ সেঞ্চুরি করা একমাত্র ক্রিকেটার। ক্রিকেটের তিন সংস্করণ মিলিয়ে ৩৪ হাজারের বেশি রান করা এই ডানহাতি ক্যারিয়ারের বড় সময় ধরে ছিলেন ক্রিকেট–দুনিয়ার প্রধান মুখ। স্বাভাবিকভাবে বেতন–ভাতার পাশাপাশি বাণিজ্যিক জগতে তাঁর চাহিদাও ছিল তুমুল। যা অবসরের পর কমলেও একেবারে বন্ধ হয়নি। টেন্ডুলকার ক্রিকেট থেকে আয়ের পাশাপাশি প্রচ...