জাতীয় দলে ফিরছেন সোহান
গত এক-দেড় বছরে ঘরোয়া ক্রিকেটে ব্যাট হাতে নিয়মিত পারফরম্যান্স করেছেন নুরুল হাসান সোহান। গুঞ্জন ছিল আসন্ন শ্রীলঙ্কা সফরের ওয়ানডে দলে ডাক পেতে পারেন তিনি। তবে শেষ পর্যন্ত ওয়ানডে দলে ডাকা হয়নি তাকে। যা নিয়ে ক্রিকেট পাড়ায় চলছে নানা আলোচনা-সমালোচনা।
তবে সোহানের ভাগ্যটা খারাপই বলতে হয়। মূলত দলে উইকেটরক্ষক ব্যাটার হিসেবে লিটন দাস ও জাকের আলী আছেন। তাই আরেকজন উইকেটরক্ষক ব্যাটারকে দলে নেওয়ার যৌক্তিকতা দেখছেন না নির্বাচকরা। সোহানকে দলে না ডাকার ব্যাখ্যায় এমনটাই জানিয়েছিলেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু।
এবার দলে ডাক না পাওয়ার প্রসঙ্গে কথা বলেছেন সোহান। এই উইকেটরক্ষক ব্যাটার বলেন, ‘জাতীয় দলের সবাই খেলতে চায়। জাতীয় দলে খেলতে পারাটা ভাগ্যের ব্যাপার। আমার কাছে পারফর্ম করাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি অন্য কাউকে অশ্রদ্ধা করে কিছু বলতে চাই না। দল নির্বাচন আমার হাতে নেই।’
‘আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে পারফর্ম কর। সময় খারাপ বা ভালো থাকে। এখন যতটা ভালো করতে পারি, এই মোমেন্টাম ধরে রেখে আমার ক্যারিয়ারটা আরও বড় করার সুযোগ থাকবে।’-যোগ করেন সোহান।
বর্তমানে ব্যাট হাতে দারুণ ছন্দে আছেন সোহান। এই ফর্ম ধরে রেখে এবং আরো কঠোর পরিশ্রম করে জাতীয় দলে ফিরতে চান তিনি, ‘যেকোনো ক্রিকেটারদের জীবনে অফফর্ম আসতে পারে। এটা স্বাভাবিক। আসলে আমি ওভাবে চিন্তা করছি না। কারণ আমি রিজিকে বিশ্বাসী। আল্লাহর ওপর বিশ্বাসী। তাই আমার জায়গা থেকে আমি যতটা সম্ভব পরিশ্রম করব, চেষ্টা চালিয়ে যাবো। বাকিটা আল্লাহর ওপর।’
সবশেষ ২০২৩ সালের ডিসেম্বরে জাতীয় দলের হয়ে খেলেছিলেন সোহান। তবে সেটা ছিল টেস্ট দলের হয়ে। আর ওয়ানডে দলের হয়ে সবশেষ খেলেছিলেন ২০২২ সালের জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।

Comments
Post a Comment