প্রাক্তন ক্লাবের কাছে হারলেন মেসি, ক্লাব বিশ্বকাপ থেকে বিদায় ইন্টার মায়ামির, কোয়ার্টারে প্যারিস সঁ জরমঁ

 

 

 

ক্লাব বিশ্বকাপ থেকে বিদায় নিলেন লিয়োনেল মেসি। রবিবার প্রি-কোয়ার্টার ফাইনালে হেরে গেল তাঁর ক্লাব ইন্টার মায়ামি। প্যারিস সঁ জরমঁ জিতল ৪-০ গোলে। জোড়া গোল করলেন জোয়াও নেভেস। একটি গোল আশরফ হাকিমির। মায়ামির আভিলেস একটি আত্মঘাতী গোল করেছেন। ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠে গেল ইউরোপ সেরা ক্লাব প্যারিস।

 

ধারেভারে অনেক এগিয়ে থাকা প্যারিসের বিরুদ্ধে বেশি ক্ষণ দাঁড়ানো যে মুশকিল হবে এটা মায়ামি জানতই। তাই বলে প্রথমার্ধেই চার গোলে পিছিয়ে পড়বে, এটা কেউই ভাবতে পারেননি। চার গোলের মধ্যে তিনটি হয়েছে ছ’মিনিটের মধ্যে। গোটা ম্যাচেই মায়ামির রক্ষণ ফালাফালা করে দিয়েছেন ভিটিনহা, ডেজ়িরে ডুয়ে, নুনো মেন্দেসরা।

ছ’মিনিটেই এগিয়ে যায় পিএসজি। বক্সের বাঁ দিকে ফ্রিকিক পেয়েছিল তারা। ভিটিনহা দ্বিতীয় পোস্টে ক্রস করেন। নিখুঁত দৌড়ে নেভেস হেড করে বল জালে জড়িয়ে দেন। শুরুতেই গোল পেয়ে দাপটের সঙ্গে খেলতে থাকে ফ্রান্সের ক্লাব। একতরফা আক্রমণ করে যাচ্ছিল তারাই। মায়ামিকে নিজেদের অর্ধ থেকে বেরোতেই দিচ্ছিল না।

 

তা সত্ত্বেও গোল আসছিল না। বক্সের সামনে ভিড় বাড়িয়ে ফেলছিল মায়ামি। গোলের রাস্তা খুঁজে পাচ্ছিলেন না পিএসজি-র ফুটবলারেরা। মায়ামির ফুটবলারেরা প্রচুর মিস্ পাসও করছিলেন। প্রথমার্ধে মেসিকে খুঁজেই পাওয়া যায়নি। দু’-তিন বারের বেশি বল ধরতে পারেননি। সেটাও বেশি ক্ষণ নিজের দখলে রাখতে পারেননি তিনি। পিএসজির কোচ লুই এনরিকের অধীনে দীর্ঘ দিন বার্সেলোনায় খেলেছেন মেসি। তাই এনরিকে ভালই জানতেন কী ভাবে মেসিকে আটকানো সম্ভব।

 

৩৯ মিনিটে দলগত প্রচেষ্টায় দ্বিতীয় গোল করে পিএসজি। সের্জিয়ো বুস্কেৎসের পা থেকে বল কেড়ে নেন ব্র্যাডলি বার্কোলা। তিনি পাস দেন ফ্যাবিয়ান রুইজ়কে। নিজে শট না নিয়ে নিঃস্বার্থ ভাবে সেই বল নেভেসের দিকে বাড়িয়ে দেন রুইজ়। নিজের এবং দলের দ্বিতীয় গোল করেন নেভেস।

 

পাঁচ মিনিট পরে তৃতীয় গোল। ডান দিক থেকে ডুয়ের ভাসানো বল ক্লিয়ার করতে গিয়ে নিজের গোলেই ঢুকিয়ে দেন মায়ামির আভিলেস। প্রথমার্ধের সংযুক্তি সময়ে আরও একটি গোল করে পিএসজি। এ বার ভিটিনহা দূরপাল্লার পাস দেন বার্কোলাকে। তাঁর থেকে বল পেয়ে হাকিমির শট বারে লাগে। ফিরতি বল জালে জড়িয়ে দেন হাকিমি।

প্রথমার্ধের মতো দ্বিতীয়ার্ধে আত্মসমর্পণ করেনি মায়ামি। শুরু থেকে বল নিজেদের দখলে রাখার চেষ্টা করছিল তারা। বেশ কয়েক বার আক্রমণেও ওঠে। মেসিকে সক্রিয় ভূমিকা নিতে দেখা যায়। এক বার গোলে শটও মারেন তিনি।

 

 

Comments

Popular posts from this blog

৩ ওভারে ২৪ রান দেওয়া মুস্তাফিজকে নিয়ে যা বললেন অধিনায়ক অক্ষর প্যাটেল

৯২ মিনিটে রেফারির বিতর্কিত সিদ্ধান্ত, পেনাল্টি ছিল নাকি জানালেন ফিফার স্বীকৃত রেফারি

টি২০ র‍্যাঙ্কিংয়ে ১০ নাম্বারে থাকা বাংলাদেশকে ১ নাম্বারে আনতে নতুন সভাপতি বুলবুল স্কোয়াডে আনছে ১ জন অবহেলিত হার্ড হিটারকে