নোয়াখালীর যে প্রতিষ্ঠান এবার বিপিএলে দল কিনল

 


বেশ কয়েক বছর ধরে বিপিএলে দল নেওয়ার আগ্রহ দেখাচ্ছিল 'নোয়াখালী রয়্যালস'। অবশেষে নোয়াখালীবাসীর অপেক্ষার প্রহর ফুরাতে যাচ্ছে। আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) একটি নতুন দল চেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে আনুষ্ঠানিকভাবে আবেদন করেছে 'শায়ানস গ্লোবাল' নামে একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান।


গত ২৪ জুন নোয়াখালী রয়্যালস বিসিবির কাছে এই আবেদন জমা দেয়। সোমবার (৩০ জুন) বিসিবির সভায় এ বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।


ডিসেম্বর-জানুয়ারির দিকে মাঠে গড়ানোর কথা রয়েছে বিপিএলের দ্বাদশ আসরের। তবে তার আগেই নোয়াখালী থেকে দল কেনার জন্য শায়ান’স গ্লোবাল নামের প্রতিষ্ঠানটি ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।


বিসিবিকে দেওয়া চিঠিতে শায়ান’স গ্লোবাল জানিয়েছে, 'বিপিএলে দল নেওয়ার পাশাপাশি নোয়াখালী অঞ্চলে ক্রিকেটের উন্নয়নে কাজ করতে চায় তারা।' তবে এখন পর্যন্ত এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি বিসিবি।


তবে আসন্ন বিপিএলে ফ্র্যাঞ্চাইজির ক্ষেত্রে যে বড় পরিবর্তন আসতে যাচ্ছে, তা অনেকটাই নিশ্চিত। কারণ গত বিপিএলে দুয়েকটি ফ্র্যাঞ্চাইজি ব্যতীত প্রায় সবার বিরুদ্ধে খেলোয়াড়দের পারিশ্রমিক নিয়ে নয়-ছয়ের অভিযোগ উঠেছিল।


Comments

Popular posts from this blog

৩ ওভারে ২৪ রান দেওয়া মুস্তাফিজকে নিয়ে যা বললেন অধিনায়ক অক্ষর প্যাটেল

৯২ মিনিটে রেফারির বিতর্কিত সিদ্ধান্ত, পেনাল্টি ছিল নাকি জানালেন ফিফার স্বীকৃত রেফারি

টি২০ র‍্যাঙ্কিংয়ে ১০ নাম্বারে থাকা বাংলাদেশকে ১ নাম্বারে আনতে নতুন সভাপতি বুলবুল স্কোয়াডে আনছে ১ জন অবহেলিত হার্ড হিটারকে