স্বপ্ন যখন ভেঙে যায়, তখন ক্রিকেটটাই আর খেলা হয় না: সোহান


 

গুঞ্জন ছিল শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে দলে ডাক পেতে পারেন নুরুল হাসান সোহান। অনেকের মনেই এমন ধারণা ছিল। তবে গতকাল সোমবার বিসিবি দল ঘোষণা করার পর সেখানে দেখা মেলেনি সোহানের। অনেক আশার পরও তার স্বপ্ন পূরণ না হওয়ায় বড্ড আক্ষেপ ঝড়ে পড়েছে সোহানের কণ্ঠে।

তবে কেন সোহানের জায়গা হয়নি, এই বিষয়ে বিসিবির নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু জানান, ‘সোহান আমাদের বিবেচনায় থাকা সত্বেও টিম কম্বিনেশনের জন্য তার জায়গা হয়নি। ওর পজিশন উইকেট কিপার এবং ব্যাটসম্যান। অন্যদিকে লিটন দাসের পজিশন একই হওয়ায়, একাধিক উইকেট কিপার স্কোয়াডে রাখতে চাননি নির্বাচকরা।

 

তবে গতকাল প্রস্তুতি ম্যাচে ৯৭ রানের এক দুর্দান্ত ইনিংস খেলেন সোহান। পরে চট্টগ্রামে অনুশীলন শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে সোহান বলেন, ‘নিয়মিত জাতীয় দলে খেলতে পারলে ক্যারিয়ারটা অন্যরকম হতে পারত, এতদিনে হয়ত আন্তর্জাতিক পর্যায়ে নিজের অবস্থানটা পাকাপোক্ত করে নিতে পারতাম।

 

আক্ষেপ করে সোহান বলেন, অবশ্য জাতীয় দলে জায়গাটা ধরে রাখতে না পারার পেছনে নিজের ঘাটতিও রয়েছে হয়তো। যেকোনো কারণে হয়তোবা জায়গা নিতে পারিনি। তবে এই না নিতে পারার আক্ষেপটা থেকে যাবে।

এরপর সোহানের কণ্ঠে ছিল একরাশ হতাশা। উইকেটরক্ষক এই ব্যাটারা বলেন, ‘প্রত্যেকটা প্লেয়ারের জন্যেই জাতীয় দলে খেলাটা স্বপ্নের এবং লক্ষ্যের জায়গা। যখন জাতীয় দলের হয়ে খেলার স্বপ্ন ভেঙে যায়, তখন হয়তো ক্রিকেটটাই আর খেলা হয় না।

 

 

Comments

Popular posts from this blog

৩ ওভারে ২৪ রান দেওয়া মুস্তাফিজকে নিয়ে যা বললেন অধিনায়ক অক্ষর প্যাটেল

৯২ মিনিটে রেফারির বিতর্কিত সিদ্ধান্ত, পেনাল্টি ছিল নাকি জানালেন ফিফার স্বীকৃত রেফারি

টি২০ র‍্যাঙ্কিংয়ে ১০ নাম্বারে থাকা বাংলাদেশকে ১ নাম্বারে আনতে নতুন সভাপতি বুলবুল স্কোয়াডে আনছে ১ জন অবহেলিত হার্ড হিটারকে