আরো একবার শিরোপা জয় এর লক্ষ্যে দেশ ছাড়লেন সোহানরা



 গ্লোবাল সুপার লিগের প্রথম আসরের চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স এবার শিরোপা ধরে রাখার লক্ষ্যে মাঠে নামবে দ্বিতীয় আসরে। এই উদ্দেশ্যে দলের একাংশ সোমবার (৩০ জুন) সন্ধ্যায় দুবাইয়ের উদ্দেশ্যে বাংলাদেশ বিমানবন্দর ত্যাগ করেছে। এ তথ্য নিশ্চিত করেছে রংপুর রাইডার্সের মিডিয়া বিভাগ।


দলের নেতৃত্বে আছেন অধিনায়ক নুরুল হাসান সোহান, যিনি অন্য ক্রিকেটারদের নিয়ে সোমবার সন্ধ্যায় দেশ ছেড়েছেন।


আগামী ১০ জুলাই গ্লোবাল সুপার লিগের দ্বিতীয় আসর শুরু হবে। উদ্বোধনী ম্যাচে সেন্ট্রাল ডিস্ট্রিক্টসের বিপক্ষে মাঠে নামবে দুবাই ক্যাপিটালস।


রংপুর রাইডার্সের মিশন শুরু হবে তার পরদিনই, ১১ জুলাই। নিজেদের প্রথম ম্যাচে তারা গায়ানা অ্যামাজনের মুখোমুখি হবে।


শিরোপা ধরে রাখার এই চ্যালেঞ্জে রংপুর রাইডার্স কতটা সফল হয়, সেটাই এখন দেখার বিষয়।


Comments

Popular posts from this blog

৩ ওভারে ২৪ রান দেওয়া মুস্তাফিজকে নিয়ে যা বললেন অধিনায়ক অক্ষর প্যাটেল

৯২ মিনিটে রেফারির বিতর্কিত সিদ্ধান্ত, পেনাল্টি ছিল নাকি জানালেন ফিফার স্বীকৃত রেফারি

টি২০ র‍্যাঙ্কিংয়ে ১০ নাম্বারে থাকা বাংলাদেশকে ১ নাম্বারে আনতে নতুন সভাপতি বুলবুল স্কোয়াডে আনছে ১ জন অবহেলিত হার্ড হিটারকে