যুদ্ধবিরতির পর প্রথম ভাষণে যা বলেন ইরানের সর্বোচ্চ নেতা খামেনি

 


যুদ্ধবিরতির ২ দিন পর অবশেষে নীরবতা ভাঙলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। 


বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় ইসরায়েলের বিরুদ্ধে করা যুদ্ধে ইরান বিজয়ী হয়েছে বলে ঘোষণা করেছেন তিনি। খবর আল-জাজিরার।


এক্সপোস্টে খামেনি বলেন, প্রতারণাপূর্ণ জায়নবাদী শাসকগোষ্ঠীর বিরুদ্ধে বিজয় উপলক্ষে আমি দেশবাসীকে অভিনন্দন জানাচ্ছি। 


এ জন্য তিনি দেশবাসীকে ধন্যবাদ দিয়ে বলেন, আপনাদের ঐক্যই ইসরায়েলের বিরুদ্ধে আমাদের বিজয়ী করেছে।


দেশের ৯ কোটি জনগণ জায়োনিস্টদের বিরুদ্ধে একাট্টা হয়ে লড়াই করেছে। আমাদের বীর সেনাদের সহায়তা করেছেন, সাহস যুগিয়েছেন।


এর আগে খামেনি এক্সে পোস্ট করা এক বার্তায় জানান, জাতির উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন। আজ বৃহস্পতিবার (২৬ জুন) টেলিভিশনে তার ভাষণটি প্রচার করা হবে। 


খামেনির এক্স অ্যাকাউন্ট থেকে জানানো হয়, এ ভাষণে তিনি গুরুত্বপূর্ণ কথা বলবেন। ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে গত ১৩ জুন ইরানের যুদ্ধ শুরু হয়। এরপর থেকে খামেনি গোপন স্থানে চলে যান। 


গত ২৪ জুন ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি হয়। তবে দুইদিন কেটে গেলেও এর আগে খামেনির কোনো বক্তব্য পাওয়া যায়নি। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর এটাই তার প্রথম ভাষণ।

Comments

Popular posts from this blog

৩ ওভারে ২৪ রান দেওয়া মুস্তাফিজকে নিয়ে যা বললেন অধিনায়ক অক্ষর প্যাটেল

৯২ মিনিটে রেফারির বিতর্কিত সিদ্ধান্ত, পেনাল্টি ছিল নাকি জানালেন ফিফার স্বীকৃত রেফারি

টি২০ র‍্যাঙ্কিংয়ে ১০ নাম্বারে থাকা বাংলাদেশকে ১ নাম্বারে আনতে নতুন সভাপতি বুলবুল স্কোয়াডে আনছে ১ জন অবহেলিত হার্ড হিটারকে