আগস্টে যে কারনে বাংলাদেশ সফরে আসতে চায় না ভারত

 



আইসিসির নির্ধারিত সূচি অনুসারে আগামী আগস্টে বাংলাদেশ সফরে আসার কথা থাকলেও, ভারতীয় দল সেই সময়ে খেলতে আগ্রহী নয়। যেখানে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা রয়েছে ম্যান ইন ব্লুদের। কিন্তু আগস্টের এই সিরিজটি পিছিয়ে চলতি বছরের নভেম্বরে খেলতে চায় ভারত।


ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ইতিমধ্যেই এই সিরিজের সূচি পরিবর্তনের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) প্রস্তাব দিয়েছে।


নির্ধারিত সূচি অনুসারে, আগামী ১৭ আগস্ট ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডেতে মাঠে নামার কথা রয়েছে টাইগারদের। দুদিন বিরতির পর ২০ আগস্ট দ্বিতীয় ও ২৩ আগস্ট তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে। এই সিরিজের প্রথম দুটি ওয়ানডে ম্যাচ মিরপুরে এবং তৃতীয় ম্যাচটি চট্টগ্রামে হওয়ার কথা।


তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটি ২৬ আগস্ট চট্টগ্রামে অনুষ্ঠিত হবে। এরপর মিরপুরে আসার কথা রয়েছে ভারতের, যেখানে ২৯ আগস্ট দ্বিতীয় ও ৩১ আগস্ট টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।


এখন দেখার বিষয়, বিসিবি ভারতীয় বোর্ডের এই প্রস্তাব গ্রহণ করে কিনা এবং সিরিজের নতুন সূচি কবে নাগাদ চূড়ান্ত হয়। 

Comments

Popular posts from this blog

৩ ওভারে ২৪ রান দেওয়া মুস্তাফিজকে নিয়ে যা বললেন অধিনায়ক অক্ষর প্যাটেল

৯২ মিনিটে রেফারির বিতর্কিত সিদ্ধান্ত, পেনাল্টি ছিল নাকি জানালেন ফিফার স্বীকৃত রেফারি

টি২০ র‍্যাঙ্কিংয়ে ১০ নাম্বারে থাকা বাংলাদেশকে ১ নাম্বারে আনতে নতুন সভাপতি বুলবুল স্কোয়াডে আনছে ১ জন অবহেলিত হার্ড হিটারকে