১৯ বছর পর ‘অ্যাওয়ার্ড নাইট’ চালু করতে যাচ্ছে বিসিবি


প্রায় ১৯ বছর পর আবারও অ্যাওয়ার্ড নাইট আয়োজন করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যা সর্বশেষ ২০০৬ সালে অনুষ্ঠিত হয়, তবে সেটার ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি বিসিবি। তবে সেই প্রথা আবারও শুরু করতে চায় বিসিবি। গতকাল (সোমবার) বিসিবির সভায় এই পুরস্কার প্রদানের রীতি চালুর সিদ্ধান্ত হয়েছে। 

পুরস্কার প্রদানের এই প্রথা চালু আছে ভারত, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের ক্রিকেট বোর্ডে। সাধারণত বছর শেষে ক্রিকেটারদের পারফরম্যান্স মূল্যায়ন করে বিভিন্ন ক্যাটাগরিতে এই পুরষ্কার তুলে দেওয়া হয়। ক্রিকেটারদের পারফরম্যান্সের স্বীকৃতি দিতেই এই অ্যাওয়ার্ড নাইট আয়োজনের ঘোষণা দিয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

শুধু এক বছর নয়, অন্তত আগামী ৪-৫ বছর পুরস্কার দেওয়ার নিয়ম চালু রাখার জন্য পরিকল্পনা তৈরি করছে বিসিবি। যেখানে ক্রিকেটারদের সঙ্গে সাংবাদিক, গ্রাউন্ডস কর্মীদেরও পারফরম্যান্সও মূল্যায়ন হতে পারে। এ প্রসঙ্গে বুলবুল বলেন, ‘আমরা আবার অ্যাওয়ার্ড নাইট চালু করব। শুধু এক বছরের জন্য নয়, আমরা একটা চুক্তিতে আসব কীভাবে পুরস্কারগুলো দেবো। সেজন্য আমরা ৪-৫ বছরের একটা পরিকল্পনা করছি।’

 

Comments

Popular posts from this blog

৩ ওভারে ২৪ রান দেওয়া মুস্তাফিজকে নিয়ে যা বললেন অধিনায়ক অক্ষর প্যাটেল

৯২ মিনিটে রেফারির বিতর্কিত সিদ্ধান্ত, পেনাল্টি ছিল নাকি জানালেন ফিফার স্বীকৃত রেফারি

টি২০ র‍্যাঙ্কিংয়ে ১০ নাম্বারে থাকা বাংলাদেশকে ১ নাম্বারে আনতে নতুন সভাপতি বুলবুল স্কোয়াডে আনছে ১ জন অবহেলিত হার্ড হিটারকে