হ্যাটট্রিক শিরোপার লক্ষ্যে সবাইকে অবাক করে বরিশালের অধিনায়কের নাম ঘোষণা করলেন মিজানুর রহমান
আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) জন্য ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল ইতিমধ্যেই ছয়জন বিদেশি তারকা ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে। দলটির মালিক মিজানুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। হ্যাটট্রিক শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে ছয় মাস আগে থেকেই দল গোছানো শুরু করে দিয়েছে বরিশাল।
দলটির অধিনায়ক তামিম ইকবাল এবং মালিক মিজানুর রহমান মিলে এই ছয়জন বিদেশি ক্রিকেটারকে সাইনিং করেছেন।
এই তারকা ক্রিকেটারদের অন্তর্ভুক্তির মাধ্যমে ফরচুন বরিশাল আগামী বিপিএলে নিজেদের শক্ত অবস্থান আরও দৃঢ় করতে চাইছে। সামনের দিনগুলোতে দলটির আরও কোনো চমক আসে কিনা, সেটাই এখন দেখার বিষয়।

Comments
Post a Comment