টেস্ট ক্রিকেটকে টি-২০ বানিয়ে ব্যাট হাতে চার ছক্কার ঝড় তুলে ক্যারিয়ারের শেষ ইনিংসটা খেলে ফেললেন বিজয়
চার-ছক্কায় দারুণ শুরু করেও ১৯ বলে ১৯ রান করে আউট হলেন এনামুল হক বিজয়। ধারণা করা হচ্ছে, হয়তো টেস্ট ক্যারিয়ারের শেষ ইনিংসটা খেলে ফেললেন তিনি। এমন পারফরম্যান্সের পর ভবিষ্যতে টেস্ট দলে তার সুযোগ পাওয়া প্রায় অসম্ভব।
যেভাবে শুরু করা দরকার ছিল, বিজয় তার থেকেও ভালো সুযোগ পেয়েছিলেন। চার হাঁকিয়ে রানের খাতা খোলেন এবং অসাধারণ একটি ছক্কাও হাঁকান। কিন্তু এরপরও ইনিংসটা বড় করতে পারলেন না।
সবচেয়ে হতাশাজনক ছিল চা বিরতির ঠিক দুই বল আগে যে শট খেলে তিনি আউট হলেন, সেটি টেস্ট ক্রিকেটে রীতিমতো 'ক্রাইম' হিসেবে বিবেচিত হচ্ছে।
এনামুল হক বিজয়ের ভবিষ্যৎ জীবনের জন্য শুভকামনা রইলো। তবে অন্তত টেস্ট ক্রিকেটে তার আর খেলা হচ্ছে না বলেই মনে হচ্ছে।
বিজয়ের এই পারফরম্যান্স নিয়ে আপনার কী মনে হয়?
Comments
Post a Comment