সবাইকে অবাক করে, আসন্ন বিপিএল কাঁপাতে আসছে নোয়াখালী রয়্যালস

 


আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) প্রথমবারের মতো অংশ নিতে পারে নোয়াখালী জেলা। নতুন দল হিসেবে বিপিএলে যোগ দিতে যাচ্ছে নোয়াখালী রয়্যালস।


বিপিএলে অংশ নেওয়ার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে আনুষ্ঠানিকভাবে আবেদন জমা দিয়েছে নোয়াখালী রয়্যালস। গত ২৪ জুন শায়ান'স গ্লোবাল নামের একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান ফ্র্যাঞ্চাইজিটির স্বত্বাধিকারের অনুমতি চেয়ে বিসিবির কাছে এই আবেদন করে।


বিপিএলের সকল প্রক্রিয়া মেনে ১১তম আসরের অংশ নেওয়ার জন্য আবেদন জানিয়েছে তারা।


এদিন শায়ান'স গ্লোবালের প্রতিনিধি বাদল গণমাধ্যমকে বলেন, "একটা বোর্ড মিটিং আছে। সেই বোর্ড মিটিংয়ে সিদ্ধান্ত আসবে নতুন ফ্র্যাঞ্চাইজি নেবে কিনা এবং নিলেও কী কী ডকুমেন্ট লাগবে ওনারা আমাদের জানাবে। আমরা আমাদের দিক থেকে মোটামুটি প্রস্তুত, যে ডকুমেন্টগুলো লাগে আমরা সেগুলো রেডি করে রেখে দিয়েছি। আমরা আশা করছি, ওনারা আমাদের আবেদন গ্রহণ করবে এবং নোয়াখালীর মানুষের স্বপ্ন পূরণ করবে।"


নোয়াখালীর এই নতুন দলের অন্তর্ভুক্তির বিষয়ে আপনার প্রত্যাশা কী?


Comments

Popular posts from this blog

৩ ওভারে ২৪ রান দেওয়া মুস্তাফিজকে নিয়ে যা বললেন অধিনায়ক অক্ষর প্যাটেল

৯২ মিনিটে রেফারির বিতর্কিত সিদ্ধান্ত, পেনাল্টি ছিল নাকি জানালেন ফিফার স্বীকৃত রেফারি

টি২০ র‍্যাঙ্কিংয়ে ১০ নাম্বারে থাকা বাংলাদেশকে ১ নাম্বারে আনতে নতুন সভাপতি বুলবুল স্কোয়াডে আনছে ১ জন অবহেলিত হার্ড হিটারকে