এক ম্যাচে অস্ট্রেলিয়ার তিন সেঞ্চুরিয়ানের দাপট,যৌথভাবে র‍্যাঙ্কিংয়ে গড়লেন ইতিহাস


আইসিসির সর্বশেষ ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন এসেছে অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের পারফরম্যান্সে। দক্ষিণ আফ্রিকার কাছে ঘরের মাঠে ২-১ ব্যবধানে সিরিজ হারলেও শেষ ম্যাচে দুর্দান্ত জয়ে ব্যাটার ও বোলাররা এগিয়ে গেছেন র‍্যাঙ্কিংয়ে।

মেলবোর্নে সিরিজের তৃতীয় ওয়ানডেতে আগে ব্যাট করতে নেমে ২ উইকেট হারিয়ে ৪৩১ রানের পাহাড় গড়ে অজিরা। ইনিংসটি স্মরণীয় হয়ে থাকে তিন সেঞ্চুরিয়ানের দাপটে— ট্রাভিস হেড খেলেন ১৪২, মিচেল মার্শ করেন ১০০ আর ক্যামেরন গ্রিন থাকেন অপরাজিত ১১৮ রানে। এই তিনজনই র‍্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন। হেড এক ধাপ এগিয়ে এখন ১১তম, মার্শ ৪ ধাপ এগিয়ে ৪৪তম এবং গ্রিন লাফিয়ে উঠেছেন ৪০ ধাপ, বর্তমানে ৭৮তম স্থানে। এছাড়া দ্বিতীয় ম্যাচে ৮৭ রান করা জশ ইংলিশও এগিয়েছেন ২৩ ধাপ, এখন তার অবস্থান ৬৪ নম্বরে।

তবে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ের শীর্ষ দশে কোনো পরিবর্তন হয়নি। আগের মতোই শীর্ষে ভারতের শুবমান গিল, দ্বিতীয় স্থানে রোহিত শর্মা এবং তৃতীয়তে পাকিস্তানের বাবর আজম।

অন্যদিকে বোলারদের র‍্যাঙ্কিংয়ে জমে উঠেছে লড়াই। দক্ষিণ আফ্রিকার স্পিনার কেশব মহারাজ রেটিং হারিয়ে এখন ৬৭১ পয়েন্টে এসে থেমেছেন। ফলে সমান রেটিং নিয়ে যৌথভাবে শীর্ষে আছেন শ্রীলঙ্কার মাহিশ থিকশানার সঙ্গে। বড় লাফ দিয়েছেন দক্ষিণ আফ্রিকার পেসার লুঙ্গি এনগিডি, উঠেছেন ৬ ধাপ এগিয়ে ২৮তম স্থানে। এছাড়া অজি বোলার শন অ্যাবট ৯ ধাপ এগিয়ে ৪৮তম এবং নাথান এলিস ২১ ধাপ এগিয়ে ৬৫তম স্থানে জায়গা করে নিয়েছেন।


Comments

Popular posts from this blog

৩ ওভারে ২৪ রান দেওয়া মুস্তাফিজকে নিয়ে যা বললেন অধিনায়ক অক্ষর প্যাটেল

৯২ মিনিটে রেফারির বিতর্কিত সিদ্ধান্ত, পেনাল্টি ছিল নাকি জানালেন ফিফার স্বীকৃত রেফারি

টি২০ র‍্যাঙ্কিংয়ে ১০ নাম্বারে থাকা বাংলাদেশকে ১ নাম্বারে আনতে নতুন সভাপতি বুলবুল স্কোয়াডে আনছে ১ জন অবহেলিত হার্ড হিটারকে