ভারত-পাকিস্তান উত্তেজনার প্রভাব খেলাধুলায়, এশিয়া কাপ হকি থেকে সরে দাঁড়াল পাকিস্তান



ভারত-পাকিস্তানের রাজনৈতিক টানাপোড়েনের রেশ আবারও এসে পড়ল ক্রীড়াঙ্গনে। নিরাপত্তা শঙ্কা ও সরকারি অনুমোদন জটিলতার কারণে ভারতে অনুষ্ঠিতব্য এশিয়া কাপ হকি ২০২৫ থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছে পাকিস্তান।

বুধবার (৬ আগস্ট) হকি ইন্ডিয়ার এক ঊর্ধ্বতন কর্মকর্তা ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুকে বিষয়টি নিশ্চিত করে জানান, পাকিস্তান হকি ফেডারেশন (পিএইচএফ) আনুষ্ঠানিকভাবে এশিয়ান হকি ফেডারেশনকে (এএইচএফ) জানিয়েছে যে, তারা এ বছরের এশিয়া কাপে অংশ নিচ্ছে না। ফলে পাকিস্তানের স্থলে স্বাগতিক ভারত বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছে টুর্নামেন্টে অংশ নিতে।

পাকিস্তান হকি ফেডারেশনের দাবি, ভারতের বর্তমান রাজনৈতিক পরিবেশে তাদের খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত নয়। এ বিষয়ে পিএইচএফ সভাপতি তারিক বুগতি বলেন,
“বর্তমান পরিস্থিতিতে ভারতের মাটিতে আমাদের খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে উদ্বেগ আছে। সে কারণেই আমরা আন্তর্জাতিক হকি ফেডারেশনকে অবহিত করেছি। আমাদের খেলোয়াড়রাও টুর্নামেন্টে অংশ নিতে আগ্রহ দেখায়নি।”

ভারত সরকারের পক্ষ থেকে অবশ্য আগেই জানানো হয়েছিল, পাকিস্তানের অংশগ্রহণে কোনো সমস্যা থাকবে না এবং ভিসা প্রক্রিয়াও শুরু হয়েছিল। এমনকি পাকিস্তানের পক্ষ থেকে ভেন্যু পরিবর্তনের প্রস্তাবও উঠেছিল, কিন্তু তাতেও আগ্রহ দেখায়নি তারা।

আগামী ২৯ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত ভারতের বিহার রাজ্যের রাজগিরে অনুষ্ঠিত হওয়ার কথা এশিয়া কাপ হকির। উল্লেখ্য, পাকিস্তান সর্বশেষ ভারত সফর করেছিল ২০২৩ সালের এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফিতে, যেখানে তারা ছয় দলের মধ্যে পঞ্চম হয়েছিল।

এবারের সরে দাঁড়ানো শুধুই নিরাপত্তা নাকি রাজনৈতিক চাপ—এ নিয়ে তৈরি হয়েছে নানা আলোচনা। তবে এতে সুযোগ তৈরি হয়েছে বাংলাদেশের জন্য, যারা এখন পাকিস্তানের জায়গা পূরণ করতে যাচ্ছে এশিয়া কাপ হকিতে।

Comments

Popular posts from this blog

৩ ওভারে ২৪ রান দেওয়া মুস্তাফিজকে নিয়ে যা বললেন অধিনায়ক অক্ষর প্যাটেল

৯২ মিনিটে রেফারির বিতর্কিত সিদ্ধান্ত, পেনাল্টি ছিল নাকি জানালেন ফিফার স্বীকৃত রেফারি

টি২০ র‍্যাঙ্কিংয়ে ১০ নাম্বারে থাকা বাংলাদেশকে ১ নাম্বারে আনতে নতুন সভাপতি বুলবুল স্কোয়াডে আনছে ১ জন অবহেলিত হার্ড হিটারকে