স্বৈরাচার আমলের প্রশাসন দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় : রিজভী

 

 বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী সোমবার (১৮ আগস্ট) মন্তব্য করেছেন, আওয়ামী লীগ আমলের প্রশাসনের মাধ্যমে সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন আয়োজন সম্ভব হবে না।

নীলফামারী জেলার বিএনপির নবগঠিত কমিটির উদ্যোগে রাজধানীর শেরেবাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এই মন্তব্য করেন।

রিজভী বলেন, “ফেব্রুয়ারিতেই অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে প্রশাসন থেকে আওয়ামী লীগ ক্যাডারদের অপসারণ করতে হবে। পিআর পদ্ধতির জন্য জনগণ এখনও প্রস্তুত নয়। যারা পিআর পদ্ধতিতে ভোটের দাবি করছে, তাদের উদ্দেশ্য নিয়েও সন্দেহ থেকে যায়।”

এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আসন্ন ডাকসু নির্বাচনে সব মতের প্রতিনিধিত্ব নিশ্চিত হওয়ার আশাবাদও ব্যক্ত করেন। রিজভীর মতে, বিশ্ববিদ্যালয়ে ছাত্র প্রতিনিধিরা থাকলে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় থাকে।


Comments

Popular posts from this blog

৩ ওভারে ২৪ রান দেওয়া মুস্তাফিজকে নিয়ে যা বললেন অধিনায়ক অক্ষর প্যাটেল

৯২ মিনিটে রেফারির বিতর্কিত সিদ্ধান্ত, পেনাল্টি ছিল নাকি জানালেন ফিফার স্বীকৃত রেফারি

টি২০ র‍্যাঙ্কিংয়ে ১০ নাম্বারে থাকা বাংলাদেশকে ১ নাম্বারে আনতে নতুন সভাপতি বুলবুল স্কোয়াডে আনছে ১ জন অবহেলিত হার্ড হিটারকে