৯২ রানে গুটিয়ে ৩৪ বছর পর রেকর্ড ভাঙলো পাকিস্তানের


 ৩৪ বছর পর ওয়েস্ট ইন্ডিজের কাছে সিরিজ হার পাকিস্তানের

২৯৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে রীতিমতো ভেঙে পড়ল পাকিস্তানের ব্যাটিং লাইনআপ। দুই অঙ্কের মধ্যেই থেমে যায় তাদের ইনিংস—২৯.২ ওভারে মাত্র ৯২ রানেই অলআউট। ২০২ রানের বিশাল ব্যবধানে হেরে ৩৪ বছর পর ক্যারিবীয়দের কাছে সিরিজ হারল তারা।

ওয়েস্ট ইন্ডিজ শেষবার পাকিস্তানের বিপক্ষে সিরিজ জিতেছিল ১৯৯১ সালে। এরপরের ১১টি সিরিজে কখনোই জয় পায়নি ক্যারিবীয়রা। অবশেষে সেই দীর্ঘ খরা কাটাল তারা।

প্রথমে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজ ৫০ ওভারে ৬ উইকেটে তোলে ২৯৪ রান। শাই হোপ ৯৪ বলে অপরাজিত ১২০ রানের দুর্দান্ত ইনিংস খেলেন, মারেন ৫ ছক্কা ও ১০ চার। সপ্তম উইকেটে জাস্টিন গ্রিভসের (২৪ বলে ৪৩) সঙ্গে গড়েন ৫০ বলে অপরাজিত ১১০ রানের জুটি।

জবাবে পাকিস্তান শুরু থেকেই ধসে পড়ে। ৯ ওভারের মধ্যে ২৩ রানে হারায় ৪ উইকেট—যার মধ্যে সাইম আয়ুব, আব্দুল্লাহ শফিক ও অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান ফেরেন শূন্য রানে। বাবর আজমও থামেন ৯ রানে। দলের পক্ষে সর্বোচ্চ ৩০ রান আসে সালমান আগার ব্যাট থেকে।

উইন্ডিজ পেসার জেডেন সিলস ছিলেন পাকিস্তানের সর্বনাশের নায়ক—৭.২ ওভারে মাত্র ১৮ রান দিয়ে শিকার করেন ৬ উইকেট।

এই জয়ের পেছনে ছিল এক বিশেষ পরিকল্পনা। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে মাত্র ২৭ রানে গুটিয়ে যাওয়ার পর দলকে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে ব্রায়ান লারা ও ক্লাইভ লয়েডকে নিয়ে দুই দিনের বৈঠক করে ওয়েস্ট ইন্ডিজ। তারই ফল মিলল পাকিস্তানের বিপক্ষে এই ঐতিহাসিক জয় দিয়ে।

প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে ৫ উইকেটে হারা ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ম্যাচে ৫ উইকেটে জিতে সিরিজে সমতা আনে। আর শেষ ম্যাচে দাপট দেখিয়ে নিশ্চিত করে ৩৪ বছরের অপেক্ষার অবসান।

Comments

Popular posts from this blog

৩ ওভারে ২৪ রান দেওয়া মুস্তাফিজকে নিয়ে যা বললেন অধিনায়ক অক্ষর প্যাটেল

৯২ মিনিটে রেফারির বিতর্কিত সিদ্ধান্ত, পেনাল্টি ছিল নাকি জানালেন ফিফার স্বীকৃত রেফারি

টি২০ র‍্যাঙ্কিংয়ে ১০ নাম্বারে থাকা বাংলাদেশকে ১ নাম্বারে আনতে নতুন সভাপতি বুলবুল স্কোয়াডে আনছে ১ জন অবহেলিত হার্ড হিটারকে