৩৮ বছরেও রেকর্ডের ছোঁয়ায় মেসি, গোলের মাইলফলকে পেছনে ফেললেন রোনালদোকে


নেল মেসি। ৩৮ বছর বয়সী আর্জেন্টাইন তারকা মেজর লিগ সকারে (এমএলএস) ইন্টার মিয়ামির হয়ে আবারও ইতিহাস গড়লেন। রোববার ভোরে লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সির বিপক্ষে এক গোল ও এক অ্যাসিস্ট করেন তিনি। এ নিয়ে ক্যারিয়ারের গোলসংখ্যা দাঁড়াল ৮৭৫-এ।

এই মাইলফলকে পৌঁছাতে মেসির প্রয়োজন হয়েছে মাত্র ১১১৬ ম্যাচ এবং বয়স ৩৮ বছর ৫৪ দিন। তুলনায় ক্রিশ্চিয়ানো রোনালদো একই সংখ্যক গোল করেছিলেন ১২০৬ ম্যাচ খেলে এবং বয়স ছিল ৩৯ বছর ১২ দিন। ফলে গোলের এই মাইলফলকে কম বয়সে ও কম ম্যাচে পৌঁছানো খেলোয়াড় এখন মেসি।

তবে মোট ক্যারিয়ার গোলসংখ্যায় এখনও এগিয়ে আছেন আল নাসরের রোনালদো। তার ঝুলিতে আছে ৯৩৮ গোল, মেসি পিছিয়ে আছেন ৬৩ গোল।

ইন্টার মিয়ামির হয়ে মেসি ইতোমধ্যে করেছেন ৫৯ গোল এবং দিয়েছেন ৩০টি অ্যাসিস্ট, যা এমএলএস ইতিহাসে দ্বিতীয় দ্রুততম অর্জন। তার দুর্দান্ত পারফরম্যান্সে লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সিকে ৩-১ গোলে হারিয়েছে ইন্টার মিয়ামি।


Comments

Popular posts from this blog

৩ ওভারে ২৪ রান দেওয়া মুস্তাফিজকে নিয়ে যা বললেন অধিনায়ক অক্ষর প্যাটেল

৯২ মিনিটে রেফারির বিতর্কিত সিদ্ধান্ত, পেনাল্টি ছিল নাকি জানালেন ফিফার স্বীকৃত রেফারি

টি২০ র‍্যাঙ্কিংয়ে ১০ নাম্বারে থাকা বাংলাদেশকে ১ নাম্বারে আনতে নতুন সভাপতি বুলবুল স্কোয়াডে আনছে ১ জন অবহেলিত হার্ড হিটারকে