টাইব্রেকারে নাটকীয় জয়, নারী কোপা আমেরিকায় টানা পঞ্চম ও নবম শিরোপা ব্রাজিলের
নারী কোপা আমেরিকায় আবারও নিজেদের আধিপত্য দেখাল ব্রাজিল। কলম্বিয়ার বিপক্ষে রোমাঞ্চকর ফাইনালে ১২০ মিনিটের লড়াই শেষে টাইব্রেকারে জয় তুলে নিয়ে টানা পঞ্চম এবং মোট নবম শিরোপা ঘরে তুলেছে লা ক্যানারিনহা।
রোববার (৩ আগস্ট) রাতের ম্যাচে নির্ধারিত ৯০ মিনিটে ৩-৩ সমতা থাকায় খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেও দুই দল একে অপরকে টক্কর দেয়। শেষ পর্যন্ত ৪-৪ সমতায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে, যেখানে ৫-৪ ব্যবধানে জেতে ব্রাজিল।
ম্যাচের শুরুতে এগিয়ে যায় কলম্বিয়া। ২৫তম মিনিটে লিন্দা কাইসেদোর গোলে লিড নেয় তারা। প্রথমার্ধের যোগ করা সময়ে পেনাল্টি থেকে সমতায় ফেরে ব্রাজিল। দ্বিতীয়ার্ধে আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে ব্রাজিল, তবে আমান্দা গুতিয়েরেসের গোলে আবারও সমতা ফেরায় তারা। ৮৮তম মিনিটে রমিরেজের গোলে লিড নেয় কলম্বিয়া, কিন্তু মার্তার দুর্দান্ত শটে ম্যাচ আবারও সমতায় ফেরে।
অতিরিক্ত সময়ে মার্তার হেডে লিড নেয় ব্রাজিল, কিন্তু ১১৫তম মিনিটে লেইসি সান্তোসের ফ্রি-কিকে আবারও সমতা ফেরে কলম্বিয়া। এরপর টাইব্রেকারে নাটকীয়ভাবে জয় নিশ্চিত করে ব্রাজিল, যেখানে শেষ শটে সফল হয় লা ক্যানারিনহা এবং ব্যর্থ হয় কলম্বিয়া।
এই শিরোপার মাধ্যমে নারী কোপা আমেরিকার ইতিহাসে ১০ আসরের মধ্যে ৯ বার চ্যাম্পিয়ন হলো ব্রাজিল। ২০০৬ ছাড়া প্রতিটি আসরে শিরোপা তাদের দখলেই গেছে, আর ২০১০ সাল থেকে এটি তাদের টানা পঞ্চম শিরোপা।
Comments
Post a Comment