এক ম্যাচে দুই বিশ্বরেকর্ডের নজিরবিহীন কীর্তি পাকিস্তানি তারকার
ত্রিনিদাদ ও টোবাগোর তারোবার ব্রায়ান লারা ক্রিকেট একাডেমিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পাকিস্তানের পেসার শাহীন শাহ আফ্রিদি ক্রিকেট ইতিহাসে এক নতুন অধ্যায় যোগ করেছেন। তিন ম্যাচের সিরিজের প্রথম ওয়ানডেতে চার উইকেট নিয়ে তিনি এক ম্যাচেই দুইটি বিশ্বরেকর্ড স্থাপন করেছেন।
শাহীন ৮ ওভারে ৫১ রান দিয়ে ৪ উইকেট শিকার করেন এবং পুরুষ ওয়ানডে ক্রিকেটে (আইসিসির ফুল মেম্বার দেশগুলোর মধ্যে) সেরা স্ট্রাইক রেটের রেকর্ড নিজের নামে রেকর্ড করেন। তার স্ট্রাইক রেট এখন ২৫.৪, যা আগের রেকর্ডধারী মোহাম্মদ শামির ২৫.৮ স্ট্রাইক রেটকে ছাপিয়ে গেছে।
এই স্ট্রাইক রেটের পাশাপাশি শাহীন আরও একটি বিশ্বরেকর্ড গড়েছেন। প্রথম ৬৫ ওয়ানডেতে তার উইকেট সংখ্যা এখন ১৩১, যা এই পর্যায়ে সর্বোচ্চ। এর আগে মিচেল স্টার্ক ও রশিদ খান ১২৯ উইকেট নিয়ে শীর্ষে ছিলেন। পাশাপাশি তিনি একমাত্র বোলার, যিনি গড়ে প্রতি ম্যাচে দুইটির বেশি উইকেট পেয়েছেন।
ম্যাচে পাকিস্তান টস জিতে ফিল্ডিং নেয়। ওয়েস্ট ইন্ডিজ ৪৯ ওভারে ২৮০ রান সংগ্রহ করে সব উইকেট হারিয়ে। এভিন লুইস ৬০, শাই হোপ ৫৫ ও রোস্টন চেজ ৫৩ রান করেন। শাহীন ৪ উইকেট ও নাসিম শাহ ৩ উইকেট নেন।
জবাবে পাকিস্তান ৪৮.৫ ওভারে ৫ উইকেট হারিয়ে লক্ষ্য অর্জন করে। বাবর আজম করেন ৪৭, মোহাম্মদ রিজওয়ান ৫৩ রান এবং ম্যাচসেরা হাসান নওয়াজ অপরাজিত ৬৩ রান করেন ৫৪ বলে। হুসেইন তালাতও অপরাজিত থাকেন ৪১ রানে। এক সময় ১৮০ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়লেও নওয়াজ ও তালাত দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন।
Comments
Post a Comment