ধীরগতির পিচে সমালোচনার ঝড়, মিরপুরের উইকেট বদলে দেওয়ার ইঙ্গিত বিসিবির
দীর্ঘ ১৪ মাস পর আন্তর্জাতিক ক্রিকেট ফিরলেও মিরপুর শেরে-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের উইকেটে কোনো পরিবর্তন আসেনি। সর্বশেষ পাকিস্তান সিরিজে ব্যাটারদের জন্য পিচ যেন পরিণত হয়েছিল দুঃস্বপ্নে। রানশূন্য, ধীরগতির এই উইকেট নিয়ে সমালোচনা থামছেই না।
পাকিস্তানের প্রধান কোচ মাইক হেসন প্রথম ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সরাসরি উইকেটের সমালোচনা করেন। তৃতীয় ম্যাচের পর অধিনায়ক সালমান আগাও ক্ষোভ প্রকাশ করে বলেন, এমন ধীর পিচে খেলে এশিয়া কাপ বা টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো টুর্নামেন্টের প্রস্তুতি সম্ভব নয়। শুধু বিদেশি কোচ ও অধিনায়কই নয়, বিসিবির সভাপতি এবং বেশ কয়েকজন পরিচালকও মিরপুরের স্লো ও লো-বাউন্স উইকেট নিয়ে বিরক্তি প্রকাশ করেছেন।
শনিবার বিসিবি পরিচালক ও সাবেক অধিনায়ক আকরাম খান বলেন,
“টি-টোয়েন্টিতে অন্তত ১৬০-১৭০ রানের উইকেট দরকার। সম্প্রতি সিরিজে উইকেট ভালো ছিল না। হয়তো আবহাওয়া বা সময়ের প্রভাব ছিল। তবে আমরা বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। সামনে নেদারল্যান্ডস দল আসতে পারে। যদি একই অবস্থা থাকে, আমরা ঢাকার বাইরের ভালো উইকেট বিবেচনায় আনব, যেখানে বেশি রান হয়।”
তিনি আরও জানান, আগামী ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হবে ন্যাশনাল টি-টোয়েন্টি লিগ (এনসিএল)। এবারের আসর দুই ভেন্যুতে আয়োজনের পরিকল্পনা রয়েছে—একটি চট্টগ্রামে, অন্যটি এখনো চূড়ান্ত হয়নি। আকরাম আশা প্রকাশ করেন, টুর্নামেন্টে দেশের সব খেলোয়াড়ই অংশ নেবেন।
Comments
Post a Comment