ম্যাচসেরার ট্রফি হাতে বড় ভাই সাকিবকে নিয়ে আবেগঘন বার্তায় হৃদয় ছুঁলেন তাসকিন আহমেদ
নেদারল্যান্ডসের বিপক্ষে দুর্দান্ত বোলিং করে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন তাসকিন আহমেদ। ৪ ওভারে মাত্র ২৮ রান খরচায় শিকার করেছেন ৪টি মূল্যবান উইকেট। 💥
অনেকে ভেবেছিলেন ব্যাটে-বলে দারুণ অবদান রাখা সাইফ হাসানের হাতেই উঠবে ম্যাচসেরার ট্রফি। তবে শেষ পর্যন্ত নিজের আগুনঝরা বোলিংয়ে আলো কেড়ে নেন তাসকিন।
খেলা শেষে অনুভূতি জানাতে গিয়ে তিনি স্মরণ করেন বাংলাদেশের কিংবদন্তি অলরাউন্ডার সাকিব আল হাসানকে। তাসকিন বলেন—
“সাকিব ভাই সবসময় আমাদের অনুপ্রেরণা। তিনি মাঠে না থাকলেও, তার অভিজ্ঞতা আর পরামর্শ আমাদের মনে করিয়ে দেয় কীভাবে চাপের সময় লড়াই করতে হয়। আজকের পারফরম্যান্সটা আমি উনাকে উৎসর্গ করতে চাই।”
তাসকিন আরও যোগ করেন, দলের জয়ে সবার অবদানই গুরুত্বপূর্ণ। তবে সিনিয়রদের শিক্ষা ও অনুপ্রেরণাই তরুণদের আত্মবিশ্বাসী করে সামনে এগিয়ে যেতে সাহায্য করে।
Comments
Post a Comment