২০২৭ বিশ্বকাপের আগেই শেষ হতে পারে রোহিত-কোহলির ওয়ানডে ক্যারিয়ার


 ২০২৭ ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে দল পুনর্গঠনের পথে ভারত। বড় মঞ্চে সাফল্যের লক্ষ্যেই এখন থেকে তরুণ ক্রিকেটারদের সুযোগ দিতে চায় টিম ইন্ডিয়া। এমন পরিকল্পনায় ওয়ানডে থেকেও বিদায় নিতে পারেন রোহিত শর্মা ও বিরাট কোহলি—দুই অভিজ্ঞ ব্যাটসম্যান, যারা এর আগে টেস্ট ও টি-টোয়েন্টি ফরম্যাটকে বিদায় জানিয়েছেন।

সর্বশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে আন্তর্জাতিক ক্রিকেটে দেখা গিয়েছিল রোহিত-কোহলিকে। এরপর থেকে তারা কেবল ওয়ানডেতেই সক্রিয়। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৭ বিশ্বকাপের আগে ওয়ানডে দলে জায়গা ধরে রাখতে হলে বিজয় হাজারে ট্রফির মতো ঘরোয়া ওয়ানডে টুর্নামেন্টে খেলে নিজেদের ফর্ম প্রমাণ করতে হবে এই দুই তারকাকে।

বয়সও এখানে বড় ফ্যাক্টর। বর্তমানে রোহিতের বয়স ৩৮ ও কোহলির ৩৬। দুই বছর পরের বিশ্বকাপে রোহিত হবেন ৪০ এবং কোহলি ৩৮ বছরের। এতদিন ফিটনেস ধরে রাখা এবং জাতীয় দলে জায়গা বজায় রাখা তাদের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। এছাড়া এই বয়সে এসে ঘরোয়া ক্রিকেটে খেলার আগ্রহও প্রশ্নবিদ্ধ।

সব মিলিয়ে আগামী অক্টোবরে অস্ট্রেলিয়া সফরই হতে পারে তাদের ওয়ানডে ক্যারিয়ারের শেষ মঞ্চ। যদি তারা বিদায় নেন, তবে নতুন প্রজন্মের ক্রিকেটারদের—যেমন শুবমান গিল, যশস্বী জাইসওয়াল, রিশভ পান্ট বা সাই সুদর্শন—সুযোগ দিয়ে বিশ্বকাপের জন্য দল গড়ার সুযোগ পাবে ভারত। রোহিতের অবসরের ক্ষেত্রে ওয়ানডে অধিনায়ক হিসেবে গিল ও শ্রেয়াস আইয়ারকে এগিয়ে রাখছেন অনেকেই।

ভারতের সাবেক নির্বাচক দেবাং গান্ধী বলেন, “যখন টেস্টে ভালো করছেন, ওয়ানডে অনেক সহজ হয়ে যায়। কিন্তু তরুণ প্রতিভাদের বাইরে বসিয়ে রাখা ঠিক নয়। রোহিত-কোহলির বিষয়ে টিম ম্যানেজমেন্ট ও নির্বাচকদের এখনই সিদ্ধান্ত নিতে হবে।”

যদিও চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুজনই ভালো করেছিলেন—কোহলি ৫ ম্যাচে করেছিলেন ২১৮ রান, রোহিতের রান ১৮০। দলও জিতেছিল শিরোপা। তবুও ২০২৭ বিশ্বকাপের আগে তাদের ওয়ানডে ভবিষ্যৎ এখন বড় প্রশ্নের মুখে।

Comments

Popular posts from this blog

৩ ওভারে ২৪ রান দেওয়া মুস্তাফিজকে নিয়ে যা বললেন অধিনায়ক অক্ষর প্যাটেল

৯২ মিনিটে রেফারির বিতর্কিত সিদ্ধান্ত, পেনাল্টি ছিল নাকি জানালেন ফিফার স্বীকৃত রেফারি

টি২০ র‍্যাঙ্কিংয়ে ১০ নাম্বারে থাকা বাংলাদেশকে ১ নাম্বারে আনতে নতুন সভাপতি বুলবুল স্কোয়াডে আনছে ১ জন অবহেলিত হার্ড হিটারকে