ব্রেকিং নিউজ: তামিম ইকবাল ঘোষণা করলেন নির্বাচনে অংশ, ক্রিকেটে নতুন অধ্যায়ের সূচনা

 

বাংলাদেশ ক্রিকেটের মাঠে এক যুগের বেশি সময় রাজত্ব করার পর এবার প্রশাসনিক অঙ্গনে পা রাখছেন তামিম ইকবাল। দীর্ঘদিন ধরে চলা জল্পনার অবসান ঘটিয়ে নিজেই ঘোষণা করলেন, তিনি আসন্ন বিসিবি নির্বাচনে অংশ নিচ্ছেন।

তামিমের ঘোষণা
এক শীর্ষস্থানীয় গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তামিম বলেন, “আমি এবার নির্বাচন করছি। ক্রিকেটে দীর্ঘদিন বিনিয়োগ করেছি, দুটি ক্লাবের সঙ্গে যুক্ত আছি। ফলে কাউন্সিলর হবই।” বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী সরাসরি সভাপতি পদে প্রার্থী হওয়া যায় না; প্রথমে পরিচালক হিসেবে নির্বাচিত হয়ে তবেই সভাপতি হওয়ার পথ খুলে যায়। আর তামিম সেই লক্ষ্যেই এগোচ্ছেন।

বোর্ডে নতুন মাত্রা
তামিমের নির্বাচন ঘোষণা বোর্ড রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। অনেকে মনে করছেন, শুধু পরিচালক নয়, ভবিষ্যতে বিসিবি সভাপতির পদেও তার দৃষ্টি রয়েছে। বর্তমানে বোর্ডের সভাপতির দায়িত্ব পালন করছেন সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। তামিমের মতো জনপ্রিয় ক্রিকেটারের প্রবেশ বোর্ডের নেতৃত্বে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।

নেতৃত্বে অস্থিরতা ও তামিমের সুযোগ
গত এক বছরে বিসিবির শীর্ষপদে অস্থিরতা লক্ষ্য করা গেছে। রাজনৈতিক পরিস্থিতির কারণে নাজমুল হাসান পাপন দেশ ছাড়েন। এরপর এনএসসি কোটায় নিয়োগ পাওয়া ফারুক আহমেদ দুর্নীতির অভিযোগে পদত্যাগ করেন। এই অবস্থায় নতুন নেতৃত্বের সন্ধানে ক্রিকেট মহল কাতর। তামিমের জনপ্রিয়তা, আন্তর্জাতিক অভিজ্ঞতা এবং ক্রিকেট জ্ঞান তাকে শক্তিশালী প্রার্থী হিসেবে দাঁড় করিয়েছে।

Comments

Popular posts from this blog

৩ ওভারে ২৪ রান দেওয়া মুস্তাফিজকে নিয়ে যা বললেন অধিনায়ক অক্ষর প্যাটেল

৯২ মিনিটে রেফারির বিতর্কিত সিদ্ধান্ত, পেনাল্টি ছিল নাকি জানালেন ফিফার স্বীকৃত রেফারি

টি২০ র‍্যাঙ্কিংয়ে ১০ নাম্বারে থাকা বাংলাদেশকে ১ নাম্বারে আনতে নতুন সভাপতি বুলবুল স্কোয়াডে আনছে ১ জন অবহেলিত হার্ড হিটারকে