২০২৬ আইপিএলে আগেভাগেই দল নিশ্চিত হলো মুস্তাফিজের, সরাসরি কাটার মাষ্টারকে ভেড়ালো যে দল
২০২৬ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) শুরুর আগেই সুখবর পেলেন বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমান। আসন্ন মৌসুমে তাকে রিটেইন করার সিদ্ধান্ত নিয়েছে তার বর্তমান দল দিল্লি ক্যাপিটালস। এর মধ্য দিয়ে মিনি নিলামের আগেই তার আইপিএল যাত্রা নিশ্চিত হলো।
দিল্লি ক্যাপিটালসের এই সিদ্ধান্ত মুস্তাফিজের জন্য এক বড় আস্থা এবং সম্মানের প্রতীক। জানা গেছে, ২০২৬ আইপিএলের জন্য নিজেদের স্কোয়াড সাজাতে দিল্লি দলটির মিনি নিলামের আগে ৪ বোলার ও এক ব্যাটারকে ছেড়ে দিয়েছে। এমন পরিস্থিতিতেও মুস্তাফিজকে ধরে রাখার সিদ্ধান্ত এটাই প্রমাণ করে যে, দলের পরিকল্পনায় তিনি কতটা গুরুত্বপূর্ণ একজন সদস্য।
মুস্তাফিজ তার অসাধারণ কাটার এবং ডেথ ওভারে কার্যকর বোলিংয়ের জন্য আইপিএলে সবসময়ই বেশ কদর পেয়েছেন। এর আগে তিনি সানরাইজার্স হায়দ্রাবাদ, মুম্বাই ইন্ডিয়ান্স এবং রাজস্থান রয়্যালসের মতো দলে খেলেছেন এবং নিজের প্রতিভার প্রমাণ দিয়েছেন।
এই সিদ্ধান্তের ফলে মুস্তাফিজুর রহমান ২০২৬ আইপিএলের জন্য কোনো ধরনের অনিশ্চয়তা ছাড়াই নিজেদের প্রস্তুত করতে পারবেন। তার ভক্তরা এখন থেকেই অধীর আগ্রহে অপেক্ষা করছেন, নতুন মৌসুমে তিনি আবার কেমন পারফর্ম করেন, তা দেখার জন্য।
Comments
Post a Comment