বড় দায়িত্বে নিয়ে মাঠে ফিরছেন তামিম, শিগগিরই আসছে আনুষ্ঠানিক ঘোষণা


 দীর্ঘ বিরতির পর আবারও মাঠে ফিরতে যাচ্ছেন বাংলাদেশ ক্রিকেটের তারকা ওপেনার তামিম ইকবাল। তবে এবারের ফেরা শুধুই ক্রিকেটার হিসেবে নয়, বরং বড় দায়িত্ব নিয়েই। শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসবে বলে জানা গেছে।

তামিম এর আগে হঠাৎ করে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন। পরে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে সেই সিদ্ধান্ত বদলালেও ইনজুরি ও ব্যক্তিগত কারণে আর নিয়মিত মাঠে নামা হয়নি তার। এরই মধ্যে তিনি ক্রিকেটে নতুন অধ্যায়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, তামিমকে গুরুত্বপূর্ণ দায়িত্বে দেখা যেতে পারে। সেটি টিম ম্যানেজমেন্টে হোক কিংবা কোনো নির্দিষ্ট ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের মাধ্যমে—খুব শিগগিরই বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

সব ঠিক থাকলে আসন্ন মৌসুমেই মাঠে নামবেন তামিম। তার প্রত্যাবর্তনকে ঘিরে ক্রিকেটপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে বাড়তি উত্তেজনা।

Comments

Popular posts from this blog

৩ ওভারে ২৪ রান দেওয়া মুস্তাফিজকে নিয়ে যা বললেন অধিনায়ক অক্ষর প্যাটেল

৯২ মিনিটে রেফারির বিতর্কিত সিদ্ধান্ত, পেনাল্টি ছিল নাকি জানালেন ফিফার স্বীকৃত রেফারি

টি২০ র‍্যাঙ্কিংয়ে ১০ নাম্বারে থাকা বাংলাদেশকে ১ নাম্বারে আনতে নতুন সভাপতি বুলবুল স্কোয়াডে আনছে ১ জন অবহেলিত হার্ড হিটারকে