সোহানকে ছাড়াই বাংলাদেশ 'এ' দলের ১৪ সদস্য এর স্কোয়াড ঘোষণা করলো বিসিবি


 

সাউথ অস্ট্রেলিয়ার বিপক্ষে চারদিনের ম্যাচে ঘোষিত বাংলাদেশ ‘এ’ দল

অস্ট্রেলিয়ায় টপ ও টি-টোয়েন্টি সিরিজ শেষে সাউথ অস্ট্রেলিয়ার বিপক্ষে চারদিনের ম্যাচ খেলবে বাংলাদেশ ‘এ’ দল। এ লক্ষ্যেই রোববার (১৭ আগস্ট) স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ঘোষিত দলে জায়গা হয়নি নুরুল হাসান সোহান ও এনামুল হক বিজয়ের মতো পরিচিত মুখদের। নতুন করে গড়া এই দলে নেতৃত্ব দেবেন উইকেটরক্ষক ব্যাটার মাহিদুল ইসলাম অঙ্কন। তার সঙ্গে স্কোয়াডে রয়েছেন নাঈম হাসান, মাহমুদুল হাসান জয় ও হাসান মাহমুদরা।

বাংলাদেশ ‘এ’ দল: মাহিদুল ইসলাম অঙ্কন (অধিনায়ক), সাইফ হাসান, ইফতেখার হোসেন ইফতি, মাহমুদুল হাসান জয়, শাহাদাত হোসেন দিপু, অমিত হাসান, ইয়াসির আলী চৌধুরি, রাকিবুল হাসান, নাঈম হাসান, হাসান মুরাদ, রিপন মণ্ডল, মুশফিক হাসান, আনামুল হক, হাসান মাহমুদ।

Comments

Popular posts from this blog

৩ ওভারে ২৪ রান দেওয়া মুস্তাফিজকে নিয়ে যা বললেন অধিনায়ক অক্ষর প্যাটেল

৯২ মিনিটে রেফারির বিতর্কিত সিদ্ধান্ত, পেনাল্টি ছিল নাকি জানালেন ফিফার স্বীকৃত রেফারি

টি২০ র‍্যাঙ্কিংয়ে ১০ নাম্বারে থাকা বাংলাদেশকে ১ নাম্বারে আনতে নতুন সভাপতি বুলবুল স্কোয়াডে আনছে ১ জন অবহেলিত হার্ড হিটারকে