“১৩ ম্যাচে ৩০ উইকেট: জাতীয় দলে জায়গা পাচ্ছেন নতুন কাটার মাস্টার, মুস্তাফিজের পথে”


 

বাংলাদেশের যুব ক্রিকেটে নতুন এক তারকার উত্থান—আল ফাহাদ। ১৩ ম্যাচে ৩০ উইকেট এবং মাত্র ৪.৪৮ ইকোনমি রেটের দুর্দান্ত পরিসংখ্যানই প্রমাণ করে, এই পেসার ভবিষ্যতের আন্তর্জাতিক ক্রিকেটে কতটা ভয়ংকর প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারেন।

মুস্তাফিজের মতো নতুন অস্ত্র?

যেভাবে মুস্তাফিজুর রহমান কাটার ও স্লোয়ারে বিশ্বব্যাপী ব্যাটসম্যানদের বিপাকে ফেলেছেন, ঠিক সেভাবেই আল ফাহাদ নিজের গতি, নির্ভুল লাইন-লেংথ এবং বৈচিত্র্যময় ডেলিভারি দিয়ে ধারাবাহিকভাবে উইকেট তুলে নিচ্ছেন। তার পরিস্থিতি বোঝার ক্ষমতাও নজরকাড়া।

বিসিবির পরিকল্পনায় আল ফাহাদ

বিসিবির হাই পারফরম্যান্স ইউনিট এবং গেম ডেভেলপমেন্ট বিভাগ ইতোমধ্যেই এই ডানহাতি পেসারকে ঘিরে বিশেষ ট্রেনিং প্রোগ্রাম তৈরি করেছে। নির্বাচকদের নজরে থাকা এই প্রতিভাবান বোলারকে ভবিষ্যতে জাতীয় দলে দেখা যেতে পারে বলেই মনে করছেন বিশ্লেষকরা।

Comments

Popular posts from this blog

৩ ওভারে ২৪ রান দেওয়া মুস্তাফিজকে নিয়ে যা বললেন অধিনায়ক অক্ষর প্যাটেল

৯২ মিনিটে রেফারির বিতর্কিত সিদ্ধান্ত, পেনাল্টি ছিল নাকি জানালেন ফিফার স্বীকৃত রেফারি

টি২০ র‍্যাঙ্কিংয়ে ১০ নাম্বারে থাকা বাংলাদেশকে ১ নাম্বারে আনতে নতুন সভাপতি বুলবুল স্কোয়াডে আনছে ১ জন অবহেলিত হার্ড হিটারকে