দুর্দান্ত জয়ের পর সুখবর পেলেন সিরাজ ক্যারিয়ার সেরা অবস্থানে
সদ্যসমাপ্ত ইংল্যান্ড সিরিজে দুর্দান্ত পারফরম্যান্সের পর ক্যারিয়ারের সেরা অবস্থানে উঠেছেন ভারতীয় পেসার মোহাম্মদ সিরাজ। ওভালে পঞ্চম টেস্টে ৯ উইকেট নিয়ে ভারতের ঐতিহাসিক ৬ রানের জয়ে বড় ভূমিকা রাখা সিরাজ বুধবার প্রকাশিত আইসিসি হালনাগাদে টেস্ট বোলারদের তালিকায় উঠেছেন ১৫তম স্থানে। এর আগে তার সেরা অবস্থান ছিল ১৬তম, ২০২৪ সালের জানুয়ারিতে।
সিরিজে উজ্জ্বল ছিলেন তার সতীর্থ প্রাসিধ কৃষ্ণাও। শেষ টেস্টে দুই ইনিংসে ৪টি করে মোট ৮ উইকেট নেওয়ায় তিনি ২৫ ধাপ এগিয়ে ক্যারিয়ারের সেরা ৫৯তম স্থানে। সিরাজ ও প্রাসিধ মিলে ভারতের দ্বিতীয় বোলিং জুটি হিসেবে এক টেস্টের দুই ইনিংসে ৪ বা তার বেশি উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন। ১৯৬৯ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে বিষান বেদি ও এরাপাল্লি প্রাসান্না প্রথম এই কীর্তি গড়েছিলেন।
ইংল্যান্ডের হয়ে গাস অ্যাটকিনসন ও জশ টংও শেষ ম্যাচে আলো ছড়ান। দুজনই ম্যাচে ৮টি করে উইকেট নেন। এতে প্রথমবারের মতো শীর্ষ দশে ঢুকেছেন অ্যাটকিনসন—অস্ট্রেলিয়ার মিচেল স্টার্কের সঙ্গে যৌথভাবে তিনি এখন দশে। ১৪ ধাপ এগিয়ে ৪৬ নম্বরে আছেন টং।
জিম্বাবুয়ের বিপক্ষে ৯ উইকেটে জেতা টেস্টে ম্যাট হেনরি ৯ উইকেট নিয়ে উন্নতি করেছেন ৩ ধাপ। ৮১৭ রেটিং পয়েন্ট নিয়ে ক্যারিয়ারের সেরা ৪ নম্বরে পৌঁছেছেন তিনি।
শীর্ষ তিনে কোনো পরিবর্তন হয়নি—ভারতের জাসপ্রিত বুমরাহ, দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা ও অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স যথাক্রমে এক, দুই ও তিনে।
ব্যাটসম্যানদের তালিকায় ওভালে সেঞ্চুরিতে জো রুট শীর্ষে আরও দৃঢ় হয়েছেন। দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরিতে এক ধাপ এগিয়ে হ্যারি ব্রুক উঠে এসেছেন দুইয়ে, তাতে তিনে নেমেছেন নিউ জিল্যান্ডের কেন উইলিয়ামসন। যথারীতি চার নম্বরে আছেন অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথ।
ভারতের ইয়াশাসভি জয়সওয়াল দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করে তিন ধাপ এগিয়ে পঞ্চম স্থানে, আর চার ধাপ উন্নতি করে নবম স্থানে নিউ জিল্যান্ডের ড্যারিল মিচেল।
টেস্ট অলরাউন্ডারদের তালিকায় শীর্ষে অপরিবর্তিত রয়েছেন ভারতের রাভিন্দ্রা জাদেজা।
Comments
Post a Comment