নেইমারের ফেরা, ভিনিসিয়ুস বাইরে ব্রাজিল স্কোয়াড থেকে
আগামী সোমবার ঘোষণা করা হবে ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের জন্য ব্রাজিল জাতীয় ফুটবল দল। সেপ্টেম্বরে আন্তর্জাতিক বিরতিতে চিলি ও বলিভিয়ার বিপক্ষে নামবে কার্লো আনচেলত্তির দল।
ব্রাজিলিয়ান গণমাধ্যম গ্লোবো জানিয়েছে, নিষেধাজ্ঞা ও বিশ্রামের কারণে এ দলে থাকছেন না রিয়াল মাদ্রিদের তারকা ভিনিসিয়ুস জুনিয়র। গত জুনে প্যারাগুয়ের বিপক্ষে দ্বিতীয় হলুদ কার্ড পাওয়ায় চিলির বিপক্ষে নিষিদ্ধ হয়েছিলেন তিনি। বলিভিয়ার বিপক্ষে ম্যাচে খেলানো নিয়ে কোনো ঝুঁকি নিতে চাইছেন না কোচ আনচেলত্তি, তাই তাঁকে এবার বাইরে রাখা হচ্ছে।
অন্যদিকে, প্রায় ২২ মাস পর জাতীয় দলে ফিরছেন নেইমার। চোটের কারণে দীর্ঘদিন মাঠের বাইরে থাকা ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে প্রাথমিক স্কোয়াডে রেখেছেন কোচ। সর্বশেষ তিনি খেলেছিলেন ২০২৩ সালের অক্টোবরে।
প্রাথমিক তালিকায় আরও আছেন—গোলরক্ষক গ্যাব্রিয়েল বারাজো (সান্তোস), ডিফেন্ডার এদের মিলিতাও (রিয়াল মাদ্রিদ), ফুলব্যাক ভিতিনিও (বোতাফোগো), পাউলো হেনরিখ (ভাস্কো), মিডফিল্ডার দানিলো (বোতাফোগো) ও মার্কোস আন্তোনিও (সাও পাওলো), ফরোয়ার্ড কাইও হোর্হে (ক্রুজেরিও) এবং রদ্রিগো (রিয়াল মাদ্রিদ)।
ব্রাজিল ১ সেপ্টেম্বর তেরেসোপোলিসে অনুশীলন শুরু করবে। ৫ সেপ্টেম্বর মারাকানায় মুখোমুখি হবে চিলির, আর ১০ সেপ্টেম্বর বলিভিয়ায় খেলবে শেষ ম্যাচ। ইতোমধ্যেই বিশ্বকাপ নিশ্চিত করা ব্রাজিলের জন্য এই দুই ম্যাচ মূলত বড় টুর্নামেন্টের প্রস্তুতি হিসেবে কাজ করবে।
Comments
Post a Comment