ডাকসুর ভোটার তালিকায় উদীয়মান পেসার তানজিম সাকিব, আলোচনায় শিক্ষা ও ক্রিকেটে তার সমান পথচলা
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের প্রস্তাবিত ভোটার তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তরুণ পেসার তানজিম হাসান সাকিব। তিনি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের নিয়মিত শিক্ষার্থী এবং হাজী মুহম্মদ মুহসীন হলের আনাবাসিক ছাত্র।
ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে হল প্রশাসন যে ভোটার তালিকা প্রকাশ করেছে, সেখানে নাম অন্তর্ভুক্ত হওয়ায় তিনি আনুষ্ঠানিকভাবে ভোটার হিসেবে স্বীকৃতি পেয়েছেন। সামাজিক মাধ্যমে বিষয়টি ছড়িয়ে পড়তেই শিক্ষার্থীদের মধ্যে শুরু হয় আলোচনার ঝড়।
মাঠের ক্রিকেটেও ব্যস্ত সময় কাটাচ্ছেন তানজিম সাকিব। ৪ আগস্ট বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঘোষিত এশিয়া কাপের প্রাথমিক দলে জায়গা পেয়েছেন এই ডানহাতি পেসার। পাকিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে সাম্প্রতিক পারফরম্যান্সে নজর কেড়েছেন তিনি।
আগামী ৬ আগস্ট মিরপুরে ফিটনেস ক্যাম্পে যোগ দেবেন প্রাথমিক দলে থাকা ক্রিকেটাররা। ১৫ আগস্ট শুরু হবে স্কিল ট্রেনিং, এরপর ২০ আগস্ট দল যাবে সিলেটে নেদারল্যান্ডস সিরিজের জন্য।
শিক্ষা ও ক্রিকেট—দুই মঞ্চেই সমানতালে এগিয়ে চলা তানজিম সাকিব এখন ক্যাম্পাসের আলোচনার কেন্দ্রে।
Comments
Post a Comment