ক্রিশ্চিয়ানো রোনালদো ভারতে খেলবেন এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগে

 

বিশ্ব ফুটবলের সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো এবার পেশাদার ম্যাচ খেলতে ভারতের মাটিতে নামবেন। সৌদি প্রো লিগের ক্লাব আল নাসরের হয়ে ২০২৫-২০২৬ মৌসুমের এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ টু-তে অংশ নেবেন রোনালদো। তার প্রতিপক্ষ ভারতীয় ক্লাব এফসি গোয়া।

ড্র অনুযায়ী, আল নাসর ‘ডি’ গ্রুপে রয়েছে। একই গ্রুপে রয়েছেন ভারতের এফসি গোয়া, তাজিকিস্তানের ইস্তিকলল এবং ইরাকের আল-জাওরা। আটটি গ্রুপ থেকে শীর্ষ দুই দল পরবর্তী রাউন্ডে পৌঁছাবে।

এফসি গোয়ার সিইও রবি পুস্কুর বলেন, “রোনালদো ও আল নাসরের ভারত সফর নিঃসন্দেহে ভারতীয় ক্লাব ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ঘটনা। এটিকে আতিথ্য দেওয়ার সুযোগ জীবনে একবারই আসে।”

৪০ বছর বয়সী রোনালদো ২০২২ সালে আল নাসরে যোগ দিয়েছিলেন। যদিও তিনি এখনও ক্লাবের সঙ্গে বড় শিরোপা জয় করতে পারেননি, তবুও সেপ্টেম্বর থেকে শুরু হওয়া প্রতিযোগিতায় আল নাসরের পুরো শক্তি মাঠে থাকবে বলে ধারণা করা হচ্ছে।

রোনালদোর সঙ্গে আল নাসরের স্কোয়াডে রয়েছেন সাবেক লিভারপুল তারকা সাদিও মানে এবং চেলসি থেকে সম্প্রতি যোগ দেওয়া পর্তুগিজ ফরোয়ার্ড হুয়াও ফেলিক্স। পুস্কুর আরও জানান, “এই ম্যাচ আমাদের সুযোগ দেয় ভারতীয় ফুটবলের ক্ষমতা মহাদেশীয় পর্যায়ে প্রমাণ করার। একই সঙ্গে এটি হবে খেলাটির সবচেয়ে উত্তেজনাপূর্ণ মুহূর্তগুলোর একটি।”

Comments

Popular posts from this blog

৩ ওভারে ২৪ রান দেওয়া মুস্তাফিজকে নিয়ে যা বললেন অধিনায়ক অক্ষর প্যাটেল

৯২ মিনিটে রেফারির বিতর্কিত সিদ্ধান্ত, পেনাল্টি ছিল নাকি জানালেন ফিফার স্বীকৃত রেফারি

টি২০ র‍্যাঙ্কিংয়ে ১০ নাম্বারে থাকা বাংলাদেশকে ১ নাম্বারে আনতে নতুন সভাপতি বুলবুল স্কোয়াডে আনছে ১ জন অবহেলিত হার্ড হিটারকে