ফুটবল ক্যারিয়ার থেকে বিদায় নিতে যাচ্ছেন আর্জেন্টাইন মহাতারকা মেসি লিওনেল মেসি

 


বিশ্বকাপ বাছাইপর্বের শেষ দুটি ম্যাচের জন্য আর্জেন্টিনা দলে রয়েছেন লিওনেল মেসি। ৫ সেপ্টেম্বর বুয়েন্স আয়ার্সের মনুমেন্টাল স্টেডিয়ামে ভেনেজুয়েলার মুখোমুখি হবে আলবিসেলেস্তেরা। এরপর ১০ সেপ্টেম্বর ইকুয়েডরের মাঠে খেলবে বিশ্বচ্যাম্পিয়নরা।

এর আগে ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচটিই ঘরের মাঠে মেসির শেষ ম্যাচ হতে পারে—এমন জল্পনা ছিল। এবার আর গুঞ্জন নয়, বিষয়টি স্বয়ং মেসিই নিশ্চিত করেছেন। ইন্টার মায়ামির হয়ে লিগস কাপ সেমিফাইনালে অরল্যান্ডো সিটির বিপক্ষে জোড়া গোল করার পর সংবাদ সম্মেলনে তিনি জানান, আর্জেন্টিনার মাটিতে এটিই হবে তার শেষ ম্যাচ।

মেসি বলেন, “হ্যাঁ, এটি খুবই বিশেষ একটি মুহূর্ত হবে। জানি না ভবিষ্যতে কোনো প্রীতি ম্যাচে ঘরের মাঠে নামতে পারব কি না। তবে ভেনেজুয়েলার বিপক্ষের ম্যাচটিই শেষ হিসেবে ধরে নিচ্ছি। আমার স্ত্রী, সন্তান, বাবা-মা, ভাইবোন সবাই সেই ম্যাচে থাকবে। আমরা একসঙ্গে মুহূর্তটা উপভোগ করব।”

তবে এটিই আর্জেন্টিনার জার্সিতে মেসির শেষ ম্যাচ নয়। বাছাইপর্বের শেষ ম্যাচ খেলতে হবে ইকুয়েডরের মাঠে। এছাড়া সামনে আছে যুক্তরাষ্ট্র, অ্যাঙ্গোলা ও ভারতের বিপক্ষে প্রীতি ম্যাচ এবং ২০২৬ সালের মার্চে স্পেনের বিপক্ষে ফাইনালিসিমা। সবশেষে ২০২৬ বিশ্বকাপে খেলার কথাও রয়েছে তার।

অর্থাৎ, ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচটি হবে মেসির ঘরের মাঠে শেষ নাচন, তবে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর আগেই সামনে আরও অনেক পথ বাকি।

Comments

Popular posts from this blog

৩ ওভারে ২৪ রান দেওয়া মুস্তাফিজকে নিয়ে যা বললেন অধিনায়ক অক্ষর প্যাটেল

৯২ মিনিটে রেফারির বিতর্কিত সিদ্ধান্ত, পেনাল্টি ছিল নাকি জানালেন ফিফার স্বীকৃত রেফারি

টি২০ র‍্যাঙ্কিংয়ে ১০ নাম্বারে থাকা বাংলাদেশকে ১ নাম্বারে আনতে নতুন সভাপতি বুলবুল স্কোয়াডে আনছে ১ জন অবহেলিত হার্ড হিটারকে