আফগান তারকার হতাশার দিন, নামের পাশে যোগ হলো বিব্রতকর রেকর্ড

 

দ্য হান্ড্রেডে সাধারণত রশিদ খানের নামই প্রতিপক্ষের জন্য আতঙ্কের কারণ। কিন্তু এবারের অভিজ্ঞতা ছিল সম্পূর্ণ উল্টো। শুরু থেকেই বার্মিংহাম ফোনিক্সের ব্যাটাররা তার স্পিন সামলে রানের ফুলঝুরি ছড়ায়। লিয়াম লিভিংস্টোন, উইল স্মিড ও জো ক্লার্ক মিলে আক্রমণের তীব্রতা এমন পর্যায়ে নিয়ে যান যে রশিদের প্রতিটি ভ্যারিয়েশনই ব্যাটে ভালোভাবে মিলে যায়।

টস হেরে আগে ব্যাট করে রশিদের দল ওভাল ইনভিঞ্চিবলস ১০০ বলে তোলে ৮ উইকেটে ১৮০ রান। ডোনোভান ফেরেইরা ২৯ বলে ৬৩ রানের ঝোড়ো ইনিংস খেলেন, জর্ডান কক্স যোগ করেন ৩০ বলে ৪৪ রান। রশিদও ব্যাট হাতে ছোট্ট অবদান রাখেন—৯ বলে ১৬ রান।

তবে সেই রানও যথেষ্ট হয়নি। বার্মিংহাম ফোনিক্স মাত্র ৯৮ বলেই ৬ উইকেট হাতে রেখে লক্ষ্য ছুঁয়ে ফেলে। রান তাড়ায় লিভিংস্টোন ছিলেন সবচেয়ে বিধ্বংসী—২৭ বলে ৬৯ রান, সঙ্গে স্মিডের ২৯ বলে ৫১ ও ক্লার্কের ১৪ বলে ২৭ রানের ঝড়।

ম্যাচের সবচেয়ে বড় ধাক্কা আসে রশিদের বোলিং পরিসংখ্যানে। ২০ বল থেকে দেন ৫৯ রান—দ্য হান্ড্রেডের ইতিহাসে সবচেয়ে খরুচে স্পেল এখন তার দখলে। এটি তার ক্যারিয়ারেরও সবচেয়ে বাজে বোলিং পারফরম্যান্স। দুঃস্বপ্নের মতো এই ম্যাচটি রশিদ নিশ্চয়ই ভুলে যেতে চাইবেন যত দ্রুত সম্ভব।

Comments

Popular posts from this blog

৩ ওভারে ২৪ রান দেওয়া মুস্তাফিজকে নিয়ে যা বললেন অধিনায়ক অক্ষর প্যাটেল

৯২ মিনিটে রেফারির বিতর্কিত সিদ্ধান্ত, পেনাল্টি ছিল নাকি জানালেন ফিফার স্বীকৃত রেফারি

টি২০ র‍্যাঙ্কিংয়ে ১০ নাম্বারে থাকা বাংলাদেশকে ১ নাম্বারে আনতে নতুন সভাপতি বুলবুল স্কোয়াডে আনছে ১ জন অবহেলিত হার্ড হিটারকে