বিশ্বকাপে মাঠে ব্রাজিলিয়ান সমর্থকদের প্রবেশে নিষেধাজ্ঞা আসতে পারে ট্রাম্পের সিদ্ধান্তে

২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরু হতে বাকি আর মাত্র ১০ মাস। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিতব্য এই আসরকে ঘিরে বাড়ছে উত্তেজনা, তবে ব্রাজিলিয়ান সমর্থকদের জন্য এসেছে নেতিবাচক খবর।

ব্রাজিলের এক সংবাদমাধ্যম জানিয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্রাজিলিয়ান নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রে প্রবেশের ভিসা নিষিদ্ধ করার পরিকল্পনা করছেন। যদি সিদ্ধান্তটি কার্যকর হয়, তবে বিপুলসংখ্যক ব্রাজিলিয়ান সমর্থক মাঠে বসে বিশ্বকাপ উপভোগের সুযোগ হারাতে পারেন।

গত বৃহস্পতিবার সিএনএন ব্রাজিলের সাংবাদিক লৌরিভাল সান’আনার প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের মধ্যকার রাজনৈতিক উত্তেজনার কারণে ট্রাম্প এই পদক্ষেপ বিবেচনা করছেন। ইতোমধ্যে ওয়াশিংটন ভ্রমণকারী ব্রাজিলীয় সিনেটরদের ওপর কঠোর ভিসা সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে।

এমন সিদ্ধান্ত বাস্তবায়িত হলে ফুটবলপাগল দেশটির সমর্থকদের জন্য এটি হবে বড় ধাক্কা। এর আগে নিরাপত্তার কারণ দেখিয়ে ইরানি নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছিল ট্রাম্প প্রশাসন, যদিও খেলোয়াড় ও কোচদের ক্ষেত্রে তা প্রযোজ্য হয়নি।

বিষয়টি নিয়ে এখনও মুখ খোলেনি ব্রাজিল সরকার বা ফিফা। তবে গুঞ্জন সত্যি হলে বিশ্বকাপকে ঘিরে ব্রাজিলও বড় সংকটে পড়বে।

Comments

Popular posts from this blog

৩ ওভারে ২৪ রান দেওয়া মুস্তাফিজকে নিয়ে যা বললেন অধিনায়ক অক্ষর প্যাটেল

৯২ মিনিটে রেফারির বিতর্কিত সিদ্ধান্ত, পেনাল্টি ছিল নাকি জানালেন ফিফার স্বীকৃত রেফারি

টি২০ র‍্যাঙ্কিংয়ে ১০ নাম্বারে থাকা বাংলাদেশকে ১ নাম্বারে আনতে নতুন সভাপতি বুলবুল স্কোয়াডে আনছে ১ জন অবহেলিত হার্ড হিটারকে