বাংলাদেশ ক্রিকেটে নতুন তারকা: ১৫২ কিমি গতির পেস অলরাউন্ডার খুজে পেলো বিসিবি

বাংলাদেশ ক্রিকেটে নতুন করে আশার আলো দেখাচ্ছে পেস অলরাউন্ডারদের উত্থান। মোহাম্মদ সাইফউদ্দিন ও তানজিম সাকিবের পর এবার আলোচনায় এসেছেন তরুণ গতি-তরঙ্গ তোফায়েল আহমেদ, যিনি ঘণ্টায় ১৫২ কিমি বেগে বল করতে সক্ষম। তাকে ভবিষ্যতের অন্যতম বড় সম্পদ হিসেবেই দেখছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

তোফায়েল কেবল নতুন বলে গতি ও সুইং করাতেই নয়, ইনিংসের শেষ দিকে ইয়র্কার ও ভ্যারিয়েশন দিয়েও প্রতিপক্ষকে চাপে ফেলতে পারেন। ঘরোয়া ক্রিকেটে অল্প ম্যাচ খেলে ইতোমধ্যেই নিয়েছেন একাধিক উইকেট, পাশাপাশি ইকোনমি রেটও রেখেছেন নিয়ন্ত্রণে।

শুধু বল নয়, ব্যাট হাতেও দারুণ কার্যকর তোফায়েল। নিচের দিকে নেমে আক্রমণাত্মক স্ট্রাইকে খেলে দলকে জেতানোর মতো ইনিংস খেলতে সক্ষম তিনি। এতে বাংলাদেশের লেট-অর্ডারে যোগ হতে পারে বাড়তি শক্তি।

ক্রিকেট বিশেষজ্ঞদের বিশ্বাস, তোফায়েল দলে জায়গা পেলে সাইফউদ্দিন ও তানজিম সাকিবের সঙ্গে মিলে গড়ে তুলতে পারেন এক ভয়ংকর পেস-অলরাউন্ডার ত্রয়ী। আসন্ন এশিয়া কাপে এই ত্রয়ী প্রতিপক্ষ দলের জন্য হয়ে উঠতে পারে বড় চ্যালেঞ্জ।

 

Comments

Popular posts from this blog

৩ ওভারে ২৪ রান দেওয়া মুস্তাফিজকে নিয়ে যা বললেন অধিনায়ক অক্ষর প্যাটেল

৯২ মিনিটে রেফারির বিতর্কিত সিদ্ধান্ত, পেনাল্টি ছিল নাকি জানালেন ফিফার স্বীকৃত রেফারি

টি২০ র‍্যাঙ্কিংয়ে ১০ নাম্বারে থাকা বাংলাদেশকে ১ নাম্বারে আনতে নতুন সভাপতি বুলবুল স্কোয়াডে আনছে ১ জন অবহেলিত হার্ড হিটারকে