৬ বছর পর ওয়েস্ট ইন্ডিজের কাছে মাথা নত করলো পাকিস্তান
ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় ওয়ানডেতে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে দারুণ এক জয় তুলে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এই জয়ে তিন ম্যাচের সিরিজে ১-১ সমতা ফিরিয়ে আনলো স্বাগতিকরা। ২০১৯ সালের পর এটিই ক্যারিবীয়দের পাকিস্তানের বিপক্ষে প্রথম জয়। এর আগে টি-টোয়েন্টি সিরিজেও ৮ বছরের জয়খরা ভেঙেছিল তারা।
প্রথমে ব্যাট করতে নেমে পাকিস্তানের ব্যাটাররা শুরু থেকেই ছন্দহীন ছিলেন। ধীর গতিতে রান তোলা রিজওয়ান ৩৮ বলে করেন ১৬, নাওয়াজ ২৪ বলে ৫, আর সালমান আগা ১৮ বলে ৯ রান। আবদুল্লাহ শফিকের ব্যাট থেকে আসে ৪০ বলে ২৬ রান। ৩৭ ওভারে সীমিত হওয়া ইনিংসে পাকিস্তান সংগ্রহ করে ৭ উইকেটে ১৭১ রান। হাসান নাওয়াজ করেন সর্বোচ্চ ৩৬, হুসাইন তালাত ৩১ ও সাইম আয়ুব ২৩ রান। ওয়েস্ট ইন্ডিজের হয়ে জায়দেন সিলস নেন ৩টি উইকেট, আর একটি করে উইকেট পান জেদিয়া ব্লেডস, শামার জোসেফ, গুদাকেশ মতি ও রোস্টন চেজ।
বৃষ্টির কারণে ওয়েস্ট ইন্ডিজের লক্ষ্য দাঁড়ায় ৩৫ ওভারে ১৮১ রান। ইনিংসের শুরুটা ভালো হয়নি স্বাগতিকদের, ৫০ রানের আগেই হারায় তিন উইকেট। ক্যাসি কার্টি আবরার আহমেদের এক দুর্দান্ত গুগলিতে বোল্ড হয়ে করেন ৪২ বলে মাত্র ১৬ রান।
তবে মিডলঅর্ডারে ঘুরে দাঁড়ায় ক্যারিবীয়রা। শাই হোপ ৩২ রান করে আউট হলেও, শেরফার্ন রাদারফোর্ড ও রোস্টন চেজ ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। রাদারফোর্ড ৩৩ বলে ঝোড়ো ৪৫ রান করে আউট হলেও চেজ অপরাজিত ৪৯ রান ও জাস্টিন গ্রিভস অপরাজিত ২৬ রান করে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন।
পাকিস্তানের হয়ে হাসান আলী ও মোহাম্মদ নাওয়াজ নেন দুটি করে উইকেট, আর আবরার আহমেদ পান একটি উইকেট। এই জয়ে সিরিজ এখন ১-১ সমতায় গড়াল। আগামী ১২ আগস্ট একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে, যা এখন কার্যত অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে।
Comments
Post a Comment