এবারের নির্বাচনে অংশ নিতে পারবেন না যারা জানালেন : অর্থ উপদেষ্টা

 


আগামী জাতীয় নির্বাচনে ঋণখেলাপি প্রার্থীরা ভোটের দৌড়ে অংশগ্রহণ করতে পারবেন না, এই ঘোষণা দিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ। বুধবার (১৩ আগস্ট) সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে জাতীয় পেনশন কর্তৃপক্ষের আয়োজনে ‘ইপি পেনশন’ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এই তথ্য জানান।


ড. সালেহ উদ্দিন আহমেদ বলেন, নির্বাচন কমিশনের দায়িত্ব ঋণখেলাপি প্রার্থীদের শনাক্ত করা, তবে বাস্তবায়নে কিছু জটিলতা রয়েছে। তিনি উদাহরণ হিসেবে বলেন, “মহিউদ্দিন খান আলমগীর তো ঋণখেলাপি অবস্থায় পাঁচ বছর কাটিয়ে দিয়েছেন।” অর্থাৎ, আদালতের 'স্টে অর্ডার'-এর কারণে শনাক্তকরণ প্রক্রিয়া কিছুটা জটিল।


কালো টাকা প্রসঙ্গে তিনি জানান, "কালো টাকার ক্ষেত্রে দুটি বিষয় গুরুত্বপূর্ণ—উৎস এবং প্রসেস। উৎস মোটামুটি বন্ধ হয়েছে। আগের মতো ব্যাংকের মালিক, শিল্পপ্রতিষ্ঠানের মালিক, নিউজ পেপারের মালিক বা ফ্ল্যাটের মালিক এক হলেও এখন চেক অ্যান্ড ব্যালেন্স বজায় হচ্ছে।"


ড. সালেহ উদ্দিন আহমেদ আরও বলেন, "অর্থনৈতিক উন্নয়ন অনেকটাই নির্ভর করে রাজনৈতিক সংস্কৃতির ওপর। যদি রাজনীতিবিদরা উৎসাহ দেন টাকা-পয়সা দিয়ে ভোট বা নমিনেশন প্রভাবিত করার ক্ষেত্রে, তবে আমি অর্থ মন্ত্রণালয় থেকে তাতে সরাসরি হস্তক্ষেপ করতে পারব না।"

Comments

Popular posts from this blog

৩ ওভারে ২৪ রান দেওয়া মুস্তাফিজকে নিয়ে যা বললেন অধিনায়ক অক্ষর প্যাটেল

৯২ মিনিটে রেফারির বিতর্কিত সিদ্ধান্ত, পেনাল্টি ছিল নাকি জানালেন ফিফার স্বীকৃত রেফারি

টি২০ র‍্যাঙ্কিংয়ে ১০ নাম্বারে থাকা বাংলাদেশকে ১ নাম্বারে আনতে নতুন সভাপতি বুলবুল স্কোয়াডে আনছে ১ জন অবহেলিত হার্ড হিটারকে