সেমিফাইনালের পথে বাংলাদেশ ‘এ’ দলের ঝুঁকিপূর্ণ অবস্থা, আশা প্রায় শেষ
বাংলাদেশ ‘এ’ দলের সেমিফাইনালের আশা কার্যত শেষ হয়ে গেল। ডারউইনে টপ অ্যান্ড টি-টোয়েন্টিতে মেলবোর্ন স্টার্সের কাছে ৩ উইকেটের ব্যবধানে হেরেছে তারা। ৫ ম্যাচে এটি তাদের তৃতীয় পরাজয়। ফলে কাগজে কলমে টিকে থাকলেও সেমির স্বপ্ন এখন নির্ভর করছে অন্য দলের ফলাফলের ওপর।
টস হেরে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৫৬ রান তোলে বাংলাদেশ ‘এ’। দলের হয়ে সর্বোচ্চ ৪৫ রান করেন সাইফ হাসান। তবে তার ইনিংসটি ছিল ধীরগতির—৩৫ বলে ৪৫ রান। ওপেনার জিশান আলম ১৩ বলে ১৩ রান করে ব্যর্থ হন। নাঈম শেখও হতাশ করেন, ২১ বলে করতে পারেন মাত্র ১৯ রান। মিডল অর্ডারে আফিফ হোসেন ফেরেন শূন্য রানে।
অধিনায়ক নুরুল হাসান সোহান ভালো শুরু করেও রান তোলার গতি বাড়াতে পারেননি। তার ব্যাট থেকে আসে ২৭ বলে ৩৩ রান। ব্যাটিং অর্ডারে প্রমোশন পাওয়া রাকিবুল হাসান করেন মাত্র ৪ রান। তবে ইয়াসির আলি শেষ দিকে কিছুটা লড়াই দেন। ১৭ বলে ২ চার ও ২ ছক্কায় করেন ২৯ রান।
জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশি বোলাররা দারুণ শুরু করেছিলেন। একশর আগেই তুলে নেয় মেলবোর্নের ৫ উইকেট। কিন্তু ষষ্ঠ উইকেট জুটিতে ম্যাচের মোড় ঘুরে যায়। জোনাথন মারলো ৩৮ বলে ৬১ রানের ইনিংস খেলে দলকে জয়ের পথে নিয়ে যান। তাকে সঙ্গ দেন ক্রিশ্চিয়ান হোয়ে, যিনি অপরাজিত থাকেন ১৫ রানে। এই জুটির ৬৫ রানের পার্টনারশিপেই ম্যাচ হাতছাড়া হয় বাংলাদেশের।
শেষ পর্যন্ত ১৯.২ ওভারে ৭ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় মেলবোর্ন স্টার্স। বাংলাদেশ ‘এ’ দল ম্যাচ হারায় ৩ উইকেটে, আর সেমিফাইনালের আশা কার্যত শেষ হয়ে যায় তাদের।
Comments
Post a Comment