ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে সাকিবের ঝড়, দেখালেন ঝলক


বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান এবার সিপিএল (ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ) খেলতে অ্যান্টিগা এন্ড বারবুডা ফ্যালকনসে যোগ দিয়েছেন। দলে অন্তর্ভুক্ত হয়ে সাকিব উচ্ছ্বসিত, এবং তিনি আশা করছেন ভালো একটি টুর্নামেন্ট উপহার দিতে পারবেন।

আন্তর্জাতিক ক্রিকেট থেকে দীর্ঘদিন দূরে থাকা সাকিব আপাতত বাংলাদেশের জার্সি না নিয়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নিজের ছন্দ ধরে রাখছেন। অ্যান্টিগায় যোগ দেওয়ার পর ফ্যালকন্স একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে সাকিব বলেছেন, “এখানে ফিরতে পেরে অনেক ভালো লাগছে। দারুণ এক্সাইটেড এবং সিপিএলে খেলতে মুখিয়ে আছি। আগেও বিভিন্ন দলে খেলেছি, আশা করি এই বছরও আমার হবে।”

সাকিব আরও জানিয়েছেন, “আমাদের দলে ভালো ব্যাটসম্যান ও বোলার রয়েছেন। মাঠের বাইরে এবং ভিতরে সবাই দারুণ। (পল) নিক্সন ও কার্টলি অ্যামব্রোসের সঙ্গে ড্রেসিংরুম শেয়ার করার সুযোগ হবে। তরুণ খেলোয়াড়রাও আছে। যদি ভালোভাবে মিশতে পারি, তাহলে আমাদের দল একটি শক্তিশালী টুর্নামেন্ট কাটাতে পারবে।”

বোলার না ব্যাটার হিসেবে কোন বিভাগে বেশি অবদান রাখতে চান এমন প্রশ্নে সাকিব বলেন, “আমি চাই দুই বিভাগেই অবদান রাখতে পারি। ক্যারিবিয়ানে অনেক গ্রেট প্লেয়ার আছে। স্যার ভিভিয়ান রিচার্ডস এমনই একজন। এমন স্টেডিয়ামে খেলতে পারা দারুণ হবে। আশা করি উনার সঙ্গে দেখা হবে এবং অভিজ্ঞতা বিনিময় হবে।”

বাংলাদেশ সময় আগামী ১৫ আগস্ট ভোর ৫টায় সিপিএলের উদ্বোধনী ম্যাচে অ্যান্টিগা ফ্যালকন্সের বিরুদ্ধে মাঠে নামবে সেন্ট কিটস এন্ড নেভিস প্যাট্রিয়টস।

Comments

Popular posts from this blog

৩ ওভারে ২৪ রান দেওয়া মুস্তাফিজকে নিয়ে যা বললেন অধিনায়ক অক্ষর প্যাটেল

৯২ মিনিটে রেফারির বিতর্কিত সিদ্ধান্ত, পেনাল্টি ছিল নাকি জানালেন ফিফার স্বীকৃত রেফারি

টি২০ র‍্যাঙ্কিংয়ে ১০ নাম্বারে থাকা বাংলাদেশকে ১ নাম্বারে আনতে নতুন সভাপতি বুলবুল স্কোয়াডে আনছে ১ জন অবহেলিত হার্ড হিটারকে