বয়কটের ঘটনায় ক্ষুব্ধ পিসিবি, বেসরকারি লিগে দেশের নাম ব্যবহারে নিষেধাজ্ঞা


পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ঘোষণা দিয়েছে, এবার থেকে কোনো বেসরকারি ক্রিকেট লিগে দেশের নাম ‘পাকিস্তান’ ব্যবহার করা যাবে না। সম্প্রতি ইংল্যান্ডে অনুষ্ঠিত ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডস (ডব্লিউসিএল) টুর্নামেন্টে ভারতীয় খেলোয়াড়রা ‘পাকিস্তান চ্যাম্পিয়ন্স’ দলের বিপক্ষে খেলতে অস্বীকৃতি জানানোকে কেন্দ্র করে এই কঠোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।

টেলিকম এশিয়া স্পোর্টসের প্রতিবেদন অনুযায়ী, চলতি ডব্লিউসিএল আসরকে ভারত-পাকিস্তান ক্রিকেট দ্বৈরথ হিসেবে উপস্থাপন করাকে পিসিবি মেনে নিতে পারেনি। এই বিষয়টি নিয়ে বোর্ডের পরিচালনা পর্ষদের বৈঠকে বিস্তারিত আলোচনা শেষে দেশের নাম ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করার সিদ্ধান্ত গৃহীত হয়।

এক ঘনিষ্ঠ সূত্র জানায়, “পরিচালনা পর্ষদের বৈঠকে মতবিনিময়ের পর এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। দ্বিতীয় আসরে ভারতীয় খেলোয়াড়রা দুইবার পাকিস্তানের বিপক্ষে খেলতে না চাওয়া দেশের ক্রীড়া মর্যাদার জন্য ক্ষতিকর বলে মনে করছেন উচ্চপদস্থ কর্মকর্তারা।”

পিসিবি আরও জানিয়েছে, ভবিষ্যতে কোনো বেসরকারি সংস্থাকে ‘পাকিস্তান’ নাম ব্যবহার করার অনুমতি দেওয়া হবে না। তবে বর্তমানে চলমান আসরের ফাইনালে সাউথ আফ্রিকার বিপক্ষে পাকিস্তান লেজেন্ডস দলের অংশগ্রহণের অনুমতি দেয়া হয়েছে।

এর আগে জিম্বাবুয়ে, কেনিয়া ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন নিম্নপদস্থ লিগেও ‘পাকিস্তান’ নাম ব্যবহার করার ঘটনা ঘটেছে, যা পিসিবি গুরুত্ব সহকারে দেখছে।

পিসিবির এক কর্মকর্তা বলেন, “সব বেসরকারি সংস্থাকে জানিয়ে দেওয়া হয়েছে, যদি তারা ‘পাকিস্তান’ নাম ব্যবহার করে তবে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। ক্রিকেট সম্পর্কিত ইভেন্টে দেশের নাম ব্যবহারের একমাত্র অধিকার পিসিবির—এটি নির্ভর করবে সংশ্লিষ্ট লিগ এবং আয়োজক প্রতিষ্ঠানের অনুমোদনের ওপর।”

এছাড়া পাকিস্তান সরকার এবং ইন্টার-প্রোভিনশিয়াল কো-অর্ডিনেশন (আইপিসি) কমিটি, যারা দেশের ক্রীড়া তদারকি করে, পিসিবিকে একটি উপদেশনামা প্রদান করেছে যাতে ভবিষ্যতে বেসরকারি লিগগুলোতে ‘পাকিস্তান’ নাম ব্যবহারের ব্যাপারে কঠোর নজরদারি রাখা হবে।

Comments

Popular posts from this blog

৩ ওভারে ২৪ রান দেওয়া মুস্তাফিজকে নিয়ে যা বললেন অধিনায়ক অক্ষর প্যাটেল

৯২ মিনিটে রেফারির বিতর্কিত সিদ্ধান্ত, পেনাল্টি ছিল নাকি জানালেন ফিফার স্বীকৃত রেফারি

টি২০ র‍্যাঙ্কিংয়ে ১০ নাম্বারে থাকা বাংলাদেশকে ১ নাম্বারে আনতে নতুন সভাপতি বুলবুল স্কোয়াডে আনছে ১ জন অবহেলিত হার্ড হিটারকে