কেন দলে জায়গা মিলছে না অবশেষে মুখ খুললেন সাব্বির রহমান, ঘনিয়ে উঠছে বিতর্ক
বাংলাদেশ ক্রিকেটের আলোচিত মুখ সাব্বির রহমান দীর্ঘদিন ধরেই জাতীয় দলের বাইরে। তাকে নিয়ে নানা গুঞ্জন ও প্রশ্ন ঘুরে বেড়াচ্ছিল ভক্তদের মাঝে—ফর্মে না থাকা অনেক ক্রিকেটার বারবার সুযোগ পেলেও সাব্বির কেন উপেক্ষিত?
অবশেষে এই প্রশ্নের উত্তর নিজেই দিলেন সাব্বির রহমান। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ‘চুপ’ ইমোজি পোস্ট করে রহস্যের ইঙ্গিত দেন তিনি। পরে এক অনানুষ্ঠানিক সাক্ষাৎকারে আরও সরাসরি বলেন,
“দলে সুযোগ পাওয়ার জন্য পারফরম্যান্সই সব নয়, অন্য কিছু জিনিসও গুরুত্বপূর্ণ হয়ে গেছে।”
এই বক্তব্যে তিনি কারো নাম উল্লেখ না করলেও ক্রিকেট অঙ্গনে জোর গুঞ্জন—সাব্বিরের এই ‘অন্য কিছু’-র ইঙ্গিত হতে পারে বিসিবির প্রভাবশালী এক কর্মকর্তার দিকে, যার সঙ্গে অতীতে তার সম্পর্ক ছিল উত্তপ্ত। অনেকের ধারণা, সেই পুরনো দ্বন্দ্বই তার ক্যারিয়ারে প্রতিবন্ধকতা তৈরি করেছে।
আরেক সাক্ষাৎকারে সাব্বির বলেন,
“আমি জানি না সবাই কী ভাবছে। তবে একটা বিষয় নিশ্চিত—‘অফ দ্য ফিল্ড’ কিছু ব্যাপার আমার ক্যারিয়ারে বড় প্রভাব ফেলেছে।”
তিনি আরও জানান, পারফরম্যান্সে ঘাটতি থাকা স্বত্বেও যেভাবে অন্যরা সুযোগ পেয়েছেন, তেমনটা তার ক্ষেত্রে হয়নি।
“আমি বিশ্বাস করি, মাঠের পারফরম্যান্সই শেষ কথা। যারা সুযোগ পাচ্ছেন, তাদের প্রতি সম্মান রেখেই বলছি—আমি যদি আরেকবার সুযোগ পাই, প্রমাণ করব আমি এখনো শেষ হয়ে যাইনি,”— বলেন সাব্বির।
সাব্বিরের এমন খোলামেলা মন্তব্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে তুমুল আলোচনা। ভক্তরা প্রশ্ন তুলছেন—"জাতীয় দলে সুযোগ কি শুধুই পারফরম্যান্সের ওপর নির্ভর করে, নাকি প্রভাবশালীদের সঙ্গে সম্পর্কও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে?"
এখনও পর্যন্ত বিসিবির পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য আসেনি। তবে সাব্বিরের এই বক্তব্য নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে এনে দিয়েছে জাতীয় দলের নির্বাচনী নীতিকে।
সময়ই বলে দেবে—এই অধ্যায় থেকে কোনো বিস্ফোরক তথ্য বেরিয়ে আসবে কি না, নাকি এটি থেকে যাবে আরেকটি চাপা পড়ে যাওয়া বিতর্ক হিসেবেই।
Comments
Post a Comment