টি-টোয়েন্টিতে এবার বিশ্ব রেকর্ড গড়লেন আফগান লেগ স্পিনার

 


 টি-টোয়েন্টিতে ৬৫০ উইকেটের মাইলফলক! ইতিহাস গড়লেন রশিদ খান

আফগানিস্তানের লেগ স্পিনার রশিদ খান আবারও প্রমাণ করলেন কেন তিনি টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে সেরাদের একজন। মঙ্গলবার লন্ডনের ঐতিহাসিক লর্ডস মাঠে ‘দ্য হান্ড্রেড ২০২৫’ আসরের প্রথম ম্যাচেই গড়লেন নতুন এক বিশ্ব রেকর্ড। ওভাল ইনভিনসিবলসের হয়ে মাঠে নেমেই রশিদ হয়ে গেলেন বিশ্বের প্রথম ক্রিকেটার, যিনি টি-টোয়েন্টি ক্রিকেটে ছুঁলেন ৬৫০ উইকেটের মাইলফলক।

মাত্র ২০ বল করে মাত্র ১১ রান খরচায় রশিদ নেন ৩টি গুরুত্বপূর্ণ উইকেট। তার শিকার হন ওয়েন ম্যাডসেন, রায়ান হিগিন্স এবং লিয়াম ডসন। এর মাধ্যমে টি-টোয়েন্টিতে তার মোট উইকেট দাঁড়ায় ৬৫১, যা তাকে বিশ্বের সর্বোচ্চ উইকেটশিকারি হিসেবে আরও এগিয়ে দেয়। তার নিচেই আছেন ডোয়েইন ব্রাভো (৬৩১), সুনীল নারাইন (৫৮৯), ইমরান তাহির (৫৪৭) ও সাকিব আল হাসান (৪৯৮)।

ম্যাচ শেষে রশিদ বলেন,
“জয়ে টুর্নামেন্ট শুরু করতে পেরে দারুণ লাগছে। দলের হয়ে অবদান রাখতে পারা সবসময়ই আনন্দের।”

আইপিএলের পর বিশ্রামে থাকায় যুক্তরাষ্ট্রের মেজর লীগ ক্রিকেটে খেলেননি তিনি। মাঝে খেলেছেন দেশের ঘরোয়া শপাগিজা লিগে। তবুও ইংল্যান্ডের কন্ডিশনে নিজেকে মানিয়ে নিতে সময় লেগেছে বলে জানান রশিদ।

“শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত হতে কিছুটা সময় লেগেছে। যদিও গত কয়েক মাস বল করিনি, গত দশকে খেলা অভিজ্ঞতাই এখন কাজে দিচ্ছে।”
তিনি আরও যোগ করেন,
“পিচে টার্ন ছিল, আমি সঠিক জায়গায় বল রাখতে চেয়েছি। বৈচিত্র্য আনতে চেয়েছি, আর সেটা কাজে লেগেছে। এমন দ্রুত গতির টুর্নামেন্টে অভিজ্ঞতা অনেক কাজে দেয়।”

রশিদের দুর্দান্ত বোলিংয়ের সঙ্গে স্যাম কারানও দেখান ঝলক। তিনি ১৮ রানে শিকার করেন ৩ উইকেট। লন্ডন স্পিরিট গুঁড়িয়ে যায় মাত্র ৮০ রানে। পরে সহজেই সেই লক্ষ্য পেরিয়ে ওভাল ইনভিনসিবলস টুর্নামেন্টের শুরুতেই তুলে নেয় একটি দাপুটে জয়, আর শিরোপা ধরে রাখার মিশনে রাখে শক্তিশালী বার্তা।

Comments

Popular posts from this blog

৩ ওভারে ২৪ রান দেওয়া মুস্তাফিজকে নিয়ে যা বললেন অধিনায়ক অক্ষর প্যাটেল

৯২ মিনিটে রেফারির বিতর্কিত সিদ্ধান্ত, পেনাল্টি ছিল নাকি জানালেন ফিফার স্বীকৃত রেফারি

টি২০ র‍্যাঙ্কিংয়ে ১০ নাম্বারে থাকা বাংলাদেশকে ১ নাম্বারে আনতে নতুন সভাপতি বুলবুল স্কোয়াডে আনছে ১ জন অবহেলিত হার্ড হিটারকে