সোহান-সাইফকে দলে নেওয়ার কারন জানালেন লিপু নিজেই

 



দীর্ঘ সময় পর জাতীয় দলের টি-টোয়েন্টি স্কোয়াডে ফিরেছেন দুই ক্রিকেটার নুরুল হাসান সোহান এবং সাইফ হাসান। ঘরের মাঠে আসন্ন নেদারল্যান্ডস সিরিজ এবং সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিতব্য এশিয়া কাপের জন্য ঘোষিত ১৬ সদস্যের দলে জায়গা পেয়েছেন তারা।


বর্তমানে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে অস্ট্রেলিয়ার টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে খেলছেন এই দুই ক্রিকেটার। দেশে ফিরে তাদের যোগ দিতে হবে জাতীয় দলের অনুশীলনে। তাদের অন্তর্ভুক্তি নিয়ে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু সংবাদ সম্মেলনে বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন।


লিপু সোহানকে দলে ফেরানোর প্রসঙ্গে বলেন, "প্রতিটা নির্বাচনের ক্ষেত্রেই আমাদের কিছু সুনির্দিষ্ট প্রক্রিয়া ও গভীর চিন্তা থাকে। শ্রীলঙ্কা সফরের সময় আমরা ভেবেছিলাম সোহানের একাদশে খেলার সম্ভাবনা কম। কিন্তু এখন আমরা তাকে দেখছি জাকের আলীর ব্যাকআপ হিসেবে। তার ব্যাটিংয়ের ধরন বিশেষ করে ৫-৬ নম্বর পজিশনের জন্য একটি ভালো পছন্দ।"


অন্যদিকে সাইফ হাসানের অন্তর্ভুক্তিকে 'গভীর চিন্তার ফসল' উল্লেখ করে লিপু বলেন, "সাইফকে দলে নেওয়ায় অনেক আলোচনা হয়েছে। উপরের দিকে এমন একজন ভালো বোলার দরকার ছিল, যিনি এক-দু ওভার বোলিং করতে পারেন। সাইফ সেই চাহিদা মেটাতে সক্ষম। একই সঙ্গে তিনি ৩-৪ নম্বরে এবং প্রয়োজনে ওপেনিংয়েও ব্যাটিংয়ের সামর্থ্য রাখেন।"


তিনি আরও বলেন, "ওপেনিংয়ে আমরা এখন বেশ স্থিতিশীল অবস্থানে আছি। তবে চার নম্বরে তাওহিদ হৃদয়ের কোনো সমস্যা হলে সেখানে সাইফ হাসান কাভার করতে পারবেন। এছাড়াও লিটন দাস প্রয়োজন হলে ওপেনিংয়ে খেলতে পারেন।"


সাইফ হাসানকে জাতীয় দলে সুযোগ দেওয়ায় তার অস্ট্রেলিয়া সফরের সময়সূচিতে পরিবর্তন এসেছে। বাংলাদেশ ‘এ’ দলের হয়ে তার একটি চার দিনের ম্যাচ খেলার কথা ছিল, কিন্তু এখন তিনি সেই ম্যাচটি না খেলেই আগামী ২৬ আগস্ট দেশে ফিরবেন। প্রধান নির্বাচক জানান, জাতীয় দলের চাহিদা থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


আগামী ৩০ আগস্ট নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ মাঠে গড়াবে।

Comments

Popular posts from this blog

৩ ওভারে ২৪ রান দেওয়া মুস্তাফিজকে নিয়ে যা বললেন অধিনায়ক অক্ষর প্যাটেল

৯২ মিনিটে রেফারির বিতর্কিত সিদ্ধান্ত, পেনাল্টি ছিল নাকি জানালেন ফিফার স্বীকৃত রেফারি

টি২০ র‍্যাঙ্কিংয়ে ১০ নাম্বারে থাকা বাংলাদেশকে ১ নাম্বারে আনতে নতুন সভাপতি বুলবুল স্কোয়াডে আনছে ১ জন অবহেলিত হার্ড হিটারকে