এক হাতে ব্যাট করতে প্রস্তুত ক্রিস ওকস, জয়ের লড়াইয়ে ইংল্যান্ডের সম্ভাব্য তুরুপের তাস


 ওভাল টেস্টের শেষ দিনে জয়ের জন্য ইংল্যান্ডের দরকার মাত্র ৩৫ রান, হাতে আছে চারটি উইকেট। তবে ম্যাচে নতুন আলোচনার কেন্দ্রবিন্দু ক্রিস ওকস। বাঁ কাঁধে চোট পেয়ে প্রথম ইনিংসে ব্যাট করতে পারেননি তিনি, এমনকি পুরো ম্যাচ থেকে ছিটকে গেছেন বলেই মনে হচ্ছিল। কিন্তু দলের প্রয়োজনে শেষ দিনে ১১ নম্বরে নেমে এক হাতে ব্যাট করতে প্রস্তুত আছেন এই অলরাউন্ডার—জানালেন জো রুট।

প্রথম দিনে ফিল্ডিংয়ের সময় চোট পান ওকস। এরপর থেকে মাঠের বাইরে ছিলেন, এমনকি রবিবার তাকে ড্রেসিংরুমে স্লিংয়ে দেখা গেছে। তবুও ইনডোরে ব্যাটিং অনুশীলন করেছেন তিনি। রুট বলেন, “সে পুরোপুরি নিবেদিত, আমাদের সবার মতোই। এই সিরিজে অনেকেই নিজেদের শরীর বাজি রেখেছে। ওকসও প্রস্তুত। আশা করি এমন পরিস্থিতি আসবে না, তবে হলে সে তৈরি।”

ওকস এক হাতে ব্যাট করবেন নাকি আঘাতপ্রাপ্ত হাত ব্যবহার করবেন—এ প্রশ্নে রুট জানান, “আমি এখনও দেখিনি সে কীভাবে অনুশীলন করছে। কাল সকালে বোঝা যাবে।”

ইংল্যান্ড এখনো ওকসের চোটের চূড়ান্ত মূল্যায়ন জানায়নি। ম্যাচ শেষে তার স্ক্যান করানো হবে। ধারণা করা হচ্ছে, তিনি লম্বা সময়ের জন্য মাঠের বাইরে চলে যেতে পারেন। এমনকি ২১ নভেম্বর পার্থে শুরু হতে যাওয়া অ্যাশেজের প্রথম টেস্টেও তার খেলা অনিশ্চিত।

রুট বলেন, “সে যে যন্ত্রণার মধ্যে আছে তা স্পষ্ট বোঝা যায়। কিন্তু দলের জন্য শরীর বাজি রাখার মানসিকতা অসাধারণ। পান্ট যেমন ভাঙা পা নিয়েও ব্যাট করেছে, তেমনই এই সিরিজে অনেকেই সাহস দেখিয়েছে। আশা করি ওকসকে ব্যাট করতে হবে না, তবে দরকার হলে সে দলের জয়ের জন্য লড়বে।”

Comments

Popular posts from this blog

৩ ওভারে ২৪ রান দেওয়া মুস্তাফিজকে নিয়ে যা বললেন অধিনায়ক অক্ষর প্যাটেল

৯২ মিনিটে রেফারির বিতর্কিত সিদ্ধান্ত, পেনাল্টি ছিল নাকি জানালেন ফিফার স্বীকৃত রেফারি

টি২০ র‍্যাঙ্কিংয়ে ১০ নাম্বারে থাকা বাংলাদেশকে ১ নাম্বারে আনতে নতুন সভাপতি বুলবুল স্কোয়াডে আনছে ১ জন অবহেলিত হার্ড হিটারকে