অবশেষে বিসিবির নির্বাচনে অংশ নিচ্ছেন বুলবুল, সম্ভাব্য নির্বাচন অক্টোবরের প্রথম সপ্তাহে
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেছেন, তিনি “কুইক টি-টোয়েন্টি ইনিংস” খেলতে এসেছেন। পুনরায় দায়িত্ব নেওয়ার বিষয়ে সরাসরি কোনো ঘোষণা না দিলেও তিনি জানিয়েছেন, জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) চাইলে তিনি দায়িত্ব চালিয়ে যাবেন। বর্তমান বোর্ডের মেয়াদ আগামী অক্টোবরের প্রথম সপ্তাহে শেষ হবে এবং ২৮ আগস্টের মধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার কথা রয়েছে।
এনএসসি মনোনীত পরিচালক হিসেবে বুলবুলের নাম নিশ্চিত। এছাড়া আরেক পরিচালক নাজমুল আবেদিন ফাহিম পুরনো কোটায় ফিরে আসতে পারেন। ইতোমধ্যে নির্বাচনে অংশ নেবেন না বলে ঘোষণা দিয়েছেন পরিচালক মাহবুব আনাম, তবে সিদ্ধান্ত বদল হওয়ার সম্ভাবনাও রয়েছে।
নির্বাচনে নতুন প্রার্থী হিসেবে দেখা দিতে পারেন রংপুর রাইডার্সের শাহনিয়ান তামিম ও ইশতিয়াক সাদেক। তারা ক্লাব ক্যাটাগরিতে প্রার্থী হবেন। পাশাপাশি ক্লাব ক্যাটাগরিতে অংশ নেবেন রফিকুল ইসলাম বাবু, বোরহানুল ইসলাম পাপ্পু, জিয়াউর রহমান তপু ও মাসুদুজ্জামান।
বর্তমান পরিচালক ফাহিম সিনহা, ইফতেখার রহমান মিঠু ও সালাউদ্দিন চৌধুরী ইতোমধ্যেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন। সাবেক অধিনায়ক তামিম ইকবালও অংশ নেবেন কিনা তা এখনো নির্ধারিত হয়নি। সাবেক সভাপতি ফারুক আহমেদও নির্বাচনে প্রার্থী হওয়ার প্রস্তুতি নিচ্ছেন।
বিভাগীয় পর্যায়ে নির্বাচনে অংশ নিতে পারেন চট্টগ্রাম থেকে আকরাম খান, মনজুর আলম ও সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর। বরিশাল থেকে প্রার্থী হতে পারেন সাখাওয়াত হোসেন এবং খুলনা ও রাজশাহী বিভাগ থেকে যথাক্রমে কাজী এনাম আহমেদ ও সাইফুল ইসলাম চৌধুরী স্বপন।
সূত্রের খবর অনুযায়ী, আসন্ন বিসিবি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা সীমিত, বেশিরভাগ ক্যাটাগরিতে একাধিক প্রার্থীর সম্ভাবনা কম।
Comments
Post a Comment