বিসিবি সভাপতিত্বে আমিনুল ইসলামের নতুন উদ্যোগ: ক্রিকেটারদের সঙ্গে কর্মশালায় উঠে আসলো নানা প্রসঙ্গ


 বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হিসেবে মাত্র কয়েক মাসের মধ্যে বেশ কিছু উদ্যোগ হাতে নিয়েছেন সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম। নিয়মিত ক্রিকেট সংশ্লিষ্টদের সঙ্গে আলাপ-আলোচনার অংশ হিসেবে তিনি গতকাল জাতীয় দলের সদস্যদের সঙ্গে একটি কর্মশালায় বসেন। রাজধানীর একটি পাঁচতারা হোটেলে অনুষ্ঠিত এই আলোচনায় ক্রিকেটার ও বোর্ডের কর্মকর্তারা বিভিন্ন বিষয় তুলে ধরেন।

ক্রিকেটাররা তাঁদের চাওয়া-পাওয়ার বিষয়গুলো জানিয়েছে, এবং সংশ্লিষ্ট বিভাগের প্রধানরা সেই বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন। দেশে ফেরার পর সোমবার থেকেই দেশের ক্রিকেটারদের সঙ্গে সাক্ষাতের মাধ্যমে আমিনুল আটটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, যার মধ্যে ছিল উইকেটের মান, অনুশীলনের সুযোগ-সুবিধা ও অন্যান্য বিষয়। প্রতিটি প্রশ্নে ক্রিকেটারদের ১ থেকে ৫ পর্যন্ত স্কেলে মূল্যায়ন করতে হয়।

সর্বশেষ এই তথ্যের ভিত্তিতে একটি পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন তৈরি করে আমিনুল ক্রিকেটের উন্নয়নে বাধা ও সমাধান তুলে ধরেন। তিনি সাংবাদিকদের বলেন, “খেলোয়াড়রা মাঠে খেলে, কিন্তু আমরা তাদের কতটুকু সহায়তা দিচ্ছি? কোথায় ফাঁকফোকর আছে এবং কিভাবে তা পূরণ করা হবে—এসব নিয়ে আলোচনা হয়েছে যাতে খেলোয়াড়রা নিশ্চিন্তে মাঠে খেলে।”

এতে শুধু আমিনুলই কথা বলেননি; ক্রিকেটার ও কোচরাও নিজেদের সুবিধা ও অসুবিধা তুলে ধরেন। বিশেষ করে মিরপুরের উইকেট, ইনডোর আউটারের আলো এবং ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) ভেন্যু সংক্রান্ত সমস্যা নিয়ে খেলোয়াড়রা অসন্তোষ প্রকাশ করেন। তাসকিন আহমেদ ও নাজমুল হোসেনের মতো ক্রিকেটাররা যানজট ও ক্লান্তি সংক্রান্ত সমস্যার কথাও উল্লেখ করেছেন।

ক্রিকেটারদের দাবি ছিল বিসিবির চিকিৎসা বিভাগের সক্ষমতা বৃদ্ধি করা। চোট কাটিয়ে উঠতে ও পুনর্বাসন প্রক্রিয়া দ্রুত করার জন্য তারা আরও সহায়তা চেয়েছেন। বিসিবির সংশ্লিষ্ট বিভাগের চেয়ারম্যান এই বিষয়গুলো সমাধানের আশ্বাস দিয়েছেন।

একই দিন একাধিক ক্রিকেটার, যেমন লিটন দাস ও মুস্তাফিজুর রহমান, ঢাকায় আসা আইসিসির দুর্নীতিবিরোধী সাবেক প্রধান অ্যালেক্স মার্শালের সঙ্গে বসেন। সেখানে তারা ক্রিকেটকে দুর্নীতিমুক্ত রাখতে সাহায্যের প্রতিশ্রুতি দেন। অ্যালেক্স মার্শাল বলেন, “ফ্র্যাঞ্চাইজি লিগে দুর্বলতা থাকলে দুর্নীতিবাজরা সুযোগ নেবে। তাই বিপিএলের নিরাপত্তা ও পেশাদারিত্ব নিশ্চিত করতে হবে।”

এদিকে, বাংলাদেশ প্রিমিয়ার লিগের সর্বশেষ মৌসুমের স্পট ফিক্সিং তদন্তের বিষয়ে আমিনুল ইসলাম বলেন, “আমাদের কাছে এখন পর্যন্ত প্রতিবেদন আসেনি। প্রতিবেদন আসার পর আমরা সিদ্ধান্ত নেব। আমি নিশ্চিত, অ্যালেক্স মার্শালের সঙ্গে কাজ করে খেলাটিকে রক্ষা করতে পারব।”

Comments

Popular posts from this blog

৩ ওভারে ২৪ রান দেওয়া মুস্তাফিজকে নিয়ে যা বললেন অধিনায়ক অক্ষর প্যাটেল

৯২ মিনিটে রেফারির বিতর্কিত সিদ্ধান্ত, পেনাল্টি ছিল নাকি জানালেন ফিফার স্বীকৃত রেফারি

টি২০ র‍্যাঙ্কিংয়ে ১০ নাম্বারে থাকা বাংলাদেশকে ১ নাম্বারে আনতে নতুন সভাপতি বুলবুল স্কোয়াডে আনছে ১ জন অবহেলিত হার্ড হিটারকে