হামজার দুর্দান্ত গোলেও বাচাতে পারলনা লেস্টারকে
কারাবাও কাপের প্রথম রাউন্ড থেকেই বিদায় নিতে হয়েছে প্রাক্তন প্রিমিয়ার লিগের দল লেস্টার সিটিকে। হাডার্সফিল্ড টাউনের কাছে টাইব্রেকারে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে দলটি। তবে এই হতাশাজনক পরাজয়ের ম্যাচেও নজর কেড়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার হামজা চৌধুরী, যিনি লেস্টারের হয়ে একটি অসাধারণ গোল করেছেন।
জন স্মিথ স্টেডিয়ামে ম্যাচের প্রথমার্ধ ছিল গোলশূন্য। বিরতির পর ৫৪ মিনিটে লেস্টারকে এগিয়ে দেন অধিনায়ক হামজা। ডি-বক্সের ভেতর বল পেয়ে ঠান্ডা মাথায় নিয়ন্ত্রণে এনে দুর্দান্ত এক শটে তিনি জাল খুঁজে নেন। ক্লাবটির হয়ে সিনিয়র ক্যারিয়ারে এটি ছিল তার দ্বিতীয় গোল। হামজার এই গোলে গ্যালারিতে থাকা সমর্থকরাও উচ্ছ্বাসে ফেটে পড়েন।
তবে লেস্টারের অগ্রগামিতা বেশি সময় স্থায়ী হয়নি। মাত্র ১১ মিনিট পরেই পেনাল্টি থেকে গোল করে সমতা ফেরায় হাডার্সফিল্ড। লেস্টারের গোলরক্ষক প্রথম শটটি সেভ করলেও ফিরতি শটে হেডে গোল দেন প্রতিপক্ষের এক খেলোয়াড়। এরপর হ্যারি উইনকসের গোলে আবারও এগিয়ে যায় লেস্টার, কিন্তু ৮ মিনিটের মাথায় ক্যামেরন এশিয়ার শটে ফের সমতায় ফেরে স্বাগতিকরা।
৯০ মিনিটের খেলা ২-২ গোলে শেষ হলে ম্যাচ গড়ায় পেনাল্টি শুটআউটে। সেখানে দুর্ভাগ্য লেস্টারের পিছু ছাড়েনি। তিনটি শটই ব্যর্থ হয়, যার মধ্যে দুটি ঠেকিয়ে দেন হাডার্সফিল্ডের গোলরক্ষক লি নিকলস, আর একটি লাগে পোস্টে। সুযোগ কাজে লাগিয়ে জয় তুলে নেয় হাডার্সফিল্ড এবং দ্বিতীয় রাউন্ডে প্রিমিয়ার লিগের সান্ডারল্যান্ডের মুখোমুখি হওয়ার সুযোগ পায়।
দল হেরে গেলেও হামজার ব্যক্তিগত পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো। ম্যাচের ৮৩ মিনিট পর্যন্ত মাঠে থেকে তিনি ৯৩% অ্যাকুরেট পাসের পাশাপাশি ট্যাকল, বল রিকভারি এবং শট ব্লকে দারুণ নৈপুণ্য দেখান। এমনকি মোট ৮৯ বার বল টাচ করে ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোতে তার প্রভাব বজায় রাখেন। তার এই উজ্জ্বল পারফরম্যান্সের পরেও লেস্টারকে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হলো, যা দলের সমর্থকদের জন্য ছিল এক হতাশাজনক অভিজ্ঞতা।
Comments
Post a Comment