বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যত নষ্ট হচ্ছে অবকাঠামোর অভাবে : সুজনের ক্ষোভ
বাংলাদেশ এখনো বিশ্বকাপ কিংবা এশিয়া কাপ জেতার অবস্থানে পৌঁছায়নি বলে মন্তব্য করেছেন বিসিবির সাবেক পরিচালক ও জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন। তার মতে, আন্তর্জাতিক মানের অবকাঠামো গড়ে তুলতে না পারাই দেশের ক্রিকেটের বড় ব্যর্থতা।
সুজন বলেন, “এতদিনেও আমাদের আন্তর্জাতিক মানের স্টেডিয়াম, ইনডোর সুবিধা কিংবা সেন্টার অব এক্সেলেন্স গড়ে ওঠেনি। বায়োমেকানিক্স ল্যাবও হয়নি। এগুলো ছাড়া আধুনিক ক্রিকেটে প্রতিযোগিতা করা সম্ভব না।”
তিনি আরও জানান, শুধু জাতীয় দল নয়, বয়সভিত্তিক পর্যায়েই সবচেয়ে বেশি দরকার উচ্চমানের কোচ। এখান থেকেই ভবিষ্যতের ক্রিকেটার তৈরি হয়। “আমি হলে বিসিবির ফান্ড একেবারে খালি করে সবগুলো কাজই করে ফেলতাম। কারণ এটাই দীর্ঘমেয়াদে আমাদের ক্রিকেটকে শক্তিশালী করবে।”
সুজন মনে করেন, বিশ্ব ক্রিকেটে টিকে থাকতে হলে এখনই বড় বিনিয়োগ দরকার অবকাঠামো, প্রশিক্ষণ ও প্রযুক্তিতে। অন্যথায় কেবল প্রতিভার জোরে বাংলাদেশ এগোতে পারবে না।
Comments
Post a Comment