আইপিএলে নজর কাড়লেন নাহিদ রানা, কলকাতার বড় প্রস্তাব


 

বাংলাদেশের তরুণ পেস সেনসেশন নাহিদ রানা জায়গা করে নিয়েছেন আইপিএলের মেগা মঞ্চে। ঘণ্টায় প্রায় ১৪৫ কিমি বেগে ধারাবাহিকভাবে বল করার ক্ষমতা আর সাম্প্রতিক অসাধারণ পারফরম্যান্সে নজর কেড়েছেন ফ্র্যাঞ্চাইজিগুলোর। শেষ পর্যন্ত শাহরুখ খানের মালিকানাধীন কলকাতা নাইট রাইডার্স তাকে দলে টানতে বড় প্রস্তাব দেওয়ার পরিকল্পনা করছে বলে জানা গেছে।

যদি কলকাতার স্কোয়াডে নাম লেখাতে পারেন, তবে এটি হবে নাহিদ রানা’র ক্যারিয়ারের এক নতুন অধ্যায়। বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের জন্য বিষয়টি নিঃসন্দেহে গর্ব ও আনন্দের। তরুণ এই পেসারের হাতে থাকবে বিশ্বের সেরা ব্যাটসম্যানদের বিপক্ষে নিজেকে প্রমাণের মঞ্চ।

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ও ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকভাবে আগুনঝরা স্পেল উপহার দিয়ে নাহিদ ইতোমধ্যেই ভবিষ্যতের তারকা হিসেবে পরিচিতি পেয়েছেন। ক্রিকেট বিশ্লেষকদের মতে, সঠিক গাইডলাইন ও আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ পেলে তিনি বাংলাদেশের পেস আক্রমণে দীর্ঘদিন নেতৃত্ব দিতে পারবেন।

এখন দেখার বিষয়, আইপিএলের প্রতিযোগিতামূলক পরিবেশে কেমন ঝলক দেখাতে পারেন এই তরুণ গতির যোদ্ধা—যে ঝলক হয়তো বদলে দিতে পারে তার ক্যারিয়ারের গতিপথই।

Comments

Popular posts from this blog

৩ ওভারে ২৪ রান দেওয়া মুস্তাফিজকে নিয়ে যা বললেন অধিনায়ক অক্ষর প্যাটেল

৯২ মিনিটে রেফারির বিতর্কিত সিদ্ধান্ত, পেনাল্টি ছিল নাকি জানালেন ফিফার স্বীকৃত রেফারি

টি২০ র‍্যাঙ্কিংয়ে ১০ নাম্বারে থাকা বাংলাদেশকে ১ নাম্বারে আনতে নতুন সভাপতি বুলবুল স্কোয়াডে আনছে ১ জন অবহেলিত হার্ড হিটারকে