ওডিআই র‍্যাঙ্কিংয়ে বড় হালনাগাদ, পাঁচ উইকেট নিয়ে শীর্ষে ফেরেন মহারাজ



আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন এসেছে। দক্ষিণ আফ্রিকার বাঁহাতি স্পিনার কেশব মহারাজ একধাপ এগিয়ে শীর্ষে পৌঁছেছেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে কেয়ার্নসের মাঠে নিজের প্রথম পাঁচ উইকেট নেওয়া ইনিংসে ৩৩ রানে ৫ উইকেট নেন মহারাজ। এই পারফরম্যান্সের কারণে প্রোটিয়াররা ৯৮ রানে ম্যাচ জেতে এবং মহারাজ র‍্যাঙ্কিংয়ের চূড়ায় উঠেন।

শ্রীলঙ্কার স্পিনার মাহিশ থিকশানা শীর্ষস্থান হারান, আর ভারতের কুলদীপ যাদব নেমে যান তিন নম্বরে। মহারাজ প্রথমবার এক নম্বরে হয়েছিল ২০২৩ সালের নভেম্বরে।

ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে দক্ষিণ আফ্রিকার জন্যও সুখবর এসেছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে হাফসেঞ্চুরি করা এইডেন মারক্রাম চার ধাপ এগিয়ে ২১ নম্বরে, টেম্বা বাভুমা পাঁচ ধাপ এগিয়ে ২৩ নম্বরে। অস্ট্রেলিয়ার অধিনায়ক মিচেল মার্শ এক ৮৮ রানের ইনিংস খেলে ছয় ধাপ এগিয়ে ৪৮ নম্বরে ওঠেন। পাকিস্তানের বিপক্ষে ভালো পারফরম্যান্সের কারণে ক্যারিবীয় ব্যাটার শাই হোপ এখন নবম স্থানে।

ওডিআই বোলারদের মধ্যে ওয়েস্ট ইন্ডিজের জেডেন সিলস পাকিস্তানের বিপক্ষে ১০ উইকেট নেওয়ায় ১৫ ধাপ এগিয়ে ১৮তম স্থানে উঠেছেন। পাকিস্তানের তরুণ লেগস্পিনার আব্রার আহমেদ দুই ম্যাচে তিন উইকেট নিয়ে ১৫ ধাপ এগিয়ে ৩৯তম স্থানে।

টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে পরিবর্তন এসেছে দক্ষিণ আফ্রিকার তরুণ ব্যাটার ডেওয়াল্ড ব্রেভিস নয় ধাপ এগিয়ে যৌথভাবে ১২ নম্বরে। অস্ট্রেলিয়ার ব্যাটার মিচেল মার্শ ও গ্লেন ম্যাক্সওয়েল যথাক্রমে ২৫ ও ৩০ নম্বরে। টি-টোয়েন্টি বোলারদের তালিকায় অস্ট্রেলিয়ার নাথান এলিস তিন ধাপ এগিয়ে নবম ও জশ হ্যাজলউড দুই ধাপ এগিয়ে ১৮তম স্থানে।


Comments

Popular posts from this blog

৩ ওভারে ২৪ রান দেওয়া মুস্তাফিজকে নিয়ে যা বললেন অধিনায়ক অক্ষর প্যাটেল

৯২ মিনিটে রেফারির বিতর্কিত সিদ্ধান্ত, পেনাল্টি ছিল নাকি জানালেন ফিফার স্বীকৃত রেফারি

টি২০ র‍্যাঙ্কিংয়ে ১০ নাম্বারে থাকা বাংলাদেশকে ১ নাম্বারে আনতে নতুন সভাপতি বুলবুল স্কোয়াডে আনছে ১ জন অবহেলিত হার্ড হিটারকে